BDLG 104TH Meet-up, Rajshahi
Rajshahi
Rajshahi, Bangladesh
April 15, 2019 @ 08:00 (+06)
পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে "বাংলাদেশ লোকাল গাইডস’ " কর্তৃক বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়েছে। রাজশাহীর যারা লোকাল গাইডস আছেন তারা সাদরে আমন্ত্রিত। যা যা হবে ======== ইভেন্টটা মূলত ফটোওয়াক (Photowalk) সেশনের উপর ভিত্তি করেই করা। এক্ষেত্রে যাদের ক্যামেরা আছে তারা বিশেষ করে ক্যামেরা নিয়ে আসবেন, ক্যামেরা না থাকলেও সমস্যা নাই সবার কাছে তো স্মার্টফোন আছে। আমাদের কাজটা হবে পহেলা বৈশাখকে হাইলাইট করা সো তার জন্য প্রচুর ছবি তুলতে হবে। উপকরণ ======= চিড়া, মুড়ি কিছুই লাগবে না… জাস্ট ১. ক্যামেরা ২. মোবাইলফোন ৩. পাওয়ারব্যাংক ৪. পানির বোতল আর ১ ঘন্টা ব্যয় করার মত এনার্জি। খাবার ===== প্রচুর গরম পড়বে মনে হচ্ছে সো আইক্রিম খাওয়া যেতে পারে তবে হিজহিজহুজহুজ। সময় : সকাল ৮ টা লোকেশন : রাজশাহী বিশ্ববিদ্যালয় যোগাযোগ : ইনবক্স প্লিজ। #BDLG #Rajshahi #LetsGuide