বর্তমানে পাখিটি প্রায় বিলুপ্তির পথে তবে অনেক গ্রামে এখনও এদের দেখা পাওয়া যায়।
এরা সাধারণত শামুক এবং জলজ ছোট সাপ/সাপের বাচ্চা কাঁকড়া ইত্যাদি।
পাখিটির মাথার অংশ।
এরা উড়ে বেশিদূর যেতে পারেনা।
এক গাছ থেকে অন্য গাছে ছোটাছুটি করে।
পুকুরপাড়ে ঝোপের মধ্যে বাসা বানিয়ে বসবাস করে।
ডিম পেরে বাচ্চা ফুটায়।
এদের ডানা দুটি খয়েরী বাদামী রঙের হয় এবং পুরো শরীর কালো পালক দ্বারা বেষ্টিত।
পাখিটি দেখতে যেমন।
চোখদুটো টগবগে লাল রঙের, চোখদুটো এদের আসল সৌন্দর্য।
চোখদুটো দেখতে মনে হয় হিংস্র, কিন্তু মূলত এরা হিংস্র না।
বাংলাদেশের পাশাপাশি ভারতের কিছু কিছু অঞ্চলে এদের দেখা পাওয়া যায়।
ছবিতে দেওয়া পাখিটা একটি জালে আটকে ছিলো তারপর "বাংলাদেশ লোকালগাইডস’ এর সদস্য (আমি) @KhanSayfullah জাল থেকে সাবধানে ছাড়িয়ে কয়েকটা ছবি তুলে ছেড়ে দিয়েছি
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি পাখিটি কী নামে জানেন কমেন্টে বলে দিন।
#BDLG #bdlg #bird #birdsofbangladesh
#localguidesconnect #wildlife
25 Likes
MonirHB
December 27, 2023, 10:57am
2
"আইরা কুইত্তা বাইরা মাস
হাইগা দিলে সর্বনাশ"
আপনার পোস্টের মাধ্যমে এই কথাটা মনে পরে গেলো, ধন্যবাদ @KhanSayfullah ভাই ।
2 Likes
এই পাখি আগে কখনো দেখিনি এবং নামও শুনি নাই। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
3 Likes
@KhanSayfullah সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ
2 Likes
NasimJ
December 27, 2023, 12:16pm
5
আমরাও আইরা কুত্তি নামেই ডাকি, বেশ শান্ত একটি পাখি।
আপনার সংযুক্ত সর্বশেষ পিকটি খুব সুন্দর হয়েছে। @KhanSayfullah
1 Like
অনেক সুন্দর একটি পোষ্ট @KhanSayfullah ভাই
আপনার পোষ্ট গুলো সব সময় ভালো লাগে ইউনিক বিষয় গুলো নিয়ে লিখেন।
এই পাখিটি এখন গ্রামে বেশি দেখা যায় না।
আমাদের বৃহত্তর নোয়াখালী এর ভাষায় বলে, হুত হুত পাখি বা অনেকে আড়ি কুলি ও বলে ডাকে।
1 Like
ধন্যবাদ @MonirHB ভাই
স্মৃতিচারণ হয়েছে শুনে ভালো লাগলো।
এই পাখিটি নিয়ে গ্রামে আগে কুসংস্কার ছিলো, অনেকে অলক্ষুণে পাখি হিসেসেবে জানে।
প্যাচা’কে এখনও অনেকে অলক্ষুণে পাখি হিসেবে জানে।
এ ধরনের কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।
এক সময় প্রচুর দেখেছি এখন আর চোখে পড়ে নাহ
2 Likes
আশ্চর্য লাগলো যে এই পাখি এখনো দেকেননি বা নাম জানেননা শুনে @alhasanriaz ভাই।
যাইহোক এখন তো জানলেন।
এটা আগে অনেক দেখা যেতো বর্তমানে বিলুপ্তির পথে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
ছোটবেলায় গ্রামে মাঝেমধ্যে দেখতে দেখত। কিন্তু এখন তো মনে হয় এটা বিপন্ন প্রাণী। কালে ভদ্র দেখা যায় একটু। ধন্যবাদ খুব @KhanSayfullah @ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
2 Likes
অহ আচ্ছা ধন্যবাদ @NasimJ ভাই।
আমরা ডাকি আইরাকুক্কা নামে।
আগের তুলনায় এখন অনেক কমে গেছে।
শেষের ছবিটা আমার কাছেও বেশ ভাালো লাগে।
1 Like
অসংখ্য ধন্যবাদ @GaziSalauddinbd ভাই।
আমাদের গ্রামেও আগের তুলনায় অনেক কমে গেছে।
1 Like
হ্যা @MohammadPalash ভাই এখন প্রায় বিলুপ্তির পথে
1 Like
আমাদের এখানেও এখন খুব কম দেখা যায় @NaptiRasedul ভাই
ধন্যবাদ
1 Like
Thanks everyone for all of your’s valuable comment.
1 Like
পরবর্তী পোস্ট কোন পাখি নিয়ে করা যায়?
সাজেস্ট করতে পারেন সবাই
1 Like