Badminton - Part of Winter in Bangladesh

শীতকাল বলতে আমরা কি বুঝি?
প্রচুর ঠান্ডা, উত্তরের হিমেল হাওয়া, ঘন কুয়াশা, সকালের খেজুরের রস ও ভাপাসহ বিভিন্ন পিঠা।
তাছাড়া ঘরে থাকলে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা আর বাহিরে থাকলে খরকুটোতে আগুন ধরিয়ে তাপ পুহানো।

শীতকালে এসবের সাথে আরেকটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত, তা হল সন্ধ্যার পর বৈদ্যুতিক বাতি লাগিয়ে ঠান্ডার মাঝে ব্যাডমিন্টন খেলা। যা রেকেট খেলা নামেও পরিচিত।

শীতের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামে গঞ্জের ফাঁকা জায়গায়, শহরের অলিতে গলিতে, বাসার ছাদে, সর্বত্রই আপনি ব্যাডমিন্টন খেলতে দেখে থাকবেন। শুধু যে রাতে খেলা হয় তা কিন্তু নয়, ভোর থেকে রোদ ওঠার পূর্ব পর্যন্তও হয়। তাছাড়া কোথাও কোথাও বিকেলেও খেলতে দেখা যায়। সর্বোপরি এটা সব সময় খেলতে দেখে থাকবেন।
ব্যাডমিন্টনেই একমাত্র আউটডোর খেলা যেটা শীতকালে ছেলে মেয়ে উভয়েই খেলে থাকেন। যা শীতকালে থাকে জনপ্রিয়তার শীর্ষে।

তাছাড়া সর্বত্রই বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে দেখা যায়।

ব্যাডমিন্টন খেলার ছোট একটি ভিডিও সংযোজন করেছি, চাইলে দেখতে পারেন।

ব্যাডমিন্টন ও আমার অভিজ্ঞতাঃ সত্যি বলতে ক্রিকেট ও ফুটবলের বাইরে আমি তেমন কোনো খেলাতেই অভ্যস্ত না, মাঝে মধ্যে শখ করে হয়তো এক বা দুদিন ব্যাডমিন্টন খেলে থাকি।

আপনি কি ব্যাডমিন্টন খেলতে পারেন? বা খেলতে পছন্দ করেন?
ব্যাডমিন্টন নিয়ে আপনার অভিজ্ঞতা এই পোস্টের কমেন্টে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ।

21 Likes

@NasimJ আহ দেখে দুঃখ লাগে অনেক বছর জাবত খেলা হয় না ভারী চশমা পড়ার কারনে আর শরীর বাথা করে যেহেতু নিয়মিত খেলা হয় না তাই

4 Likes

@NasimJ গ্রামে খেলতাম এক সময়। তারপর কলেজ লাইফে হোষ্টেলে প্রায় রাতেই খেলা হতো প্রচুর। এখন যান্ত্রিক জীবন আর চাকুরীর ব্যাস্ততায় খেলার সুযোগ পাইনা। ব্যাডমিন্টন আমার প্রিয় একটা খেলা ছিলো। ধন্যবাদ নাসিম ভাই, আমাকে নস্টালজিক করার জন্য :smile:

5 Likes

হ্যাঁ, ভারি চশমা পড়ে ব্যাডমিন্টন খেলা বেশ কঠিন।

নিয়মিত না খেলে হঠাৎ এক দুদিন খেললে হাতের কবজি প্রচুর ব্যথা করে, এই ভয়েই আমি ব্যাডমিন্টন খেলি না।

@MahabubMunna

3 Likes

আপনাকেও ধন্যবাদ @AtiqulHoque ভাই, সুন্দর মন্তব্য করার জন্য।

আসলেই চাকরী ও সংসার জীবনে ঢুকার পরে জীবন আলাদা একটা শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়।

তাই এর আগেই সব অনুভূতি নেয়া লাগে, ভবিষ্যতের জন্য ফেলে না রেখে।

3 Likes

আমার ভীষণ পছন্দের একটি খেলা। ব্যাডমিন্টন পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

3 Likes

ভাই মনে করাইয়া দিলেন, আমি আমাদের জেলার হয়ে ব্যাডমিন্টন খেলার প্রতিনিধিত্ব করছে ২বছর, শীত কালের অনেক পছন্দের খেলা, ধন্যবাদ ভাই অনুভূতি শেয়ার করার জন্য @NasimJ

3 Likes

Bhai @NasimJ choto belar kotha mone koraia dilen , grame thaka kalin winter season ay potidin Khela hoto

obosso 14-15 years jabot khela hay na ,kenonona amader mohollay khelar jayga e nai & somoy sujug hoye uthe na .
thanks for sharing with us …

2 Likes

বাহ @Ayeshashimu আপু, এটা তো জানতাম না, তাহলে তো আপনি বেশ প্রো লেভেলের খেলোয়াড়।

1 Like

হ্যাঁ ভাই ঠিক বলেছেন @Papel_Mahammud ৷ শহরে খেলাধুলার জায়গার বেশ সংকুলান। এদিক দিয়ে আমাদের গ্রাম বেশ এগিয়ে। অগ্রাহায়নের ধান কেটে ফেলার পরে পতিত জমিতে সহজেই কোর্ট বানানো যায়।

2 Likes

@Ayeshashimu আপু, নেক্সট মিটাপে ব্যাডমিন্টন খেলার আয়োজন চাই।

3 Likes