ঘুরতে কার না ভালো লাগে? আর সাম্প্রতিককালে সামাজিক জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে ঘুরাঘুরি। একা কিংবা বন্ধুবান্ধবের সাথে, প্রিয়জন কিংবা পরিবারের সাথে, দেশে কিংবা বিদেশে আমরা সবাই ঘুরতে ভালোবাসি।
সেই ঘুরাঘুরির পোষাকি নাম “Travel & Tourism”
আপনারা হয়তো ভাবছেন হঠাৎ ঘুরাঘুরির আলাপ পারলাম কেন?
কারণ, আজ থেকে (বৃহস্পতিবার, ২ মার্চ) ঢাকায় শুরু হয়েছে “11th Bangladesh Travel & Tourism Fair (BTTF) 2023.”
আয়োজন করেছে “Tour Operators Association of Bangladesh (TOAB)”
জাতীয় সংসদ ভবনের পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপী বৃহত্তম পর্যটন মেলা "১১তম ফার্স্টট্রিপ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৩" শুরু হয়েছে।
এ মেলায় দেশী - বিদেশী বিভিন্ন পর্যটন হোটেল/মোটেল, গ্রুপ, কোম্পানি, এয়ারলাইন্স, রিসোর্ট, টিকিট কোম্পানি সহ ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান স্টল দিয়েছে।
দেশীয় স্টল গুলোতে দেশের বিভিন্ন প্রখ্যাত স্থান তুলে ধরা হয়েছে আর অন্যান্য স্টলে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কম খরচে কীভাবে ঘুরতে যেতে পারবেন দর্শনার্থীরা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় প্যাকেজ অফার।
মেলায় ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছেন।
এ ছাড়া আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইনস, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল প্রদর্শক হিসেবে অংশ নিয়েছে।
মেলায় ৩টি হলে ১৪টি প্যাভিলিয়নসহ ১৪৬টি স্টল বসেছে। এ ছাড়া আছে মুজিব বাংলাদেশ কর্নার ও ফটোবুথ। সেই সঙ্গে মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন হবে।
এই মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত। জনসাধারণের প্রবেশমূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত।
সময় পেলে অবশ্যই ঘুরে আসুন মেলায়। ভ্রমণ করুন, নিজের দেশকে জানুন, বিশ্বকে জানুন।