Behind the scenes Bangladesh Local Guides 100th meetup Part : 1

একটি সফল অনুষ্ঠান আয়োজনে তার পিছনের গল্প

বাংলাদেশ লোকাল গাইড এর ১০০তম মিট আপ আয়োজনের পিছনে কিছু লোকের অক্লান্ত পরিশ্রম হয়েছে । এবং আজ আমরা তুলে ধরব কিভাবে আমরা অনুষ্ঠান সাজালাম আর খরচ কমালাম ।

মুলত পুরো অনুষ্ঠান ডিজাইন , প্রিন্টিং , সেট আপ সহ যাবতীয় কাজ আমরা ১২-১৪ জন লোকাল গাইড অনুষ্ঠানের আগের রাতে করে শেষ করে ছিলাম ।

সবচেয়ে বেশি কষ্ট করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী দাদা , বিষ্ণু মধু , জাহেদ ভাই ডিজাইন তৈরি আর প্রিন্টিং এ । ডেকোরেশন করতে ফয়সাল ভাই , সোহেল আরমান ভাই , মাইনুদ্দিন ভাই । রায়হান ভাই সহ অনেকে ।

এবার চলুন ছবির সাথে গল্প করা যাক ।

বিদেশী বন্ধুদের আমন্ত্রন পত্র তৈরি এবং ডাক যোগে পাঠানো হচ্ছে

উপস্থিত লোকাল গাইড দের দেয়ার জন্য তৈরি করা হচ্ছে স্মৃতি স্মারক

তৈরি ভিডিও

https://youtu.be/2fFbPbg8bQs

লোকাল গাইড দের জন্য রেলের বগি রিজার্ভ করা আর টিকিট সংগ্রহ করা

লোকাল গাইড ফয়সাল ভাইয়ের বাসায় যখন আমাদের অস্থায়ী অফিস

আইডি কার্ডের ফিতা তৈরি করা হচ্ছে

সাড়া রাত কাজ করে যখন মাইনুদ্দিন ভাই আর আরমান ভাই বিশ্রাম নিচ্ছিল :slight_smile:

জাহেদ ভাই যখন অফিস থেকে ছুটি নিয়ে নিজেই নেমে পরেছেন কাজে । আইডি কার্ড গুছান হচ্ছিল

জাহিদ ভাই যখন নিজেই কাজে নেমে পরেছেন

মাইনুল ভাইয়ের আনা গাড়িতে মাল সামানা তোলা হচ্ছে

ব্যাগ সংগ্রহ করে নিয়ে আসছে সৌরভ

জায়ান্ট ডিসপ্লে নামাচ্ছে লোকজন

বেলুন ফোলাচ্ছে কয়েকজন লোকাল গাইড

রাতে কাজের ফাকে চলছে ডিনার করা আমাদের

সাড়া রাত কাজ করেও আমরা ক্লান্তি দিন পরের সাড়া দিন অনুষ্ঠান করেছি শুধু তাদের কারনে যারা আমাদের এত উৎসাহ উদ্দিপনা দিয়েছে আয়োজনের জন্য

73 Likes

@MahabubMunna পেছনে যে এত কাজ হয়েছে তা তো জানতামই না। সবাই কষ্ট করেছেন বলেই এত ভাল একটা ইভেন্ট হয়েছে। আশা করি সবাই মিলে আরো করব আমার আবার কোনদিন। -)

২য় পর্বের অপেক্ষায় থাকলাম।

8 Likes

বাংলাদেশকে ভালোবাসার প্রতিফলন।

6 Likes

@MahabubMunna

I feel very proud to be a part of 100th meetup organizar team. Thank you so much for give me the opportunity.

7 Likes

Impressive really all the work and passion you put into it guys !

I was really amazed by this behind the scenes.
Beautiful is the laser-worked invitation !!! Truly a piece of art to keep as a collection!
Congratulations dear @MahabubMunna and to all your collaborators for the commitment !!

Bye,

David

5 Likes

আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমের জন্য খুব ভালভাবেই আয়োজনটা সম্পন্ন হয়েছিল আর আমরা আপনাদের মত ভাইদের পাশে পেয়েছি যা আমাদের জন্য অনেক গর্বের।

যদিও ১০০ তম মিট আপ এ আমি থাকতে পারি নি, আশা করি ১০১ তম দিয়েই যাত্রা শুরু করতে পারব আপনাদের সাথে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া😊

9 Likes

Congratulations to all the team. You made a great job @MahabubMunna

5 Likes

I fell very proud to be a member of organizer team. Thank you so much @MahabubMunna for giving me the opportunity, and sharing these things in this post.

6 Likes

Looks like you guys have worked very very hard @MahabubMunna kudos to you all

3 Likes

@Alam_Shaikh thank you brother . we try to do something better and new

2 Likes

১০০ তম মিট আপ অনুষ্ঠান আয়োজনের পিছনে যে ভাইদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও অভিনন্দন রইলো।

#BDLG

4 Likes

@apolobarua আপনাদের ভালোবাসাই আমাদের কর্মে উদ্দীপনা যোগায়

2 Likes

@Designer_Biswajit 111 নিয়ে আপনার ভাবনা কি ???

1 Like

দাদা আপনার কারণেই অনুষ্ঠান গুলি এত সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। ধন্যবাদ ।। আপনাকে । ভালোবাসা অভিরাম।। :heart::heart::heart::heart:

1 Like

ধন্যবাদ সবাইকে এত্ত সুন্দর একটি আয়োজন করার জন্য।

@MahabubMunna

1 Like

প্রত্যেকটা অনুষ্ঠানের স্বার্থক হওয়ার পেছনে এরকমই কিছু গল্প থাকে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই অনুষ্ঠানটি এতটা সুন্দর এবং প্রাঞ্জল হয়েছে। এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য @MahabubMunna আপনাকে অসংখ্য ধন্যবাদ

আর যাদের জন্য অনুষ্ঠানটি স্বার্থক ও সফলভাবে সম্পন্ন হয়েছে তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

3 Likes