attend all member BDLG.
বাংলাদেশ তথা উপ- মহাদেশের সব থেকে বড় মিট আপ। বাংলাদেশ লোকাল গাইড এর আয়োজনে করা হয়। যার প্রতিপাদ্য বিষয় ছিল Connect Live Experience sharing 2019. বাংলাদেশ লোকাল গাইড প্রতি বছর এই মিট আপ করে থাকে। এবার সব থেকে বেশি লোকাল গাইড অংশ গ্রহণ করেন। যা হয়েছিলো বাংলাদেশের রাজধানী ঢাকায়।
inside all member. Pick @GaziSalauddinbdঅনুষ্ঠানে সবাই যথা সময়ে আসেন। একটা নিদিষ্ট লাইনের মাধ্যমে এক বিশাল অডিটোরিয়াম প্রবেশ করেন। সবাই সবার আসন গ্রহণ করেন। তার পর নিদিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হয়।
Meet up এর কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
১.মিট আপ এর নাম্বার : ১২৩ তম
২. মিট আপ হোস্ট : Shamim Shuvo
৩. মিট আপ উপস্থাপক : Rafsan Rana
৪. মিট আপ এ উপস্থিত
লোকাল গাইড সংখ্যা: ১৮৬জন
৫. মিট আপ ভেন্যু : United International University.
৬. মিট আপ এর সময় : ০৩ ঘন্টা।
Connect Live Experience Sharing 2019 :
কানেক্ট লাইভ এ অংশগ্রহণ করে আসেন বাংলাদেশ লোকাল গাইড এর মডারেটর @MahabubMunna ভাই তিনি আমাদের লোকাল গাইড এর বিভিন্ন বিষয়ে গাইড লাইন দেন।
Mahabubmunna advice all local guide
পরামর্শ গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ
১. লোকাল গাইড কি?
২. কিভাবে ভালো লোকাল গাইড হওয়া যায়।
৩. লোকাল গাইড এর কাজের ভালো মান সম্পর্কে।
**৪.**কাজ করতে গিয়ে যেন স্পামিং না হয়।সেই দিকে খেয়াল রাখতে হবে।
৫. কানেক্ট এ পোস্ট করা সম্পর্কে।
৬.google এর বিভিন্ন প্রডাক্ট সম্পর্ক।
**৭.**৩৬০° ডিগ্রি ছবি তোলা সম্পর্কে।
নাস্তার সময় : একটি বড় ক্যাফে তে আমাদের নাস্তা করানো হয়। খুব সুন্দর ভাবে সবাই নাস্তা করি। শৃঙ্খলা বজায় রেখে আমরা নাস্তা শেষ করি। খাবারের মান ভালো ছিলো। বর্গার টা আমার কাছে বেশ ঝাল লাগে। তাও অনেক টেস্ট হয়।
another local guide question from senior local guide.
অনুষ্ঠানের শেষ পর্ব, প্রশ্ন ও উত্তর : লোকাল গাইড দের মধ্যে থেকে অনেকেই অনেক প্রশ্ন করেন। বিভিন্ন বিষয়ে জানার জন্য। তা আমাদের সিনিয়র লোকাল গাইড ও মডারেটর গন সুন্দর ভাবে উত্তর দেন,এবং বুজিয়ে দেন।
এতো সুন্দর একি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য
Thanks
Core team
Bangladesh local guides