Beware: Before Adding New Places! (Bengali)

হ্যালে! লোকাল গাইডস,

গুগল ম্যাপে নতুন স্থান যোগ করার সময় ভালোভাবে যাচাই করে নিবেন, যে সেটা ম্যাপে আগে থেকে যুক্ত করা আছে কিনা এবং আপনার সংগ্রহ করা তথ্য নির্ভুল কিনা।কারন সামান্য কিছু ভুলের ফলে আমাদের দ্বারা হয়ে যেতে পারে কিছু বড় ভুল। যেমন- ভুল স্থান ম্যাপে যুক্ত করা, ডুপলিকেট স্থান বারবার ম্যাপিং করা সাথে আরো কিছু অনাকাঙ্খিত স্প্যাম।

আজকের আলোচনায় থাকছে গুগল ম্যাপে নতুন স্থান যুক্ত করার আগে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কেঃ

  • ১। ভালো করে সার্চ করে দেখাঃ

গুগল ম্যাপে সার্চ করার অপশন আছে সেটা ব্যবহার করতে হবে।কারন অনেক নতুন যুক্ত করা স্থান বা অনেক আগে থেকে যুক্ত করা স্থান অনেক সময় লাইভে দেখায় না । অনেক সময় খুজে পাওয়া যায় না । আর লাইভ দেখা/ না দেখার কয়েকটি কারন রয়েছে।বেশিরভাগ সময় লাইভে না দেখালেই আমরা মনে করি সেটা গুগল ম্যাপে যুক্ত করা নেই তখন আমরা সেটা যুক্ত করার চেস্টা করি।আবার পয়েন্টের আশায় অহেতুক বা ডুপ্লিকেট স্থান যোগ করে ফেলি বুঝে বা না বুঝে। এতে আপনার দ্বারা স্প্যাম করা হবে। কারন ডুপ্লিকেট স্থান যুক্ত করা, ডুপ্লিকেট ছবি যুক্ত করা বা যেকোন ডুপ্লিকেট কাজই গুগল ম্যাপস কন্ট্রিবিউশন পলিসি এবং কমিউনিটি পলিসি অনুযায়ী নিষিদ্ধ।আপনার একাউণ্ট সাসপেন্ড হয়ে যেতে পারে এই কাজে।

এতএব কোন প্লেস ম্যাপে যুক্ত করার আগে ভালভাবে যাচাই করে নিতে হবে সেটা আগে থেকে যুক্ত করা আছে কিনা।

গুগল ম্যাপে স্থান সার্চ করার কিছু নিয়ম বর্ণনা করা হলঃ

:arrow_right: বাংলা অথবা ইংরেজী অথবা উভয় নামে সার্চ করে দেখতে পারেন আপনার কাঙ্ক্ষিত সেই স্থানটি আগে থেকে ম্যাপে যোগ করা আছে কিনা।

:arrow_right: যে ক্যাটাগরিতে কোন স্থান যোগ করতে চান বা খোজ করতে চান সেই ক্যাটাগরির নামে সার্চ করে দেখতে পারেন উক্ত এলাকায় এমন কোন স্থান যুক্ত করা আছে কিনা।

:arrow_right: আপনি যদি আপনার আশেপাশে অবস্থিত কোন স্থান খোজ করতে চান তাহলে ব্লু ডট এ ক্লিক করে See nearby অপশনটি ব্যবহার করে কোন স্থান যাচাই করে নিতে পারেন।

তাছাড়া বিভিন্ন ফোনের নেটওয়ার্ক দুর্বলতা,স্থানের নামের বানান ভুল থাকার কারনে অনেক সময় সার্চে নাও আসতে পারে। তাই নতুন স্থান যুক্ত করার আগে এসব বিষয়ে খেয়াল রাখি। সবাই মিলে একটি সুন্দর এবং স্প্যাম মুক্ত ম্যাপ তৈরী করি।

  • ২। সঠিক তথ্য দেওয়াঃ

যতটুকু সম্ভব সঠিক তথ্য সংগ্রহ করা। সাইনবোর্ডে থাকা ফোন নাম্বার, নাম সঠিক বা আপডেট নাও হতে পারে। তাই কর্তৃপক্ষের নিকট হতে যাচাই করে নেওয়া।

  • ৩। সঠিক স্থানে পিন করাঃ

১০০% নির্ভুল পিন বা মার্ক করতে সরাসরি উক্ত স্থানে উপস্থিত থেকে সাবমিট করা। সেক্ষেত্রে স্যটেলাইট মোড, ফোনের জিপিএস অনেক সহায়তা করবে।

  • ৪। কমপক্ষে একটি ছবি সংযুক্ত করাঃ

অবশ্যই একটি ছবি হলেও সাথে দেওয়ার চেস্টা করবেন। বিশেষ করে সামনের অংশের। ব্যবসা-প্রতিষ্ঠানের সাইনবোর্ড, সামনের অংশ বা ভিতরের নাম সংবলিত অংশের ছবিকে প্রাধান্য দিবেন। প্রথম সাবমিট করার সময় সর্বোচ্চ ২ টার বেশী ছবি না দেওয়া। কারন আপনার সাবমিট নাও এপ্রোভ হতে পারে তখন এই ছবিগুলো আপনারে প্রোফাইলে View Place নামে দেখাবে। তাই প্রথমবার সর্বোচ্চ ২ টার বেশী ছবি না দেওয়া। তবে পাবলিশ হওয়ার পর আপনার সংগ্রহে থাকা উক্ত স্থানের ভালো ছবিগুলো বেছে বেছে আপলোড করে দিতে পারবেন। খেয়াল রাখবেন যেনো অপ্রয়োজনীয় বা ডুপ্লিকেট বা একই রকম দেখতে ছবি না আপলোড হয়!

এখানে উল্লেখ করা বিষয়গুলো নতুন স্থান যোগ করার আগে প্রয়োগ করা হলে গুগল ম্যাপে ডুপ্লিকেট এবং ভুল তথ্য মুক্ত স্থান সংযুক্ত করতে অনেক সহায়তা করবে। কি কি করলে স্প্যাম হয় তা জানতে এই পোস্টটি দেখে নিতে পারেন- স্প্যাম কি?

Pending/ Not Applied সমস্যাঃ

  • পেন্ডিং- কোন এডিট বা নতুন স্থান যোগ করার পর গুরুত্বপূর্ণ বিষয় এবং হতাশা হলো Pending/ Not Applied পাওয়া। ভাই, হতাশ হওয়ার কিছু নেই। আপনার এডিট পেন্ডিং মানে ধৈর্য ধরুন, গুগল যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে তারপর আমাদের ফলাফল দিবে। এটা স্প্যম মুক্ত ম্যাপিং এর জন্য অনেক জরুরি। আমাদের ফেক্ট চেকিং (Check the Fact) করার সুযোগ রয়েছে। স্থানীয় লোকাল গাইডসদের ফেক্ট চেকিং থেকে প্রাপ্ত ভোট সেই স্থানটির এ্যাপ্রোভালে অনেক প্রভাব ফেলে।
  • রিজেক্ট স্ট্যাটাস দেখে হতাশ হওয়ার কিছু নেই। আপনার ভুল হতেই পারে বা গুগলের বট স্বয়ংক্রিয়ভাবে আপনার রিকোয়েস্ট গ্রহন না করতেই পারে। এটা স্বাভাবিক। এর মানে এই নয় যে আপনার রেপুটেশন কমে গেলো। তবে এটাও ঠিক আমার আপনার সবারই ভুল হতেই পারে :smile: তাই, আপনি এবার একটু ভালো করে খেয়াল করুন, কি ভুল করেছেন? স্থানটি কি আগে থেকেই আছে? নাকি আপনার কোন তথ্যের ঘাটতি রয়েছে? বিষয়গুলো একটু খেয়াল করুন, ২-১দিন সময় নিন আবার নতুনভাবে রিকোয়েস্ট করুন।

Not Applied OR Pending সংক্রান্ত এই পোস্টটি আমাদের অবশ্যই দেখা উচিত :blush:

তাছাড়া নতুন স্থান যোগ করার আগে আরো কোন কোন বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন, কমেন্ট করা জানাতে পারেন।

ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

Happy Guiding!

49 Likes

হ্যালো @ShafiulB ভাই

ধন্যবাদ ভাই দারুন একটি বিষয় আমাদের মাজে শেয়ার করার জন্যে এখানে শিখার মত অনেক গুলো ধাপ লক্ষ করছি।

2 Likes

It’s a good Post, thanks

But I have a question suppose, I Don’t have pH number or when it’s open information than what should I do ?

1 Like

Thank you @ShafiulB vai…

1 Like

చాలా కృతజ్ఞతలు

2 Likes

How to my badges post please reply bro

2 Likes

@venkatesh322 Hi!

“How to my badges post please reply bro”

I am not clear about your questions. Please clarify this queation.

ধন্যবাদ ভাই @ShafiulB

অনেক উপকারী একটি পোষ্ট করেছেন। আমাদের দেশের লোকাল গাইডদের অনেক কাজে দিবে। আমি এটি আরও অনেকের সাথে শেয়ার করলাম।

2 Likes

ধন্যবাদ ভাই, আমাদের স্পামিং থেকে বিরত থাকতে সহায়তামূলক পোস্ট করার জন্য।

1 Like

Thank you so much for giving us valuable information about mapping.

1 Like

I have always followed your post and I have learned a lot of things from it. I hope I will do my Adding place more accurately then ever.

Thanks brother @ShafiulB to teach us the exact way if adding place.

I am waiting for new things to learn from you

1 Like

@MehediMozumdar ধন্যবাদ কমেন্ট করার জন্য এখানে। আশা করি সকলের উপকার হবে এই পোস্ট পড়ে।

1 Like

@user_not_found Its better to add phone number beside other vital informations. But if not possible to manage phobe number must try to add a photo with other informations.

I hope I can understand your questions.

@MS_Pathan ধন্যবাদ মূল্যবান কমেন্টের জন্যে। এটা শুধু আমাদের দেশের লোকাল গাইডসদের জন্যে নয় সকলেরই কাজে আসবে। কানেক্টের অনুবাদ খুব দারুন কাজ করে।

ওহ তাই,

কানেক্টের অনুবাদ সম্পর্কে তেমন ধারনা নেই। আমি বেশিরভাগ বাংলা ও ইংরেজি পোস্টগুলোই দেখি।

2 Likes

@Aslam_hossain @seadevil

ধন্যবাদ আপনাদের মূল্যবাদ কমেন্ট শেয়ার করার জন্যে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের উপকার হচ্ছে জেনে খুশি হলাম।

@ShakilAK It’s my pleasure that you follow my post and get values on my sharing. Keep commenting!

Happy Guiding!

1 Like

@ShafiulB

অনেক সুন্দর লিখছেন ভাই।

অনেক সময় অনেকে প্লেসের ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেনা। সেটার দিকেও একটু নজ দেয়া উচিৎ। যে প্লেইস যুক্ত করছি তার সাথে ক্যাটাগরির মিল আছে কিনা।

ভাই আমি প্রায় ৪ মাস আগে অগ্রণী ব্যাংক, সালুটিকর বাজার শাখা,সিলেট ম্যাপে যোগ করার জন্য সাবমিট করেছি। প্রায় ৯ টা ছবি যোগ করেছিলাম যেগুলা ১০০+ ভিউ ছিল।কিন্তু এখনো প্লেসটা এড হয় নাই।আমার প্রশ্ন হল তাহলে ছবিগুলা দেখলো কারা? আর না হবারই বা কারণ কি?