একটি সফল অনুষ্ঠান আয়োজনে তার পিছনের গল্প
বাংলাদেশ লোকাল গাইড এর ১০০তম মিট আপ আয়োজনের পিছনে কিছু লোকের অক্লান্ত পরিশ্রম হয়েছে । এবং আজ আমরা তুলে ধরব কিভাবে আমরা অনুষ্ঠান সাজালাম আর খরচ কমালাম ।
মুলত পুরো অনুষ্ঠান ডিজাইন , প্রিন্টিং , সেট আপ সহ যাবতীয় কাজ আমরা ১২-১৪ জন লোকাল গাইড অনুষ্ঠানের আগের রাতে করে শেষ করে ছিলাম ।
সবচেয়ে বেশি কষ্ট করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী দাদা , বিষ্ণু মধু , জাহেদ ভাই ডিজাইন তৈরি আর প্রিন্টিং এ । ডেকোরেশন করতে ফয়সাল ভাই , সোহেল আরমান ভাই , মাইনুদ্দিন ভাই । রায়হান ভাই সহ অনেকে ।
এবার চলুন ছবির সাথে গল্প করা যাক ।
বিদেশী বন্ধুদের আমন্ত্রন পত্র তৈরি এবং ডাক যোগে পাঠানো হচ্ছে
উপস্থিত লোকাল গাইড দের দেয়ার জন্য তৈরি করা হচ্ছে স্মৃতি স্মারক
তৈরি ভিডিও
লোকাল গাইড দের জন্য রেলের বগি রিজার্ভ করা আর টিকিট সংগ্রহ করা
লোকাল গাইড ফয়সাল ভাইয়ের বাসায় যখন আমাদের অস্থায়ী অফিস
আইডি কার্ডের ফিতা তৈরি করা হচ্ছে
সাড়া রাত কাজ করে যখন মাইনুদ্দিন ভাই আর আরমান ভাই বিশ্রাম নিচ্ছিল
জাহেদ ভাই যখন অফিস থেকে ছুটি নিয়ে নিজেই নেমে পরেছেন কাজে । আইডি কার্ড গুছান হচ্ছিল
জাহিদ ভাই যখন নিজেই কাজে নেমে পরেছেন
মাইনুল ভাইয়ের আনা গাড়িতে মাল সামানা তোলা হচ্ছে
ব্যাগ সংগ্রহ করে নিয়ে আসছে সৌরভ
জায়ান্ট ডিসপ্লে নামাচ্ছে লোকজন
বেলুন ফোলাচ্ছে কয়েকজন লোকাল গাইড
রাতে কাজের ফাকে চলছে ডিনার করা আমাদের
সাড়া রাত কাজ করেও আমরা ক্লান্তি দিন পরের সাড়া দিন অনুষ্ঠান করেছি শুধু তাদের কারনে যারা আমাদের এত উৎসাহ উদ্দিপনা দিয়েছে আয়োজনের জন্য