বাংলাদেশ লোকাল গাইড কতৃক আয়োজিত ২০০ তম মিটআপের ভেন্যু ছিল বরসা রিসোর্ট। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের এই রিসোর্ট দেখতে অনেক সুন্দর। আজ আমি এই রিসোর্টের কিছু উল্লেখযোগ্য দিক আমার ক্যামেরায় তোলা কিছু ছবির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো।
বরসা রিসোর্ট কোথায় অবস্থিত
বরসা রিসোর্ট বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন ‘সুন্দরবনর’ এর কোল ঘেঁষে, চুনা নদীর তীরে এর অবস্থান। চুনা নদীর এক পাড়ে রিসোর্ট আর অন্য পাড়ে সুন্দরবন।
হ্যালো- @rashedul-alam , আপনার অভিজ্ঞতার বর্ণনা শুনছিলাম, যার মাধ্যমে সেখানে যাওয়ার এক ধরনের ইচ্ছা জাগ্রত হলো, পাশাপাশি আপনার মুহূর্ত গুলো স্মৃতিতে আবদ্ধ করেছেন যা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ এবং শুভকামনা রইল
খুব সুন্দর হয়েছে, বর্ষা লঞ্চঘাটের ওই জায়গার ছবিটা দিলে ভালো হতো। রুমের ভিতর ইনভারমেন্ট এর ছবি মনে হয় কেউ তুলে নাই সেটা দিলে একটা পরিপূর্ণতা পেত @rashedul-alam
@MahabubMunna ভাই লঞ্চ ঘাটের ছবি তুলেছিলাম। কিন্তু কোয়ালিটি ভালো হয় নাই। রুমের ছবি তোলার কয়েকবার চেষ্টা করেছি। কিন্তু ফাঁকা পাই নাই। তাই আর তোলা হয় নাই।