Bangla New Year Celebration In Virtual Meetup

গুগল ম্যাপ কে শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ লোকাল গাইড বিভিন্ন মিটআপের আয়োজন করা করে থাকে, তারই ধারাবাহিকতায় এবারও নববর্ষ উপলক্ষে একটি মিটআপের আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে Cavid-19 ভাইরাসের কারণে পুরো পৃথিবী লকডাউন করা হয়েছে, সেজন্য এবার ভার্চুয়াল মিটআপ এর আয়োজন করা হয়। যেটি বাংলাদেশ লোকাল গাইডস এর ১৩৫ তম মিটআপ ছিলো।

যেখানে ১৮ টি দেশ হতে প্রায় ৭০ জন লোকাল গাইড অংশগ্রহণ করে। নতুন বছর উপলক্ষে সবাই সবার জন্য শুভেচ্ছা বার্তা বিনিময় করে, নতুন বছর কিভাবে উদযাপন করা হয় সে সম্পর্কে বলা হয়, আর ম্যাপিং নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

আমাদের সাথে এই মিটআপে গুগল মডারেটর @TraciC যুক্ত ছিলো, কানেক্ট মডারেটর @SoniaK আপু, তাছাড়া বিশ্বের বিভিন্ন অভিজ্ঞ লোকাল গাইডসরা যুক্ত ছিল।

আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ লোকাল গাইড টিমকে এমন সুন্দর একটি মিটআপ আয়োজন করার জন্য যেখানে আমরা নতুন নতুন অনেক অনেক কিছু জানতে পারি।

Thanks to… @MahabubMunna vai, @Designer_Biswajit dada.

41 Likes

পোষ্টের শুরুতেই নিজেকে দেখতে পেরে ভালই লাগছে, ধন্যবাদ @SunMoon ,

6 Likes

আসলেই চমৎকার একটা মিটআপ ছিল @SunMoon ভাই। আমার মনে হয় না অন্য কোনো দেশের মিটআপে এতো দেশের এতো মানুষ এখন পর্যন্ত যুক্ত হয়েছে।

4 Likes

@SunMoon ভাই,

ধন্যবাদ পাওয়ার মতো তেমন কিছু করছি বলে তো মনে পড়ে না। যাই হোক, বাংলা নতুন বছর উদযাপন নিয়ে বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ।

6 Likes

এক কথায় এই মিটআপ ছিল একটা অনন্য আয়োজন। একসাথে এতগুলো দেশের এতগুলো লোকাল গাইড কে একসাথে দেখতে পারার সৌভাগ্যের আমিও সেই ভাগ্য ভাগ্যের অংশীদার।

3 Likes

It was an amazing celebration :tada: no doubt. But unfortunately I missed the night. Ops…!!!

2 Likes

@Arafat_Zakir মিটআপ উপস্থাপক তো আপনি, তাই আপনার ছবি টাই আগে,

@Saiyen বাংলাদেশ লোকাল গাইডস সবদিক দিয়েই এগিয়ে থাকে।। ধন্যবাদ আপনাকে,

@Designer_Biswajit আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি দাদা।

@ShahriarRaihan ধন্যবাদ ভাই, আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন।

@SumanSarker Thank you so much bro.

4 Likes