প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ।
দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে পর্যটনের বৈচিত্র্যময় সম্ভার।
তেমনি একটা পর্যটনক্ষেত্র হচ্ছে নীলগিরি। এটি পার্বত্য জেলা বান্দরবানে অবস্থিত। পাহাড়ের উপরে মেঘ ভেদ করে উঠে গেছে এই স্থান।
যেই শ্বেত শুভ্র মেঘ সমতল ভূমি থেকে আকাশে তাকিয়ে দেখতে হয় সেই মেঘ যেন চোখের সামনে ভেসে বেড়ায় এই _নীলগিরি_তে।
পেজা তুলার মতো সাদা ভাসমান মেঘ!
বাংলাদেশ আর্মি কর্তৃক পরিচালিত নীলগিরি হিল রিসোর্ট জায়গাটি সম্পূর্ণ নিরাপদ। রয়েছে রেস্টুরেন্ট এবং নাইট স্টে হোটেল। রয়েছে হেলিপ্যাড ও ওয়াকওয়ে।
প্রিয়জন বা পরিবার নিয়ে ঘুরে আসার জন্য আদর্শ স্থান।
আসুন নিজ স্বদেশ ভ্রমণ করি তবে অবশ্যই নিজ চারপাশ ও ভ্রমণের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।