BDLG 118th Meet Up @Shariatpur
Naria Government College
Shariatpur - Naria Rd, Naria, Bangladesh
September 14, 2019 @ 09:30 (+06)
বাংলাদেশ লোকাল গাইড 118 তম মিটাপ আয়োজন করতে যাচ্ছে শরীয়তপুরে।। এই মিটআপটি নড়িয়া সরকারি কলেজে করা হবে। এবং মিটআপ টি সকলের জন্য উন্মুক্ত। কর্মসূচীঃ সকাল ৯টা ৩০মিনিটে সবাই আসলে মিটআপ শুরু করবো। প্রথমে আমরা নড়িয়া সরকারি কলেজের লাইব্রেরি তে বসে ম্যাপিং নিয়ে আলোচনা করবো। ম্যাপিং নিয়ে সাবার সমস্যা, বিভিন্ন প্রশ্নোত্তর, আইডিয়া, কিভাবে একটি প্লেস এ্যাড করতে হবে, রিভিও লিখতে হবে, ছবি এ্যাড ইত্যাদি নিয়ে কথা বলবো। এর পরে আমরা জিও ওয়াক, ফটোওয়াক, ম্যাপে ইডিটিং এর জন্য নড়িয়া সরকারি কলেজ হতে উপজেলা চত্তর দিয়ে প্রদক্ষিণ করে জরিনা পার্কে(নবারুন মাঠ) এ আসবো।। এর পরে সবাই মিলে গ্রুপ ছবি তুলবো। তারপরে একটি চা পর্ব হবে ও সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে মিটআপ শেষ করবো।