Bamboo Bridge - A Part Of Village Lifestyle

মাকসার জালের মতো বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী -নালা , খাল বিল।
এসব ছোট নদী ও খালের উপরে গ্রামবাসীরা পারাপাড়ের জন্য বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তৈরি করে থাকেন বাঁশের সাঁকো।

যদিও এখন অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বাঁশের সাঁকো ভেঙে পাকা সেতু নির্মাণ করা হচ্ছে, তবুও অজপাড়াগায়ে সচরাচরই বাঁশের সাঁকোর দেখা মিলে। এগুলো হাজার বছর ধরে গ্রাম বাংলার অংশ।

বাঁশের সাঁকো তৈরি করা হয় দুটি বাঁশ আড়াআড়ি ভাবে পানিতে পুতে তার মাঝে হাঁটার জন্য একটা মোটা বাঁশ দেওয়া হয়, ধরে পার হওয়ার জন্য দুইপাশে দুইটি বাঁশ বেধে দেওয়া হয়।

যাদের উচ্চতা ভীতি আছে ও ভারসাম্য রাখতে প্রবলেম হয়, তাদের এই ধরনের বাঁশের সাঁকো পার হওয়া একটু কঠিন। একটু অসাবধান হলে পড়ে যেতে হবে নিচের পানিতে।

আপনি কখনো এমন সাঁকো পার হয়েছেন? আপনার অনূভুতি কেমন ছিল?

19 Likes

গ্রামে বড় হয়েছি এখনো গ্রামেই থাকি সাকো নিয়ে মজার মজার অভিজ্ঞতা আছে @NasimJ

আমার সর্বশেষ পোস্ট দেখতে https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Shilong-Heart-of-Meghalaya-Trip-to-india-part-4/td-p/3585219

1 Like

ঢাকা, খিলগাঁও

2 Likes