আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি র আয়োজন আসন্ন ২০০ তম মেগা মিট আপে অংশগ্রহণ এর জন্য মনোনীত হলাম।
ক্যাপশনঃ বাংলাদেশ লোকাল গাইড থেকে প্রাপ্ত মেইলে অভিনন্দন সম্বলিত এটাচড ফটো।
মেগা মিটাপে অংশগ্রহণ এর জন খুব মুখিয়ে আছি প্রথম কারন হচ্ছে পুর্বে আমি শুধু একটাই মেগা মিটাপে অংশগ্রহণ করেছে সেটা ১৯০ তম মেগা মিটাপ। এবং খুব দারুন এবং মজার অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। তবে এবারের ২০০ তম মেগা মিটাপ নাকি আরোও আড়ম্বরপূর্ণ হবে তাই কোনভাবেই মিস করতে চাচ্ছিনা।
যদিও ২০০ তম মেগা মিটাপে অংশগ্রহণ এর জন্য নির্দিষ্ট কিছু টাস্ক পুরন করতে হয়েছে।
ক্যাপশনঃ বাংলাদেশ লোকাল গাইড থেকে প্রাপ্ত মেইলের স্ক্রিনশট।
আগেই বলেছি ১৯০ তম মিটাপে আমার প্রথম অংশগ্রহণ ছিলো এবং সেখানে অনেক অনেক কিছু শিখেছি অভিজ্ঞ লোকাল গাইডগনের সান্নিধ্যে পেয়েছি সাথে পেয়েছি এক ব্যাগ ভর্তি উপহার।
তাই এবারের মিটাপেও আমার কিছু প্রত্যাশা আছে। যেমন পুর্বের ন্যায় গুগল ম্যাপের অনেক খুটিনাটি এখনো আমার জানা বাকি আছে আমি অবশ্যই অভিজ্ঞদের থেকে তা জেনে নিবো এবং কিভাবে গুগল ম্যাপে আমি আমার কন্ট্রিবিউশন কে আরোও সুন্দর এবং কোনরকম স্পাম ছাড়া এগিয়ে নিয়ে যেতে পারি তা জানার চেষ্টা করা।
পথ দেখি পথ দেখাই" এই স্লোগান কে সামনে নিয়ে কিভাবে গুগল ম্যাপে নিজের একটিভি বাড়াতে পারি তা জানার চেষ্টা করা। সেই সাথে গুগল কানেক্ট লাইভ গুগল সামিট বিষয়ক সহ মনের কোণে উঁকি দেয়া অনেক প্রশ্নের উত্তর জেনে নেয়া।
সুন্দর এ আয়োজনে অংশগ্রহণ এর জন আমাকে মনোনীত করায় বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি র পরিচালনা পর্ষদ কে আন্তরিক ধন্যবাদ। সর্বোপরি আসন্ন ২০০ তম মেগা মিটাপের সাফল্য কামনা করি।
#bdlg200 #200meetup #bdlg #localguidesbd #bangladeshlocalguides