প্রিয় লোকাল গাইড সদস্যবৃন্দ,
আশা করি আপনারা সকলে ভালো আছেন, জুন-জুলাই বাংলাদেশ বর্ষা কালীন সময়ে এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশে আয়োজন করা হয় বৃক্ষ মেলা। বাংলাদেশ লোকাল গাইড জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় বৃক্ষ মেলায় মিট আপ আয়োজন করে থাকে ।
যদিও বিগত দুই বছর করোনা মহামারী কালীন সময়ে এই মিট আপ আয়োজন বন্ধ ছিল।
আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই এই বছর আমরা জাতীয় বৃক্ষ মেলায় একটি ফটো ওয়াক ভিত্তিক আয়োজন করতে যাচ্ছি যা বিস্তারিত নিম্নে দেয়া হলঃ
Meetup Name: BDLG 188th meetup @user_not_found
Fair
Date: June 24,2022
Time: 03:30 PM -08:00PM
Location: Agargaon,Dhaka
FB Event page: BDLG 188th Meetup @National Tree Fair
যোগাযোগ করার জন্য কানেক্ট পোস্ট কমেন্টে কিংবা আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপ যোগাযোগ করতে পারেন।
এক নজরে বিগত বছরের মিট-আপ গুলো
-
Tree fair Meetup - 2016
নিমন্ত্রনে বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ হইতে
তানভীর মোস্তফা