প্রিয় সুধী,
আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ সকলের দোয়া ও সহযোগিতায় আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের কাঙ্খিত ১০০ তম মিট আপ ।
আপনারা হয়ত এর ই মধ্যে জেনে গেছেন আমাদের ইভেন্ট লোকেশন ঠিক করা হয়েছে , আমরা চট্টগ্রামের আগ্রাবাদস্থ "সিল্ভার স্পুন " নামে এক রেটুরেন্ট এ আয়োজন করছি ।
এর ই মাঝে সকল কে কনফার্মেশন মেইল দেয়া হয়েছে । এছাড়া বাকি কার্যক্রম নিয়ে কথা বলার জন্য আমরা ফেসবুকে একটি সিক্রেট গ্রুপ খুলেছি যেখানে সবাই সবার সাথে পরিচিত হতে পারেন । এছাড়া অনুষ্ঠানের সামগ্রিক আয়োজন সারথক করতে আপনাদের সহজোগিতা একান্ত কাম্য ।
যারা ইতোমদ্ধে কনফার্মেশন মেইল পেয়েছেন তাদের অনুরধ করব এই RSVP তে যেয়ে Attending দিন ।
এছাড়া যে কোন কিছু জানতে গ্রুপে প্রশ্ন করতে পারেন ।