আমি Md. Forhad Hossain এই পোস্টে আপনাদের সামনে তুলে ধরব আমার মোবাইলে তোলা Bangladesh National ZOO এর কিছু ছবি ।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলে প্রথমেই হাতের বামে দেখতে পাবেন হরিণ।। ভিতরে ঘুরতে ঘুরতে আরও ১/২ দুই জায়গায় হরিণের দেখা পাবেন।।
হরিণ।।
চিড়িয়াখানায় ঢুকে সোজা নাক বরাবর গেলেই দেখতে পাবেন বানর।। ভিতরে আরও অনেক প্রজাতির বানরের দেখা মিলবে।।
হরিণগুলোকে খাবার হিসেবে বাঁধাকপি ও গাজর দেওয়া হয়েছে।।
আরও কিছু হরিণের সাথে দেখা।।
কুমির।।
অজগর সাপ।।
আগে অনেক প্রজাতির সাপ দেখা যেতো চিড়িয়াখানায় গেলে।।এইবার ম্যাক্সিমাম খাঁচাই ফাঁকা ছিলো।।
ময়ূর।।
ময়ূরগুলো খাঁচার একেবারে শেষ এর দিকে থাকায় ছবিতে ক্লিয়ার না বুঝা গেলেও সামনাসামনি দেখতে খুবই ভালো লাগবে।।
জলহস্তী।।
এই খাঁচার সামনে আসলে দুই মিনিটও ঠিক মতো দাঁড়িয়ে থাকা সম্ভব না।।প্রচুর বাঝে গন্ধ।।
রয়েল বেঙ্গল টাইগার।।
জিরাফ।।
হাতি।।
** বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানার চত্বরে ১৩ হেক্টরের দুটি দৃষ্টিনন্দন প্রশস্ত লেক আছে। চিড়িয়াখানায় ৫৮ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে হাতি, চিতা, গণ্ডার, জেব্রা, ওয়াটারবাক, ভোঁদড়, হায়েনা, হরিণ, জিরাফ, ইম্পালা, কালো ভাল্লুক, টাপির, জলহস্তী, সিংহ, অনেক প্রজাতির বানর, শিম্পাঞ্জী, বেবুন, এবং বেঙ্গল টাইগার। এছাড়াও অনেক প্রজাতির পাখি, সাপ রয়েছে।। চিড়িয়াখানার ভিতরে খাবারের ব্যবস্থাও রয়েছে।। এখানে ছোট্ট একটি শিশুপার্কও রয়েছে শিশুদের বিনোদন এর জন্য।।