কি ধারনা রাখি বাংলাদেশ লোকাল গাইড এর ব্যাপারে! আর কেনইবা যেতে চাই ২০০ তম মিটাপে #BDLG200 #Meetup200

কি ধারনা রাখি বাংলাদেশ লোকাল গাইড এর ব্যাপারে? ধারনাটা এখানে এক কথায় বলার মত না। কমিউনিটি বেপারটা আমার কাছে অনেক বড় সম্মানের আমি বেশ কিছু কমিউনিটি তে এক্টটিভ আছি, ট্রাভেল কমিউনিটি, ফ্যানিং কমিউনিটি, হাইকিং কমিউনিটি সহ আরো কিছু.

তবে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি টা আমার কাছে বড় সপ্নের জায়গা অনেক সম্মানিত হই এখানে। ৪ বছরের বেশি সময় ধরে আছি বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির সাথে, এর মধ্যে অনেক বড় মাপের মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। আমি অতি নগন্য একজন মানুষ হয়ে সমাজের অনেক সম্মানিত এবং উচু লেভেলের মানুষদের সাথে পরিচিত হওয়াটা অনেক বড় পাওয়া।

ভাল বেপার হলো আমারা এই কমিউনিটির সবাই জানি আমারা এখানে কেন?

আমাদের কাজ বলেন্টিয়ারি সুতরাং যে মানুষ গুলা নিজের খেয়ে বনের মেষ তাড়াতে আসে তারা খুভ ভাল মনের মানুষ হয় তাই ভেদাভেদ টা থাকে না।

প্রতি নিয়ত এই কমিউনিটিতে অনেক অনেক নতুন মানুষ আসে, দেশের বিভিন্ন জেলার মানুষ, নতুনদের সাথে পরিচিত হওয়া সব সময় আনন্দের।

কেন ২০০ তম মিটাপে যেতে চাই?

৯৪ তম মিটাপ ছিলো আমার ১ম মিটাপ এর কিছুদিন পর কমিউনিটির সবচেয়ে বড় ইভেন্ট ১০০ মিটাপ হয় সে মিটাপে অংশ গ্রহন এর সুজুগ পাই। উটা ছিলো একটা মাইল ফলক। এবার ২০০ তম মিটাপ এই মিটাপে উপস্থিত না থাকাটা জিবনে অনেক বড় অপুর্নতা থেকে যাবে

এই কারনেই থাকতে চাই

22 Likes

কমিউনিটি সর্ম্পকে আপনার ধারণা এবং আপনার চাওয়া পূরণ হবে ইনশাআলল্লাহ

2 Likes

@Mazharul_BDLG আশা করি অনেক সুন্দর একটি মিটাপ হবে

1 Like