Caption: দালাল বাজার জমিদার বাড়ি।
হ্যালো লোকাল গাইড,
সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের আমার নিজ জেলা, লক্ষ্মীপুর এর কিছু ভ্রমণ এর স্থান ও বিখ্যাত কিছু খাবার এর কথা জানাবো।
লক্ষ্মীপুর জেলা এটি পূবে নোয়াখালীর একটি মহকুমার ছিলো। এই জেলা সাগর উপকূলে ও পাশ দিয়ে ভয়ে চলছে মেঘনা নদী। উপকূল ও নদী পাড়ে হওয়াতে এখানে ব্যবসা ও বাণিজ্যের জন্য বিখ্যাত ।
এখানে মুঘল আমল ও বৃটিশ আমলের অনেক স্থাপত্য আছে।
আপনারা লক্ষ্মীপুর জেলায় ঘুরতে আসলে এই সব জায়গাতে যাইতে পারেন।
caption: মেঘনা নদীর পাড়ে নৌকা সাজানো।
ছবিঃ @GaziSalauddinbd
১. মেঘনা নদীর পাড় বা আলেকজান্ডার বীচ।
লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থান এর মধ্যে অন্যতম
মেঘনা নদীকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ সুসজ্জিত পর্যটন এরিয়া এবং এখানে এসেই মেঘনা সবচেয়ে বেশি প্রশস্ততা অর্জন করেছে। বিশেষ জালের সাহায্যে এখানে জেলে পরিবারগুলোর গলদা চিংড়ি ধরার দৃশ্যও উপভোগ্য৷ প্রতি দিন শত শত পর্যটক আসেন মেঘনার মোহনার সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার হাজার ও পর্যটক আসে।
যাতায়াত ব্যবস্থা ভালো জেলা শহর থেকে আলেকজান্ডার বীচ এ যাওয়া যায় বাস, মিনিবাস ও CNG তে।
Caption:আলতাফ মাষ্টার এর ঘাট।
২. আলতাফ মাষ্টার এর ঘাট :
জেলার আরেক টি পর্যটন এলাকা হচ্ছে আলতাফ মাষ্টার এর ঘাট। এই জায়গাটি গত ৩/৪ বছর যাবত পর্যটক বেশি আসছে। এখানে নতুন নতুন ফুড ক্লাব ও রেস্টুরেন্টে হয়েছে। এই স্থানে একটি মিনি শিশু পার্ক আছে। বিকালে সূর্যাস্ত যাওয়া উপভোগ করে পর্যটকরা।
যাতায়াত ব্যবস্থা ভালো।
জেলা শহর থেকে বা রায়পুর উপজেলা শহর থেকে CNG তে যাওয়া যায়।
caption: দালাল বাজার জমিদার বাড়ি।
Caption: রাজা লক্ষ্মী নারায়ন এর বাড়ী।
৩. দালাল বাজার জমিদার বাড়ি / রাজা লক্ষ্মী নারায়ন এর বাড়ী :
লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নে অবস্থিত জমিদার লক্ষ্মী নারায়ন বৈষ্ণবের বাড়িটি, দালাল বাজার জমিদার বাড়ি হিসাবে পরিচিত।
প্রায় ৫ একর আয়তনের দালাল বাজার জমিদার বাড়ির সম্মুখে রয়েছে একটি রাজকীয় প্রবেশ তোরণ।আর জমিদার বাড়ীতে স্থান পেয়েছে জমিদার প্রাসাদ, রাজপ্রাসাদ, অন্দর মহল, শান বাঁধানো ঘাট, ইত্যাদি।
Caption:তিতা খাঁ জামে মসজিদ।
৪.তিতা খান জামে মসজিদ :
তিতা খান জামে মসজিদ লক্ষ্মীপুর জেলা সদরের পৌর বাজার এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। প্রায় 300 বছর আগে, হযরত আজিম শাহ (রহ.) বাগানে বাংলাদেশের প্রাচীনতম এই মসজিদটি আবিষ্কার করেন। সুন্দর ও শৈল্পিক তিতা খান মসজিদ নির্মাণে জাতি-ধর্ম নির্বিশেষে জনগণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই সুনাম অনুযায়ী হিন্দু-মুসলমান সকলেই নির্দ্বিধায় এই মসজিদে দান করেন। এটি মুঘল আমলের একটি স্থপতি। সুন্দর শৈল্পিক কারুকাজে সজ্জিত এই মসজিদ।
লক্ষীপুর জেলার বিখ্যাত খাবার :
গিগজ ধানের মোটা মুড়ি:
লক্ষ্মীপুরসহ বৃহত্তম নোয়খালীর একটি ঐতিহ্যবাহী দেশীয় প্রাচীন খাবার। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর বা বৃহত্তম নোয়াখালীর চরাঞ্চলে উৎপন্ন বিশেষ জাতের ‘গিগজ’ ধানের মুড়ি স্বাদ বৈশিষ্টের জন্য দেশ বিদেশে বিখ্যাত।
caption: গিগজ ধানের মুড়ি.
Caption : বিখ্যাত টক দধি।
মহিষের দুধ এর দধি / টক দধি :
বাংলাদেশর এক মাত্র মহিষ এর দুধের দধি পাওয়া যায় আমাদের লক্ষ্মীপুর জেলার রামগতি চর আলেকজান্ডার এর। বিখ্যাত দধি জন্য এই অঞ্চলের যে কোন বাজারে পাবেন। বিশেষ করে, আলেকজান্ডার বাজার, মতিরহাট বাজার, তোরাবগঞ্জ বাজার এ দধি বেশি পাওয়া যায়।
caption: লক্ষ্মীপুর জেলার বিখ্যাত কিছু পিঠার ছবি।
বি:দ্র: এছাড়া বিভিন্ন ধরনের পিঠার জন্য বিখ্যাত আমাদের লক্ষ্মীপুর জেলা। আপনারা আসলে পুলি পিঠা ,আর মেঘনা নদীর ইলিশ এর স্বাদ নেওয়ার দাওয়াত রইলো।
#bdlg200 #meetup200
#letsguide #localguideconnect.