শীতকাল বলতে আমরা কি বুঝি?
প্রচুর ঠান্ডা, উত্তরের হিমেল হাওয়া, ঘন কুয়াশা, সকালের খেজুরের রস ও ভাপাসহ বিভিন্ন পিঠা।
তাছাড়া ঘরে থাকলে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা আর বাহিরে থাকলে খরকুটোতে আগুন ধরিয়ে তাপ পুহানো।
শীতের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামে গঞ্জের ফাঁকা জায়গায়, শহরের অলিতে গলিতে, বাসার ছাদে, সর্বত্রই আপনি ব্যাডমিন্টন খেলতে দেখে থাকবেন। শুধু যে রাতে খেলা হয় তা কিন্তু নয়, ভোর থেকে রোদ ওঠার পূর্ব পর্যন্তও হয়। তাছাড়া কোথাও কোথাও বিকেলেও খেলতে দেখা যায়। সর্বোপরি এটা সব সময় খেলতে দেখে থাকবেন।
ব্যাডমিন্টনেই একমাত্র আউটডোর খেলা যেটা শীতকালে ছেলে মেয়ে উভয়েই খেলে থাকেন। যা শীতকালে থাকে জনপ্রিয়তার শীর্ষে।
তাছাড়া সর্বত্রই বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে দেখা যায়।
ব্যাডমিন্টন খেলার ছোট একটি ভিডিও সংযোজন করেছি, চাইলে দেখতে পারেন।
ব্যাডমিন্টন ও আমার অভিজ্ঞতাঃ সত্যি বলতে ক্রিকেট ও ফুটবলের বাইরে আমি তেমন কোনো খেলাতেই অভ্যস্ত না, মাঝে মধ্যে শখ করে হয়তো এক বা দুদিন ব্যাডমিন্টন খেলে থাকি।
আপনি কি ব্যাডমিন্টন খেলতে পারেন? বা খেলতে পছন্দ করেন?
ব্যাডমিন্টন নিয়ে আপনার অভিজ্ঞতা এই পোস্টের কমেন্টে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।
@NasimJ গ্রামে খেলতাম এক সময়। তারপর কলেজ লাইফে হোষ্টেলে প্রায় রাতেই খেলা হতো প্রচুর। এখন যান্ত্রিক জীবন আর চাকুরীর ব্যাস্ততায় খেলার সুযোগ পাইনা। ব্যাডমিন্টন আমার প্রিয় একটা খেলা ছিলো। ধন্যবাদ নাসিম ভাই, আমাকে নস্টালজিক করার জন্য
ভাই মনে করাইয়া দিলেন, আমি আমাদের জেলার হয়ে ব্যাডমিন্টন খেলার প্রতিনিধিত্ব করছে ২বছর, শীত কালের অনেক পছন্দের খেলা, ধন্যবাদ ভাই অনুভূতি শেয়ার করার জন্য @NasimJ
হ্যাঁ ভাই ঠিক বলেছেন @Papel_Mahammud ৷ শহরে খেলাধুলার জায়গার বেশ সংকুলান। এদিক দিয়ে আমাদের গ্রাম বেশ এগিয়ে। অগ্রাহায়নের ধান কেটে ফেলার পরে পতিত জমিতে সহজেই কোর্ট বানানো যায়।