Bangladesh Travel & Tourism Fair (BTTF) 2023

ঘুরতে কার না ভালো লাগে? আর সাম্প্রতিককালে সামাজিক জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে ঘুরাঘুরি। একা কিংবা বন্ধুবান্ধবের সাথে, প্রিয়জন কিংবা পরিবারের সাথে, দেশে কিংবা বিদেশে আমরা সবাই ঘুরতে ভালোবাসি।

সেই ঘুরাঘুরির পোষাকি নাম “Travel & Tourism”

আপনারা হয়তো ভাবছেন হঠাৎ ঘুরাঘুরির আলাপ পারলাম কেন?

কারণ, আজ থেকে (বৃহস্পতিবার, ২ মার্চ) ঢাকায় শুরু হয়েছে “11th Bangladesh Travel & Tourism Fair (BTTF) 2023.”

আয়োজন করেছে “Tour Operators Association of Bangladesh (TOAB)”

জাতীয় সংসদ ভবনের পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপী বৃহত্তম পর্যটন মেলা "১১তম ফার্স্টট্রিপ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৩" শুরু হয়েছে।

এ মেলায় দেশী - বিদেশী বিভিন্ন পর্যটন হোটেল/মোটেল, গ্রুপ, কোম্পানি, এয়ারলাইন্স, রিসোর্ট, টিকিট কোম্পানি সহ ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

দেশীয় স্টল গুলোতে দেশের বিভিন্ন প্রখ্যাত স্থান তুলে ধরা হয়েছে আর অন্যান্য স্টলে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কম খরচে কীভাবে ঘুরতে যেতে পারবেন দর্শনার্থীরা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় প্যাকেজ অফার।

মেলায় ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছেন।

এ ছাড়া আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইনস, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল প্রদর্শক হিসেবে অংশ নিয়েছে।

মেলায় ৩টি হলে ১৪টি প্যাভিলিয়নসহ ১৪৬টি স্টল বসেছে। এ ছাড়া আছে মুজিব বাংলাদেশ কর্নার ও ফটোবুথ। সেই সঙ্গে মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন হবে।

এই মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত। জনসাধারণের প্রবেশমূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত।

সময় পেলে অবশ্যই ঘুরে আসুন মেলায়। ভ্রমণ করুন, নিজের দেশকে জানুন, বিশ্বকে জানুন।

25 Likes

ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার নিয়ে লেখার জন্য ধন্যবাদ @AbirAryan । আপনার কোন প্যাকেজটি ভালো লেগেছে? আপনি কি সেখান থেকে কোনো প্যাকেজ নিয়েছেন?

4 Likes

@Saiyen সত্যি বলতে ভাই, এদের চেয়ে ভালো প্যাকেজ আপনি আমি প্রোভাইড করতে পারব যদি আমরা ফিল্ডে নামি :neutral_face: :neutral_face:

3 Likes

সুন্দর লিখেছেন দাদা @AbirAryan

ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

4 Likes

Happy and succesful tourism fair in Bangla Desh @AbirAryan .I can see in the pictures that you are doing everything you can to atract visitors.What do you sugest to do first when anybody arrives there?

4 Likes

@IamJoseFelixAranda I’ll suggest to visit foreign pavilions first. Because of their attractive decoration

2 Likes

@Papel_Mahammud Thank you bro :heart:

2 Likes

Those who love to travel, they must love this informative connect post. @AbirAryan thanks for sharing this post. Hope in future, you will continue this kind of connect post.

2 Likes

@MehadeHasan

Thank you brother. You are my inspiration :smiling_face_with_three_hearts:

2 Likes

@AbirAryan সুন্দর একটি ভ্রমণ সংক্রান্ত মেলার তথ্য দেয়ার জন্য ধন্যবাদ

2 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভালোবাসা ভাই :heart:

@