প্রিয় লোকাল গাইড বন্ধুগন
আশা করি আপনারা সকলে ভালো আছেন,আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ লোকাল গাইডস আয়োজন করতে যাচ্ছে ১৫৩ তম মিটাপ,
বাংলাদেশ লোকাল গাইড সব সময় কাজ করার চেষ্টা করে বাংলাদেশের প্রকৃতি ও ঋতু বৈচিত্র্য নিয়ে , সংস্কৃতি ঐতিহ্য, পর্যটন এবং নানাবিধ আঞ্চলিক বিষয় বস্তু ঘিরে ।
এবারের আয়োজন ঋতু ভিত্তিক জনপ্রিয় স্থান সুনামগঞ্জের জয়নুল আবেদীন শিমুল বাগান।
বাংলাদেশের সব চেয়ে বড় শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুরে।
আগামী ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশে শুরু হয়ে যাবে বসন্ত কাল এর এই ঋতুতে শিমুল বাগানের প্রতিটি গাছ
ফুলে ফুলে ভরে উঠবে আর আমরা এবার মিলিত হব এই বাগানে।
এবারের মিটআপের টাইটেল : Beautiful Bangladesh : Let’s explore Shimul Bagan
এবার আসি মূল কথায় এবারের মিটআপের আয়োজন নিয়ে
সর্বোচ্চ অংশগ্রহণকারী যেতে পারবে : ১২ জন
মিটাপ এর তারিখ: ১৫ ফেরুয়ারী ২০২১
মিটাপ এর সময় : সকাল ১০ টা থেকে দুপুর ১২:৩০
মিটাপ এর স্থান: জয়নাল আবেদিন শিমুল বাগান, সুনামগঞ্জ,সিলেট
আমরা যে সকল কার্যক্রম করবো:
সকাল ১০ টায় মিটাপ শুরু হবে
শিমুল বাগান ঘুরে দেখবো
ছবি তুলবো বাগানের,ফুলের, বাগানের আশেপাশের
বেসিক ম্যাপিং নিয়ে আলোচনা
কোয়ালিটিফুল কন্ট্রিবিউশান কিভাবে করা যায় তা নিয়ে প্রশ্ন-উত্তর পর্ব
হালকা নাস্তা
গ্রুপ ছবি এবং সমাপ্তি
আগ্রহী যে কোন লোকাল গাইড আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে
Great! But it seems better to organize this type of meet-up avoiding working days. Because many of us including me feel interested to go since this is a working day so it’s not possible.