Biggest Meetup in Bangladesh ( Connect live 2019 Experience Sharing)

attend all member BDLG.

বাংলাদেশ তথা উপ- মহাদেশের সব থেকে বড় মিট আপ। বাংলাদেশ লোকাল গাইড এর আয়োজনে করা হয়। যার প্রতিপাদ্য বিষয় ছিল Connect Live Experience sharing 2019. বাংলাদেশ লোকাল গাইড প্রতি বছর এই মিট আপ করে থাকে। এবার সব থেকে বেশি লোকাল গাইড অংশ গ্রহণ করেন। যা হয়েছিলো বাংলাদেশের রাজধানী ঢাকায়।

inside all member. Pick @GaziSalauddinbd

অনুষ্ঠানে সবাই যথা সময়ে আসেন। একটা নিদিষ্ট লাইনের মাধ্যমে এক বিশাল অডিটোরিয়াম প্রবেশ করেন। সবাই সবার আসন গ্রহণ করেন। তার পর নিদিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হয়।

Meet up এর কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

১.মিট আপ এর নাম্বার : ১২৩ তম

২. মিট আপ হোস্ট : Shamim Shuvo

৩. মিট আপ উপস্থাপক : Rafsan Rana

৪. মিট আপ এ উপস্থিত

লোকাল গাইড সংখ্যা: ১৮৬জন

৫. মিট আপ ভেন্যু : United International University.

৬. মিট আপ এর সময় : ০৩ ঘন্টা।

Connect Live Experience Sharing 2019 :

কানেক্ট লাইভ এ অংশগ্রহণ করে আসেন বাংলাদেশ লোকাল গাইড এর মডারেটর @MahabubMunna ভাই তিনি আমাদের লোকাল গাইড এর বিভিন্ন বিষয়ে গাইড লাইন দেন।

Mahabubmunna advice all local guide

পরামর্শ গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

১. লোকাল গাইড কি?

২. কিভাবে ভালো লোকাল গাইড হওয়া যায়।

৩. লোকাল গাইড এর কাজের ভালো মান সম্পর্কে।

**৪.**কাজ করতে গিয়ে যেন স্পামিং না হয়।সেই দিকে খেয়াল রাখতে হবে।

৫. কানেক্ট এ পোস্ট করা সম্পর্কে।

৬.google এর বিভিন্ন প্রডাক্ট সম্পর্ক।

**৭.**৩৬০° ডিগ্রি ছবি তোলা সম্পর্কে।

নাস্তার সময় : একটি বড় ক্যাফে তে আমাদের নাস্তা করানো হয়। খুব সুন্দর ভাবে সবাই নাস্তা করি। শৃঙ্খলা বজায় রেখে আমরা নাস্তা শেষ করি। খাবারের মান ভালো ছিলো। বর্গার টা আমার কাছে বেশ ঝাল লাগে। তাও অনেক টেস্ট হয়।

another local guide question from senior local guide.

অনুষ্ঠানের শেষ পর্ব, প্রশ্ন ও উত্তর : লোকাল গাইড দের মধ্যে থেকে অনেকেই অনেক প্রশ্ন করেন। বিভিন্ন বিষয়ে জানার জন্য। তা আমাদের সিনিয়র লোকাল গাইড ও মডারেটর গন সুন্দর ভাবে উত্তর দেন,এবং বুজিয়ে দেন।

এতো সুন্দর একি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য

Thanks

Core team

Bangladesh local guides

72 Likes

@GaziSalauddinbd ধন্যবাদ সালাউদ্দিন ভাই এত দূর থেকে কষ্ট করে শুধুমাত্রর চার ঘন্টার একটা মিট আপের জন্য ঢাকায় এসেছেন। আশা করি আপনি আপনার এলাকায় লোকাল গাইড কার্যক্রম পরিচালনা করবেন এবং সেখানে আরও লোকাল গাইড তৈরি করবেন। অনেক অনেক শুভকামনা রইল

15 Likes

@GaziSalauddinbd ধন্যবাদ ভাই। এত সুন্দর করে লেখার জন্য।

10 Likes

@GaziSalauddinbd ধন্যবাদ ভাই এতো কষ্ট করে এতো দূর থেকে আসার জন্য,

সব গুলি কথা সুন্দর করে সাজিয়ে লেখার জন্য আবার ধন্যবাদ,

15 Likes

@GaziSalauddinbd Bhai, you always inspiration to us. You patient on local guides program & Bangladesh Local Guides Community Inn one word unbelievable. All the time we seen that cross long many distance for join the any Meet up. Personally myself that not possible. Hope keep the momentum & inspired icon for new local guides.

11 Likes

I am working in Bangladesh Parajtan Corporation as a deputy manager and contributing in google local guide for many years. I want to connect this community.

8 Likes

@GaziSalauddinbd দেশি ভাই আপনার দুর্দান্ত পারফরম্যান্স দেখে আমি আসলেে মুগ্ধ! খুব সুন্দর করে গুছিয়ে প্রতিটা গুরুত্বপূর্ণণ তথ্য জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

10 Likes

@GaziSalauddinbd ভাই, যেখান থেকেই লিখেছেন অনেক ভালো লিখেছেন। বর্বণায় কোন কিছুই বাদ যায় নাই। ধন্যবাদ।

10 Likes

@MahabubMunna ভাই, সবার আন্তরিকতার জন্য আসা হয়। কমিউনিটি কে একটি পরিবার মনে করি। তার জন্য এতো দূর আসা হয়।

8 Likes

অসংখ্য ধন্যবাদ @GaziSalauddinbd ভাই এত দূর থেকে আমাদের মিট আপে আসার জন্য। খুব অল্প কথায় নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছেন মিট আপের প্রতিপাদ্য কি ছিল। তবে ভাইয়া, বানানের দিকে একটু খেয়াল করলে ভাল হয়, নয়তো অন্য ভাষায় ঠিকমতো অনুবাদ হবে না। আশা করি ব্যাপারটা দেখবেন।

10 Likes

@AshimKumarBiswas আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে আলোচনা করে ভালো লাগলো।

8 Likes

যারা মিট-আপ মিস করেছেন, তারা এই পোস্ট পড়ে নিলেই হবে। nice writing, @GaziSalauddinbd ভাাই ।

8 Likes

@Tanvir_Hasan আপনাকে ধন্যবাদ, মোটামুটি তুলে ধরলাম। অনেক কিছু মনে হয় বাদ পড়েছে।

8 Likes

@LyricMitra আপু আপনাকে ধন্যবাদ। সুন্দর উপদেশ দেওয়ার জন্য।

8 Likes

@MehadeHasan ভাই, আসলে মন থেকে চাইলে সব সম্ভব। আমি চাই কিছু শিখতে, তার জন্য মিট আপ গুলো তে আসি।।

9 Likes

@GaziSalauddinbd লিখা সুন্দর হয়েছে। আশা করি পরের কোন মিট-আপে দেখা ও সাক্ষাৎ হবে আপনার সাথে। ধন্যবাদ।

6 Likes

@GaziSalauddinbd ভাই অনেক সুন্দর মিট আপ করছেন। আশা আছে আগামীতে মিটআপ এ যাবো। আপনার লেখার মাধ্যমে ১২৩ তম মিটআপ উপভোগ করলাম।

5 Likes

@Razonno_Mugdha আপনাকেও ধন্যবাদ আপু ।

8 Likes

@AlamgirbdLG আপনাকে ধন্যবাদ। সব সময় connectlive এর সাথে থাকবেন। আর মিটআপ এ যোগদান করবেন ।

7 Likes

@GaziSalauddinbd very nice!! Well done guys!!

4 Likes