Beautiful Bangladesh : let's explore shimul bagan (photowalk)

প্রিয় লোকাল গাইড বন্ধুগন
আশা করি আপনারা সকলে ভালো আছেন,আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ লোকাল গাইডস আয়োজন করতে যাচ্ছে ১৫৩ তম মিটাপ,
বাংলাদেশ লোকাল গাইড সব সময় কাজ করার চেষ্টা করে বাংলাদেশের প্রকৃতি ও ঋতু বৈচিত্র্য নিয়ে , সংস্কৃতি ঐতিহ্য, পর্যটন এবং নানাবিধ আঞ্চলিক বিষয় বস্তু ঘিরে ।
এবারের আয়োজন ঋতু ভিত্তিক জনপ্রিয় স্থান সুনামগঞ্জের জয়নুল আবেদীন শিমুল বাগান।

বাংলাদেশের সব চেয়ে বড় শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুরে।

আগামী ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশে শুরু হয়ে যাবে বসন্ত কাল এর এই ঋতুতে শিমুল বাগানের প্রতিটি গাছ

ফুলে ফুলে ভরে উঠবে আর আমরা এবার মিলিত হব এই বাগানে।
এবারের মিটআপের টাইটেল : Beautiful Bangladesh : Let’s explore Shimul Bagan
এবার আসি মূল কথায় এবারের মিটআপের আয়োজন নিয়ে
সর্বোচ্চ অংশগ্রহণকারী যেতে পারবে : ১২ জন

  • মিটাপ এর তারিখ: ১৫ ফেরুয়ারী ২০২১
  • মিটাপ এর সময় : সকাল ১০ টা থেকে দুপুর ১২:৩০
  • মিটাপ এর স্থান: জয়নাল আবেদিন শিমুল বাগান, সুনামগঞ্জ,সিলেট

আমরা যে সকল কার্যক্রম করবো:

  • সকাল ১০ টায় মিটাপ শুরু হবে
  • শিমুল বাগান ঘুরে দেখবো
  • ছবি তুলবো বাগানের,ফুলের, বাগানের আশেপাশের
  • বেসিক ম্যাপিং নিয়ে আলোচনা
  • কোয়ালিটিফুল কন্ট্রিবিউশান কিভাবে করা যায় তা নিয়ে প্রশ্ন-উত্তর পর্ব
  • হালকা নাস্তা
  • গ্রুপ ছবি এবং সমাপ্তি

আগ্রহী যে কোন লোকাল গাইড আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে

পারেন।

বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ হইতে
মাজহারুল ইসলাম

33 Likes

যেতে পারলে খুবই ভালো লাগত @Mazharul_BDLG ভাই। সময় বের করতে পারলে অবশ্যই যেতাম। সারি সারি শিমুল গাছ, শিমুল গাছের লাল ফুল সবই খুব মিস করব ভাই। ভাবতেই খারাপ লাগছে। তবে রিক্যাপ দেখে আশা করি দইয়ের স্বাদ কিছুটা হলেও ঘোলে মেটাতে পারব। আপনার মিটাপের সফলতা কামনা করছি। ভালো থাকবেন।

4 Likes

অনেক ধন্যবাদ প্রিয় @MukulR ভাই

আপনাকে না পেলে খুভ মিস করবো,

5 Likes

আপনার মিটআপের সফলতা কামনা করি @Mazharul_BDLG দাদা।

রিক্যাপ পোষ্টের অপেক্ষায় থাকবো।

ভালো থাকবেন দাদা।

3 Likes

@BidurC ধন্যবাদ

আপনাকে

3 Likes

@Mazharul_BDLG best whishes for Meet-Up. Hope you will enjoy a lot. Thanks for sharing meet-up information.

3 Likes

যেতে পারলে ভালো হত --একটা দারুন সময় কাটত --কিন্তু কি করা --আপনারা করেন —শিমুলের লাল রং এ রাঙ্গা হোক আপনাদের সভা

শিমুল বাগানের ছবি খুজে পেলাম না --আপাতত এটাই দিলাম --একজন লোকাল গাইড

2 Likes

@Mazharul_BDLG অনেক অনেক শুভকামনা রইল ভাই। মিটআপ রিক্যাপ এর অপেক্ষায় আছি। আশা করি অনেক সুন্দর একটি মিটাপ হবে

2 Likes

আমি অবশ্যই এই মিটাপে অংশগ্রহণ করবো ।

মিটাপের প্লেস টি অনেক সুন্দর আমি বেশ কয়েকবার গিয়েছি এর আগেও এবার আবার যাবো।

3 Likes

মিটআপের সফলতা কামনা করছি এবং অংশগ্রহনকারী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন

1 Like

শুভকামনা রইল

2 Likes

Great! But it seems better to organize this type of meet-up avoiding working days. Because many of us including me feel interested to go since this is a working day so it’s not possible.

Wish a great meet-up.

2 Likes

খুব ইচ্ছে করছে এই ইভেন্টে নিজেকে সংযুক্ত করি এবং শিমুল বাগানের সৌন্দর্য তুলে ধরি…

শুভ কামনা সকলের জন্য।

2 Likes

@MehadeHasan thank you brother.

@KhanSayfullah and @emonbrri

আপনাদেরও ধন্যবাদ। মিটাপে আপনাদের পেলে ভাল লাগবে

2 Likes

@mirmahbub আশা করবো আপনি এই মিটাপে

আসবেন সেই সাথে @lrkhokon আপনাকে

স্বাগতম মিটাপে আগ্রহ প্রকাশ এর জন্য

2 Likes

@rashedullah sorry for that.

Please try to join another meetup of BDLG.

Most of time BDLG arrange meetup in Holly day

@Shatu

আচ্ছা ভাই আমরা পরে আরেকটি মিটাপ করবো অন্য কোন ট্যুরিস্ট পয়েন্টে।

@SunMoon ধন্যবাদ

ভাই তবে আপনাকে মিটাপে পেলে আরো

ভাল লাগবে