সূচনা:
প্লাস্টিকের পণ্য আমাদের জীবন ইতিবাচকভাবে পরিবর্তন এনে দিয়েছে:
প্লাস্টিক উৎপাদন সহজ এবং কম ব্যয়বহুল,আমাদের জীবনে বেশিরভাগ ব্যবহার্য্য পন্যই প্লাস্টিকের তৈরি : কেনাকাটার ব্যাগ থেকে শুরু করে গাড়ি এবং কম্পিউটারস, মার্কার থেকে শুরু করে রান্নাঘরের জিনিসপত্র। এই রঙিন এবং উজ্জ্বল প্লাস্টিকের পণ্য আমদের জীবনের আনন্দ পূরণ করছে।
উৎপাদন সহজ, প্লাস্টিক পণ্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন স্বয়ংচালিত গাড়ি, কম্পিউটার, কৃষি, ওষুধ, এবং আরো অন্যান্য ক্ষেত্রে ব্যবহিত হয়।
প্লাস্টিকের তৈরি একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ এবং অস্ত্রোপচারের পণ্য আমাদের জীবন রক্ষা করছে প্রতিদিন।
প্লাস্টিকের পণ্য আমদের জীবন নেতিবাচক ভাবে পরিবর্তন করছে
কম খরচে সহজে উৎপাদনযোগ্য প্লাস্টিক পন্য প্লেট,গ্লাস,বোতল,প্লাস্টিকের ব্যাগ বার বার পরিত্যক্ত অবস্থায় ছুড়ে ফেলা হচ্ছে। কম মূল্যের কারনে এটি পুনরুদ্ধারের জন্য উপযুক্ত না।
পরিবেশের মধ্যে ছড়িয়ে থাকা পরিত্যক্ত হাল্কা ওজনের প্লাস্টিকের পণ্য বাতাস এবং বৃষ্টির মাধ্যমে নদীতে প্রবাহিত হয়, এবং সাগরে গিয়ে এর যাত্রা শেষ হয়।
বাতাস,বৃষ্টি,এবং ঢেউয়ের প্রভাবে প্লাস্টিক চূর্ণবিচূর্ণ হয়ে পানিতে বাসতে থাকে। পাখি এবং মাছ এই রঙিন প্লাস্টিকের টুকরো গিলছে,যা হজম করতে পারেনা এবং পাকস্থলীতেও জমা করতে পারেনা। মাছ প্লাস্টিকের ব্যাগের মধ্যে প্রবেশ করে,এবং এর থেক বের হয়ে আসতে পারেনা। ওশেন গেইরেস (Ocean Gyres) প্লাস্টিকের আবর্জনা জমা করতে সাহায্য করে,যা “গ্রেইট প্যাসিফিক আবর্জনার তালি” নামে পরিচিত।
প্লাস্টিক দূষণ আমাদের পৃথিবীর জন্যে বড় ধরনের বিপদ। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করা লোকাল গাইডসদের জন্যে অন্যতম উদ্দেশ্য হতে পারে।
জানতে চাও কিভাবে? পড়তে থাকুন
লোকাল গাইডস ক্লিন দ্যা ওয়ার্ল্ড – প্রকল্পের রুপরেখা
লোকাল গাইডসদের জন্যে পাঁচটি লক্ষ (প্লাস এক)- এক বছর ব্যাপি প্রকল্প
ধাপ 0 :
নতুন প্রকল্পের জন্যে একটি লোগো এটি একটি নতুন প্রকল্প সারা বিশ্বের লোকাল গাইডসদের জন্যে,একই লক্ষ্যের অধীনে আমরা বিভিন্ন ধরনের অনেক কার্যক্রম করবোঃ#LocalGuidesCleanTheWorld
হ্যাশট্যাগসহ ফটো শেয়ার করতে হবে।
আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পরিবেশ এবং দূষণ সম্পর্কিত কার্যক্রম সহজে চিহ্নিত করার একটা মাধ্যম বলে দেয়া, বিশেষ করে প্লাস্টিক দূষণ সম্পর্কে, যা আমরা এই বছর চালু করবো। এই চিন্তা থেকে,আমি একটি নতুন লগোর আমন্ত্রণ জানিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলাম – লোকাল গাইডস কনটেস্টঃ এ লোগো ফর এ নিউ প্রজেক্ট। যে লোগোগুতে ভোট দেয়া হয়েছিল, আমরা সেটি পেয়েছি । এই লোগো আপনি এই প্রজেক্ট সম্পর্কিত সকল কার্যক্রমে ব্যবহার করতে পারবেন, যেমন মিট-আপ,জিইওওয়াক,ডকুমেন্টস,টি-শার্ট।আপনি লোগো টি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
ধাপ ১- শিক্ষা
(এখানে আরো পড়ুন)
অনেক মানুষ এই সমস্যা সম্পর্কে অসচেতন। লোকাল গাইডস একটি ভাল মাধ্যম হতেপারে ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ আয়োজনের,প্লাস্টিক দূষণের ক্ষতিকারক দিক ব্যাখ্যা করার,এবং তাদেরকে দেখানো কত সহজ ভাবে প্লাস্টিক সংগ্রহ করা এবং তা কিভাবে পুনরায় ব্যবহার করা যায়।
লোকাল গাইডস হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষক, শিশু এবং পিতামাতা(কিছু দাদা দাদীও আছেন)।
- স্কুলে ব্যবহার করার জন্যে আমরা কিছু শিক্ষনীয় উপকরণ তৈরি করতে পারি।
- আমরা বাচ্চাদের 3R ধারণা (Reduce-Recycle-Reuse) সম্পর্কে শিক্ষা দিতে,কার্যক্রমগুলো স্কুলে আয়োজন করতে পারি।
- আমরা “শিক্ষনীয় সাক্ষাৎকার” পরিচালনা করতে পারি।
- উচ্চবিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে প্লাস্টিকের দূষণ সম্পর্কে অনুসন্ধান বৃদ্ধির জন্যে আমন্ত্রণ জানাতে পারি।
তাদেরকে ধাপ ২ এবং ধাপ ৩ তে আমন্ত্রণ জানানো যেতে পারে।এটা আকর্ষণীয় হতে পারে যখন লোকাল গাইডস তাদের সাথে শিক্ষনীয় অথবা তথ্যপূর্ণ দলিলপত্র তৈরিতে একসাথে কাজ করবে।
ধাপ 2- ডকুমেন্টেশন
ফটোওয়াক মিটআপ অথবা একক ফটোওয়াকও গ্রহনযোগ্য। উদ্দেশ্যে হচ্ছে দূষিত এলাকার ডকুমেন্টেশন করা, যেমন রাস্তা,নদী,পাব্লিক পার্ক,তীর,পাহাড় পর্বত(আমি চিন্তা করতেছি ঐসকল জিনিসপত্র নিয়ে যা পর্বত আরোহীরা পরিত্যক্ত অবস্থায় পেলে যায়) যা ধাপ-৩ এর একটি লক্ষ হতেপারে। ফটো এলবাম গুলো সংযুক্ত করা হবে বিশ্বব্যাপী “মাইম্যাপস অফ প্লাস্টিক পলিউশন”, এবং সামজিক যোগাযোগ মাধ্যমে
#LocalGuidesCleanTheWorld
হ্যাশট্যাগসহ ফটো শেয়ার করতে হবে।
ধাপ ৩ – কার্যক্রম
- ক্লিন দ্যা প্লানেট- ধাপ ২ তে চিহ্নিত করা স্থান পরিষ্কার করার জন্যে স্বেচ্ছাসেবীদের সাথে সাক্ষাৎ। সেইসাথে যারা লোকাল গাইডস না,তাদেরকেও এই কর্মসূচিতে অংশগ্রহন করতে আমন্ত্রণ জানানো । লোকাল গাইডসের কার্যক্রম গুলোর ফটো ভিডিও শেয়ার করতে হবে
- বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার করা- লোকাল গাইডসদের নিয়ে স্কুলের চারপাশ পরিস্কার করা এবং দিন শেষে সেই পরিষ্কার জাগায় একটা পিকনিক অথবা একটা পার্টি করা।
- কোনও একটা জায়গা গ্রহণ করা- কোন একটা নির্দিষ্ট স্থান দেখাশোনা এবং পরিষ্কার রাখার জন্যে স্বেচ্ছাসেবীদের নিয়ে সাক্ষাৎকার করা।
- সামাজিক পরিছন্নতা- কোন বয়স্ক লোক অথবা এমন কাউকে তুমি চেনো যে তার নিজের খেয়াল রাখতে পারেনা, তার আঙিনা পরিস্কার করে দেয়া।
প্রত্যেক সংক্ষিপ্তবৃত্তি(Recap) বিশ্বব্যাপী “মাইম্যাপস অফ প্লাস্টিক পলিউশন” এ সংযুক্ত করা হবে।
ধাপ ৪- প্রকাশনা
প্লাস্টিক দূষণের একটি মাইম্যাপস তৈর করো,যা ধাপ ২ তে চিহ্নিত করা স্থানগুলো দেখাবে এবং পরিস্কার কার্যক্রম নির্দেশ করবে। প্রত্যেক স্থানের জন্যে আমরা যেসকল জিনিস প্রদান করবো:
- একটি নির্দিষ্ট ফটো মাইম্যাপের মধ্যে দেয়া।
- কোনো কার্যক্রম অথবা স্থানের ফটো এলবামের লিংক।
- কানেক্টে সংক্ষিপ্তবৃত্তি(Recap) পোষ্টের লিংক।
মাইম্যাপস সামাজিক মাধ্যমে শেয়ার করতে হবে হ্যাশট্যাগসহ #LocalGuidesCleanTheWorld ,
এবং হ্যাশট্যাগসহ ফটো শেয়ার করতে হবে।
ধাপ ৫- সর্বোত্তম পদ্ধতি
(এই হচ্ছে কিছু সূত্র) আরো কিছু ইতিবাচক দেশ/শহরের উদাহরণ যারা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে কাজ করছে, এই সংক্রান্ত মিডিয়ার খবর। রিসাইকেল অথবা বিভিন্ন জিনিসপত্রের পুনঃব্যবহারের ইতিবাচক উদাহরণ আলোচনা করা, যা অন্যদেরকে এই একই কাজ করতে আগ্রহী করবে। এর মাধ্যমে যেসকল দেশ ইতিমধ্যে এই সমস্যা সমাধানে কাজ করছে আমরা তাদের কাছথেকেও সমাধান পেতে পারি :
- ফ্যাক্টরি পরিদর্শন এবং সাক্ষাৎ করতে মিটআপ করা।
- ভিডিও “কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে রিসাইকেল পরিচালনা করি"
পাঁচটি ধাপ- এক বছরের কার্যক্রম।
নিচের লিংকগুলো অনুসরণ করুন প্রত্যেক ধাপ সম্পর্কিত পোষ্টের জন্যে।
- লোগো(ডাউনলোড)
- এডুকেশন
- ডকুমেন্টেশন (মাইম্যাপস লিংক)
- কার্যক্রম (মিট-আপের পোষ্ট শিগগিরই আসছে) ।
- প্রকাশনা (মাইম্যাপস লিংক)।
- সর্বোত্তম পদ্ধতি এবং সম্পর্কিত মিডিয়ার খবর।
- শিক্ষনীয় উপকরণ : কিভাবে- কিশোরদের জন্যে শিক্ষা।
- প্রতিবেদন উপকর: দ্যা রিপোটিং স্প্রেডশিট বাই @DavidTito
- LocalGuidesCleanTheWorld -আপনার ভাষায়
এই পোষ্ট সকল সামাজিক মাধ্যমে শেয়ার করুন নিচের হ্যাশট্যাগের মাধ্যমে
#LocalGuidesCleanTheWorld
#LocalGuides
পড়ার জন্যে ধন্যবাদ।
লোকাল গাইডসদের সাথে নিয়ে আনন্দ করুন।