গুগল ম্যাপ কে শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ লোকাল গাইডস বিভিন্ন মিটআপের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় Bangladesh Local Guides আয়োজন করে Pre Connect live’19 Meet up. যা কমিউনিটির ১২১ তম মিট আপ ছিল।
সারা বাংলাদেশ থেকে ৫১ জন লোকাল গাইড অংশগ্রহণ করে এই মিটআপে। প্রায় চার ঘণ্টা ব্যাপী এই প্রোগ্রাম হয়েছিলো। মিটআপটি গত ২৭শে নভেম্বর, ‘চেরি ড্রফ ক্যাফ ধানমন্ডি’ নামক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আমি প্রায় ১২০ কিলোমিটার দূর থেকে মিটাআপে অংশগ্রহণ করার জন্য এসেছি।
তবে এই মিটআপের উদ্দেশ্য ছিল একটু ভিন্ন, প্রথমত যারা এবার কানেক্ট লাইভে অংশ গ্রহণের জন্য আমেরিকা যাচ্ছে তাদেরকে উইশ করে একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ, গুগল ম্যাপে বাংলাদেশের যে কি কি সমস্যা হয় তা লিখে মাহবুব ভাইয়ের মাধ্যমে গুগল অফিসারের কাছে পৌঁছানো এবং তার সমাধান করা। সাথে গুগল ম্যাপে সুন্দরভাবে কন্ট্রিবিউট করাও একটি উদ্দেশ্য।
মিটআপ শুরু হয় ৩টা ৩০মিনিটে, প্রথমে সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করে সবার আইডি কার্ড নিয়ে বসে পরে, এর পরে সবাই সবার পরিচয় দিয়ে মিটআপ শুরু করা হয়। গুগল ম্যাপস নিয়ে একটু আলোচনা করার পরে নাস্তা দেওয়া হয় সবাইকে, নাস্তায় স্যুপ, বিস্কুট ছিল।
এরপরে বাংলাদেশ থেকে যারা কানেক্ট লাইভ ২০১৯এ যাচ্ছে তাদেরকে উইশ করা হয়। কেউ কানেক্ট লাইভে যাওয়ার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আলোচনা করেন মাহবুব ভাই এবং অন্যান্য যারা চান্স পেয়েছে তারা।
এরপর বাংলাদেশ গুগল ম্যাপে যে সমস্যা গুলো ছিল তা লিখে মাহবুব ভাইয়ের কাছে দেওয়া হয়। আর মাহবুব ভাই সেগুলো গুগল অফিসারদের কাছে পৌঁছে দিবে।
এরপরে আমাদের কানেক্ট লাইভ 2019 এ অংশগ্রহণকারী সবাইকে উইশ মেসেজ হিসেবে ছবিতে আমরা সবাই আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেই, আমরা কানেক্ট লাইভে যেতে পারছিনা কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট ঠিকই যাচ্ছে।
এরপর আমরা সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলি।
এরপরে খাবারের আয়োজন করা হয়, খাবার খেয়ে সবাই কুশল বিনিময় করে মিটআপ সমাপ্ত করা হয়।
পরিশেষে বলতে চাই, মিটআপটি অনেক সুন্দর হয়েছে। মিটআপে এসে অনেক কিছু জানতে পেরেছি এবং আগামী বছরের কানেক্ট লাইভে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারব।
আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ লোকাল গাইডস টিম কে, এমন সুন্দর আয়োজন করার জন্য। যার মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পেরেছি।
Meet Up Video: