Bangladesh India Friendship Meetup 2022 S-6

প্রিয় বাংলাদেশ এবং ভারতের লোকাল এর সদস্যবৃন্দ,

আমি আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই যে , করোনা মহামারী সংক্রমণের কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে Bangladesh India Friendship Meet up 2022.

বাংলাদেশ এবং ভারতের ষষ্ঠ তম ফ্রেন্ডশিপ মিটআপ আয়োজন, পূর্বে কলকাতা, দার্জিলিং, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মত শহরে আয়োজন করা হয়েছিল।
তবে এবার আয়োজন করা হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে।

এই মিটআপে আলোচ্য বিষয়গুলো হবে : সংস্কৃতি, খাদ্যভ্যাস, ঐতিহ্য এবং কমিউনিটি অ্যাক্টিভিটি ও কন্ট্রিবিউশন সহ লোকাল গাইড প্রোগ্রামের খুঁটিনাটি বিষয়গুলো।

বাংলাদেশের পক্ষ থেকে আমি অংশ নিচ্ছি নাসিরুদ্দিন
নিম্নে মিট আপের সময় অন্যান্য তথ্য দেয়া হলো
Meetup Name: Bangladesh India Friendship Meet up 2022
Date: March 26, 2022
Time: 06:00 PM -07:00PM
Location : KTDC Rain dorp , Chennai,
Tamil Nadu, India
Map location :KTDC RAIN DROPS

চেন্নাই শহরের নিকটবর্তী সকল লোকাল গাইড কে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে উক্ত অংশগ্রহণ করে সাফল্যমন্ডিত করার জন্য।
বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ হইতে

মোহাম্মদ নাসির উদ্দিন

পূর্বের কিছু বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ মিট আপের রিক্যাপ দেয়া হল

  1. [RECAP] Bangladesh - India Friendship meetup ( V ) - Version 5.0
  2. Southeast Asia Friendship Meetup 2018
68 Likes

শুভকামনা রইল।

@engrNasir আপনার মিট-আপটি সাফল্যমন্ডিত হোক সেই কামনাই করি

6 Likes

@engrNasir শুভ কামনা রইলো

4 Likes
  • শুভকামনা রইলো।
3 Likes

Good initiative. :grin:

2 Likes

অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল @engrNasir ভাইয়া।

2 Likes

@engrNasir অনেক শুভকামনা রইল।

2 Likes

আপনার মাধ্যমে বাংলাদের নাম আরও উজ্জল হবে, আর শুভ কামনা রইল। আপনি সুস্থু ভাবে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়া করি।

4 Likes

অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা :sparkling_heart:

মিটআপের সফলতা কামনা করছি। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ এই মিটআপ আয়োজনের জন্য @engrNasir আপনাকে ও বাংলাদেশ লোকাল গাইড কে ধন্যবাদ

6 Likes

শুভকামনা রইল।

2 Likes

অনেক শুভ কামনা , আশা করছি এর পর খুভ শিগ্রি সাউথ এশিয়ান মিটাপে অংশ গ্রহন করবো

4 Likes

অনেক অনেক শুভকামনা রইল @engrNasir দাদা

4 Likes

শুভ কামনা রইল দাদা

1 Like

Good luck @engrNasir vai :heart_eyes:

2 Likes

i am from delhi

1 Like

@pp6081 @Designer_Biswajit @Jogodish @Mazharul_BDLG @alhasanriaz Thanks to alk of you for the giid wishes.

2 Likes

@KamalHossenR Thanks gor your comment.

1 Like

Glad to be part of this meet-up

1 Like

Nice meeting with Bangladesh LG Mr. @engrNasir today at Chennai, Rain drops

3 Likes

Thanks on behalf of Bangladesh Local guide to join the MeetUp.

1 Like