ঐতিহ্য আর ইতিহাসের নগরী মুন্সীগঞ্জে স্বাগত" #BDLG200 #Meetup200

মুন্সীগঞ্জের প্রাচীন নাম ইদ্রাকপুর ছিলো। মোঘল শাসন আমলে ইদ্রাকপুর গ্রামে মুন্সী হায়দার হোসেন নামের একজন ছিলেন। মোঘল শাসক এর ফৌজদার নিযুক্ত হয়েছিলেন। খুবই সজ্জন এবং জনহিতৈষী মুন্সী হায়দার সাহেবের নামেই নামকরণ করা হয় মুন্সীগঞ্জ।

অনেকের মতে জমিদার এনায়েত আলী মুন্সী সাহেবের নামে নামকরণ করা হয়।

ক্যাপশনঃ দুইশত বছরের পুরনো মিরকাদিম পুল। ছবি ফেসবুক থেকে সংগৃহিত।

বৃটিশ আমলে তৈরী এই ব্রীজ কেও কেও গায়েবি ব্রীজ ও বলে এটা এক অসাধারণ স্থাপনা যা কালের বিবর্তন কে পাশ কাটিয়ে এখনো টিকে আছে। মুন্সীগঞ্জ বেড়াতে আসলে অবশ্যই এটা দেখা উচিত সেই সাথে এখান থেকে মাত্র দশ মিনিটের দুরুত্বে দেখতে পাবেন সেই সময়ের নগরী নগর কসবা এখনো পুরনো স্থাপনাশৈলী ঠায় দাঁড়িয়ে আছে।

ক্যাপশনঃ ইদ্রাকপুর দুর্গ মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এর অবস্থান।

মুন্সীগঞ্জ বেড়াতে আসলে অবশ্যই আপনাকে আমি ইদ্রাকপুর দুর্গ দেখাতে নিয়ে যাবো। শহর থেকে মাত্র পাচ মিনিটের দুরুত্বে এর অবস্থান সপ্তাহের প্রায় প্রতিদিনই স্থানীয় এবং দূর দুরান্ত থেকে পর্যটক আসে ইতিহাস ও ঐতিহ্য র খুজে। মাত্র দশ টাকা টিকিটের বিনিময়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন।

ক্যাপশনঃবাংলাদেশ এর ২য় বৃহত্তম আড়িয়াল বিল।

আড়িয়াল বিল বর্ষা মৌসুমে এক অনন্য রুপ ধারন এ যেন দিগন্তজুড়ে স্বচ্ছ জলরাশি র খেলা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালি গ্রামেই এর অবস্থান। শীত মৌসুমে এই বিলে বিভিন্ন রকমের শাক সবজির চাষ করা হয়।

ক্যাপশনঃ সিরাজদিখানের পাতক্ষীর।

এই পাতক্ষীর শুধু দেশে নয় দেশ ছাড়িয়েও এর কদর খুব একটা অনন্য স্বাদের এই পাতক্ষীর এর স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। সিরাজদিখান বাজারে মিষ্টান্নের দোকানগুলোতেই এর দেখা মিলবে।

ক্যাপশনঃ ৫৭০ বছরের বাবা আদম মসজিদ। ছবি - সংগৃহিত।

বাবা আদম মসজিদ ৫৭০ বছরের পুরনো বাবা আদম মসজিদ ইসলাম ধর্ম প্রচারক বাবা আদমের নামেই নামকরণ এই মসজিদ। মসজিদের পাশেই রয়েছে তার মাজার শরীফ। সিপাহি পাড়া সংলগ্ন কাঠালতলায় মেইন রোডের পাশেই এর অবস্থান।

ক্যাপশনঃ আবদুল্লাহপুর বাজারের মিষ্টি দই।

পুরো মুন্সীগঞ্জই দই মিষ্টির জন্য বিখ্যাত তার মধ্যে আবদুল্লাহপুর বাজারের মিষ্টি দই অন্যতম। এদিকে বেড়াতে আসলে অবশ্যই অবশ্যই আপনাকে আমি এই দই খাওয়াবো।

ক্যাপশনঃ একটি গ্রামের পথ যেন মন ভালো করার পথ।

ক্যাপশনঃ মুন্সীগঞ্জের কিছু প্রাকৃতিক দৃশ্য।

সর্বোপরি যা যা দেখবেনঃ

মুন্সীগঞ্জ সদরে যা যা দেখাবো।

-মুক্তারপুর সেতু (ধলেশ্বরী নদীর উপর) সেতু থেকে প্রায় ৪/৫ টা নদী দেখা যায়।

-ইদ্রাকপুর দূর্গ

-পোলঘাটা সেতু/মিরকাদিম সেতু (২০০ বছরের পুরনো)

-অতীশ দিপঙ্কর এর ভিটে

-বৌদ্ধ বিহার

-বাবা আদম মসজিদ

-রাজা বল্লাল সেনের বাড়ি (সদর)

টঙ্গীবাড়ি উপজেলায় যা যা দেখবেন।

-সোনারঙ জোড়া মঠ

-সুখবাসপুর দিঘি

  • নাটেশ্বর পুরাকীর্তি

শ্রীনগর উপজেলায় যা যা দেখবেন।

-ভাগ্যকূল জমিদার বাড়ি

-রাঢ়িখাল জগদীশ চন্দ্র বসু স্মৃতিজাদুঘর

-আড়িয়াল বিল

যা যা বিখ্যাত খাবার পাবেন।

-ভাগ্যকূল বাজারের বিখ্যাত ঘোল

-ভাগ্যকূলের ৩ রকমের মিষ্টি

-ভাগ্যকূলের দই

-মাওয়া ঘাটের ইলিশ

  • আবদুল্লাহপুর বাজারের দই

-রায়বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি (সিরাজদিখান)

-পদ্মহেম ধাম (সিরাজদিখান)

-তিনতলা কাঠের বাড়ি (লৌহজং) সহ আরোও অনেক কিছু।

এ ছাড়াও মুন্সীগঞ্জ এর আনাচে কানাচে ছড়িয়ে থাকা খাল নদী মেঠোপথ আপনাকে মুগ্ধ করবে।

আমি নিশ্চিত আপনি যতই পেরেশানি আর মন খারাপের মধ্যেই থাকুন নাহ কেনো এরকম এক নিরিবিলি রাস্তাতে কিছু সময় একান্তই নিজের করে কাটালে মন আর মন খারাপ থাকবে নাহ।

কিছু কথা"

নিজ গন্ডির বাহিরে যেখানেই যান না কেনো অবশ্যই স্থানীয় দের সম্মান করবেন। দেখবেন তারাও আপনাকে আতিথ্য দিবে আর মুন্সীগঞ্জ মানুষের আতিথিয়েতার সুনাম সারা দেশজুরে।

#bdlg200 #200meetup #bdlg #localguidesbd #bangladeshlocalguides

35 Likes

অসাধারণ, অনেক সুন্দর পোস্ট করেছেন।

3 Likes

ধন্যবাদ ভাই @MonirHB ভালোবাসা নিবেন :heart:

2 Likes

ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য ও মায়ার নগরী মুন্সিগঞ্জ।

2 Likes

ধন্যবাদ ভাই @NaptiRasedul আশা করি আপনি আমার চেয়ে আরো সুন্দর ভাবে উপস্থাপন করবেন।

1 Like

২০২২ সালের দিকে একটা ডে-ট্যুরে গিয়েছিলাম মুন্সিগঞ্জে, দুর্ভাগ্যবসত, তেমন কোন জায়গা ঘুরা হয়নি। শুধুমাত্র নদীতে নৌকা ভাড়া করে একটা চরে গিয়েছিলাম। আপনার লেখায় অনেক জায়গা সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ আবার কোন একদিন ঘুরে আসবো। @MohammadPalash

1 Like