গুগল ম্যাপ কে শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ লোকাল গাইড বিভিন্ন মিটআপের আয়োজন করা করে থাকে, তারই ধারাবাহিকতায় এবারও নববর্ষ উপলক্ষে একটি মিটআপের আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে Cavid-19 ভাইরাসের কারণে পুরো পৃথিবী লকডাউন করা হয়েছে, সেজন্য এবার ভার্চুয়াল মিটআপ এর আয়োজন করা হয়। যেটি বাংলাদেশ লোকাল গাইডস এর ১৩৫ তম মিটআপ ছিলো।
যেখানে ১৮ টি দেশ হতে প্রায় ৭০ জন লোকাল গাইড অংশগ্রহণ করে। নতুন বছর উপলক্ষে সবাই সবার জন্য শুভেচ্ছা বার্তা বিনিময় করে, নতুন বছর কিভাবে উদযাপন করা হয় সে সম্পর্কে বলা হয়, আর ম্যাপিং নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।