BDLG আমি এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে খুশি।

বিগত ১৫ মার্চ ২০২০ খ্রিঃ হতে প্রিয় কমিউনিটি Bangladesh Local Guide এর সাথে যুক্ত হয়েছি এবং ৭ম বর্ষপূর্তি মিটআপে অংশগ্রহন জন্য সকল প্রক্রিয়া অনুসরন করি কিন্তু ব্যাক্তিগত কাজের জন্য মিটআপে যোগ দিতে পারিনি।তবে অনলাইন মিটআপ গুলিতে অংশগ্রহন করি।

২০০তম মিটআপের মাধ্যমে এই কমিউনিটির সদস্যদের সংগে আলাপ পরিচয় হয়, যা আগে হত অনলাইনে। এই কমিউনিটির পরিচালকবৃন্দসহ সকল সদস্য অনেক আন্তরিক ও বন্ধুসুলভ । আমার যখন একত্রিত হই তখন মনে হয় সবাই সবার বয়স, পদবী ও আঞ্চলিকতা ভূলে যায়।

আমি বাংলাদেশের উত্তরের জেলা শহর বগুড়া থেকে গিয়ে তাদের সংগে যখন মিলিত হই তখন আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় তাঁদের আন্তরিকতায়।

বিগত ৭ মার্চ ২০২৪ এই কমিউনিটি প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ হলো এবং এর সদস্য সংখ্যাও ১০ হাজারেরও বেশি হয়ে গেছে। এই কমিউনিটির সকল সদস্য বাপের অথবা নিজের খেয়ে বনের মহিষ তাড়ায়- স্বেচ্ছাশ্রম দিয়ে থাকে।

এই কমিউনিটি ধারাবহিক ভাবে ২৩০ টি মিটআপ সফল ও সুন্দর ভাবে সম্পন্ন করেছে, এর মধ্যে অনেক গুলি বড় মিটআপ ছিল। আমি ২০০তম ও ২৩০তম মিটআপে স্বশরীরে এবং বেশ কয়েকটি অনলাইন মিটআপে অংশগ্রহন করি। মিটআপ গুলি সব সময় নতুন কিছু জানার ও আনন্দময় হয়। যা পরবর্তী কাজের অনুপ্রেণা যোগায়।

আমি এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে খুশি।

9 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

Schön wenn so eine Gemeinschaft zur Seite steht

3 Likes