প্রিয় বাংলাদেশ এবং ভারতের লোকাল এর সদস্যবৃন্দ,
আমি আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই যে , করোনা মহামারী সংক্রমণের কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে Bangladesh India Friendship Meet up 2022.
বাংলাদেশ এবং ভারতের ষষ্ঠ তম ফ্রেন্ডশিপ মিটআপ আয়োজন, পূর্বে কলকাতা, দার্জিলিং, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মত শহরে আয়োজন করা হয়েছিল।
তবে এবার আয়োজন করা হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে।
এই মিটআপে আলোচ্য বিষয়গুলো হবে : সংস্কৃতি, খাদ্যভ্যাস, ঐতিহ্য এবং কমিউনিটি অ্যাক্টিভিটি ও কন্ট্রিবিউশন সহ লোকাল গাইড প্রোগ্রামের খুঁটিনাটি বিষয়গুলো।
বাংলাদেশের পক্ষ থেকে আমি অংশ নিচ্ছি নাসিরুদ্দিন
নিম্নে মিট আপের সময় অন্যান্য তথ্য দেয়া হলো
Meetup Name: Bangladesh India Friendship Meet up 2022
Date: March 26, 2022
Time: 06:00 PM -07:00PM
Location : KTDC Rain dorp , Chennai,
Tamil Nadu, India
Map location :KTDC RAIN DROPS
চেন্নাই শহরের নিকটবর্তী সকল লোকাল গাইড কে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে উক্ত অংশগ্রহণ করে সাফল্যমন্ডিত করার জন্য।
বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ হইতে
মোহাম্মদ নাসির উদ্দিন
পূর্বের কিছু বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ মিট আপের রিক্যাপ দেয়া হল