হোমনায় দেখে যান গ্রামীন বাজার #BDLG200 #MEETUP200

কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা সদরে হোমনা পৌর বাজার অবস্থিত এই বাজার সপ্তাহের সাত দিনই লো****কে লোকারণ্য থাকে এই বাজারে নানান ধরনের পণ্য কেনাবেচা হয় এই বাজার আশপাশের এলাকার মধ্যে সবচেয়ে পুরাতন ও প্রসিদ্ধ বাজার এই বাজারে****র রয়েছে কিছু ভিন্নধর্মী ইতিহাস ও ঐতিহ্য

আজ আপনাদেরকে শোনাবো এ বাজারের সাপ্তাহিক হাটের গল্প

হোমনা বাজারে প্রতি সপ্তাহের রবিবার হচ্ছে হাট****বার এই দিন আপনি বাজারে আসলে মুগ্ধ হয়ে যাবেন কারণ মানুষ এবং অনেক দোকান বসে হাটের দিন

গ্রামীন বাজারের রঙ রুপ সব পাবেন এই হোমনার সাপ্তাহিক হাটে ।

১। এই হাটে কৃ****ষকের হাত দিয়ে তৈরি নানান ধরনের বেত জাতীয় সামগ্রী পাওয়া যায় এর মধ্যে বিলুপ্তপ্রায় অনেক পণ্য রয়েছে যা এখন আর দেখা যায় না বললেই চলে এমন সব পণ্যও উক্ত হাটের দিন পাওয়া যায় । এগুলো হচ্ছে কুলা , ঢুলা ,পুরা ,চাঁল****নী ,ঝুড়ি , **খা**চা ,প****লো ,পাখা , পাথলা , পাথী , সবগুলোই আঞ্চলিক নাম **কৃ**ষি কাজের জন্য এগুলো হর হামেশাই ব্যবহৃত হয় তবে এগুলো আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

২। হাটের দিন কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য আপনি পাবেন এই দিন এই হাঁটে আপনি হাতে তৈরি করা বাহারি রং ও বিভিন্ন সু****তায় তৈরি করা লুঙ্গি ও গামছা পাবেন এই লুঙ্গি গুলো খুবই আরামদায়ক

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

৩। এই হাটে আপনি কৃষকের উৎপাদিত সতেজ শুকনো মরিচ ,রসু , আদা , মাসকলাই , মসুরের ডাল , সরিষা **,**ধনীয়া সহ নানান ধরনের তেল বীজ দানাদার পাবেন

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

৪। এই এলাকাটি কৃষি নির্ভর তাই নানান ধরনের কৃষি পণ্যের প্রয়োজন হয় এই পণ্যগুলো আমাদের এলাকার কামাররা নিজ হাতে তৈরি করে গ্রামাঞ্চলে লোহার তৈরি বিভিন্ন উপকরণের ব্যবহার এখনো কমেনি বরং বেড়েছে কারণ কৃষি থেকে শুরু করে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত লোহার উপকরণের প্রয়োজন হয় কৃষি কাজে কোদাল , লাঙ্গল , কাঁচি ,শাবল , **ছে**নী **,**নিড়ানি আর সাংসারিক কাজে বটি দা খুন্তি কুড়াল চাকু ইত্যাদি ব্যবহার করা হয়

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

**।** হাটে বাহারি পসরা সাজিয়ে বসেন পান বিক্রেতারা তাদের কাছে বিভিন্ন ধরনের পান সুপারি জ****র্দা কাঁচা সুপারি খয়ের চুন সাদা পাতা**(** আঞ্চলিক শব্দ **)**সহ নানান ধরনের দ্রব্য সামগ্রী পাওয়া যায়

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

৬। এই হাটের দিন নানান প্রজাতির গাছ পাওয়া যায় ফল , ফুল ওষধি সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ পাওয়া যায় । এই হাটে কৃষকের উৎপাদিত টমেটোর চারা কালো বেগুনের চারা ,পেঁয়াজের চারা ,মরিচের চারা **,** পেঁপের চারা সহ নানান ধরনের চারা পাওয়া যায়

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

৭। বাড়িঘর অফিস আদালত দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ুর প্রয়োজন হয় এ ঝারু শুধু হাটের দিনে পাওয়া যায় বিছানা পরিষ্কার করার জন্য ঝাড়ু ও এই হাটে পাওয়া যায় কৃষি কাজেও ঝাড়ুর ব্যাপক ব্যবহার রয়েছে

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

**।** এ হাটের দিন মধ্য বাজারে প্রধান সড়কের পাশে খোলা আকাশের নিচে দোকানিরা বিভিন্ন ধরনের বীজ সাজিয়ে বসে এখানে মূলত মৌসুমি বীজ প্রাধান্য পায় এখানে লাল শাক**,** মুলা শাক , পালং শাক , লাউ , করলা , টমেটো , বেগুন , মিষ্টি কুমড়া ,কুমড়া্****‌ ঢেঁড়স , পুইশাক , ডাটা , গাজর , পেঁয়াজ , মরিচ**,** শশা , খিরা , ধনিয়া , স্কোয়াশ , গম , সরিষা , পাট , সহ নানান ধরনের বীজ পাওয়া যায় ।

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

জীবনের যে কতো রঙ আর জীবন যে কতো রঙ্গিন করা যায় তা হাটে না আসলে বুঝা যাবে না ।

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

গ্রামীণ হাট আমাদের ইতিহাস ও ঐতিহ্য র একটি বিরাট অংশ যা আজ বিল্পুতির পথে**।** এই বিল্পুপ্ত প্রায় হাট দেখতে হলে আপনাকে অবশ্যই হোমনা বাজারে আসতে হবে**।** তাহলেই সম্পূর্ণ বাংগালিয়ানার স্বাদ পাবেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

মাহবুব ইসলাম

#bdlg200

#meetup200

39 Likes

আমাদের গ্রামের বাজারের কথা মনে পরে গেলো। আপনাদের কুমিল্লায় গেলে ওই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসবো একদিন। @MahbubIslam

4 Likes

@AtiqulHoque অবশ্যই আসবেন।

এবং এখানে সরাসরি কৃষকের উৎপাদিত সতেজ সবুজ শীতকালীন সবজি পাবেন এই হাটে।

3 Likes

আপনাদের বাজারটি পুরো আমাদের গ্রামের দত্তের বাজারের মতো।

ধন্যবাদ গ্রামীন একটি বাজারের চিত্র আমাদের সামনে তোলে ধরার জন্য @MahbubIslam ভাই

3 Likes

@NasimJ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

2 Likes

সুন্দর ছবি ও লেখার মাধ্যমে গ্রামীন বাজারের বর্ণনা দেয়ায় আপনাকে ধন্যবাদ

1 Like

What an interesting story @MahbubIslam ! the fabric on picture number 2 reminds me of Saroong/Sarung in here.

1 Like

@NunungAfuah Thank you very much for your comments.

1 Like

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

1 Like