কথায় বলে, মাছে ভাতে বাঙালি" তবে এই কথার বিকল্প হিসেবে ভর্তা ভাতে বাঙালিও বলা যায়। বিভিন্ন রকমের ভর্তার মধ্যে, শুটকি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, ইলিশ মাছের ভর্তা ও কালোজিরার ভর্তা আমার অনেক পছন্দের। এছাড়াও সুপরিচিত আলুর ভর্তা তো আছেই।
@MahabubMunna ভাই, আপনার এই পোস্ট দেখে আমার বাসার কাছেই মগবাজার মোড়ে অবস্থিত [ভর্তা ভাত রেস্টুরেন্ট](http://Bhorta Bhat Restora Mouchak Mogbazar Flyover, Dhaka 1217 02-9333347 https://maps.app.goo.gl/oxifPD2YTtutEAwg7) এর কথা মনে পড়ে গেল। ভর্তা ভাত খাওয়ার জন্য মাঝেমধ্যেই সেখানে যাওয়া হয়।
ধন্যবাদ @MahabubMunna ভাইয়া এত সুন্দর একটা পোস্ট করার জন্য।আহা আমাদের বাঙালিয়ানা খাবার।দেখেই তো অন্যরকম এক শান্তিলাগে।তবে অনেক দিন খাওয়া হয় না জাহাঙ্গীরনগর এর বটতলার খাবার।সিলেট, কক্সবাজারে যাওয়ার ভাগ্য এখনো হয় নি…
আপনার ভর্তা ভাত এর ছবিগুলো আমাকে ক্ষুধা পাইয়ে দিয়েছে। দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আলু ভর্তা এবং টমেটোর চাটনি আমার খুবই প্রিয়। ধন্যবাদ এই সকল সুস্বাদু ভর্তা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
@MahabubMunna I feel like my soul belongs to Bangladesh because I can eat boiled white rice with each meal .
My favorite combos are white rice with Daal(pulses) and rice with chicken fillet(steak). And among all rice dishes, biryani is the famous one in our region.
@MahabubMunna fish, veggies, rice and something spicy, they are my favorite here in Thailand too. Your dish looks delicious. Thank you for sharing your experience with us.