আজকের meetup কি ছিল বাংলাদেশ লোকাল গাইড এর 94 তম meetup। আজকে আমরা 28 জন লোকাল গাইড এই মিটাপে অংশগ্রহণ করেছিলাম একটি চমৎকার একটি বিকেল আমরা পার করেছি সবাই মিলে আমরা neverland পার্কে গিয়েছি । সবাই নিজেদের মধ্যে পরিচয় শেষ করে সবাই মিলে photowork করেছি, সবাই নিজেদের মধ্যে experience শেয়ার করেছি এবং লোকাল গাইড কানেকট নিয়ে কথা বলেছি । অনেকেই আশেপাশের চমৎকার কিছু ছবি তুলেছেন এবং গুগল ম্যাপে তা আপলোড করেছেন। এবং অনেকে 360 ডিগ্রি ছবি তুলেছেন। meetups শেষে আমরা সবাই মিলে স্নেকস উপভোগ করেছি। সবাই চমৎকার ভাবে সহযোগিতা করেছে এবং সবাই মিলে চমৎকার একটি meetup উপহার দিয়েছে। এজন্যে সকল লোকাল গাইড মেম্বারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি
গ্রুপ ছবিতে নিজেকে দেখে ভাল লাগল
এটা ছিল আমার জন্য প্রথম মিটাপ
আমি আজ আপনাদের মাঝে নতুন ছিলাম।
এখন থেকে আর কোন মিটাপ মিস করতে চাই না
আবহাওয়া ভালো থাকলে আরো ভালো হত। ধন্যবাদ সবাইকে
@zoburaz ভাই দেখে খুব ভাল লাগলো, আজ বন্ধের দিন হলেও একটা জরুরি কাজ থাকায় আসতে পারিনি। সবাইকে miss kores
ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা মিটাপে আপনাকে পাব
অসাধারণ…
অনেককে একসাথে দেখে খুবই ভাল লাগছে। আশাকরি আগামীতে আমরা আরও বিশাল আকারে এক হয়ে গুগলের জন্য আরও ভাল কিছু করে পৃথিবীর শ্রেষ্ট লোকাল গাইড হিসেবে আইকন হয়ে থাকবো ইনশাআল্লাহ্।
আর আজ নিজে উপস্থিৎ হতে না পেরে দুঃখ প্রকাশ করছি।
সর্বোপরি সবার জন্য দোয়া ও শুভ কামনা রইল…
ধন্যবাদ।
বৃষ্টি টা বাদ দিলে
সফল এবং সুন্দর একটা মিটআপ সম্পন্ন করছি আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ @zoburaz ভাই আজকের মিট আপ নিয়ে আপনার সুন্দর অনুভুতি কানেক্টে পোস্ট করার জন্য
ধন্যবাদ @zoburaz ভাই@
সত্যি আজকের আবহাওয়া ছিলো খুবই রোমান্টিক। মিটয়াপের পুরোটা সময় সবাই খুব ভালো ভাবে উপভোগ করেছি।
জীবনের ১ম মিট-আপ ,আবেকটা একটু বেশি ছিল ।সবার সাথে পরিচিতি ,সুন্দর একটা মুহুর্তের মধ্যে দিয়ে কেটে গেল সময়টুকু। আবহাওয়া ভাল থাকলে আরও ভাল হত,তবুও অনেক ভাল লাগছে ।সবচেয়ে ভাল লাগার কারণ হচ্ছে ,এখানে যারা ছিল তাদের মধ্যে সবার ছোট ছিলাম।ইনশাল্লাহ আগামী মিট-আপ গুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করব।
Felicidades por la quedada. ![]()


