ঢাকার ওয়ারির পোষ্ট অফিস গল্লিতে Authentic Pakisthani Style Nehari & Kabab. Resturant Name Peshwarain.
গতকাল সন্ধ্যায় এইবার নিয়ে ৪বার চলে যাওয়া হলো। Peshwarain রেস্তোরাঁটি এখানে হয়ে ৭-৮ মাস হবে।ফেসবুকে ভিডিও দেখে প্রথম দিন যাওয়া হয়েছি,কেননা আমি ছোটথেকেই একটু খাদক/ ফূডি বলতে পারেন। একটু অন্য রকম খাবার এর সন্ধান পেলেই চলে যাই খেতে।অনেকদিন যাবতই পাকিস্তানের পেশয়ারে যেতে ইচ্চা করছিলো, কেননা তাদের কাবাব এবং নেহারির ভিডিও দেখে আমি বলতে পারেন পাগল হয়ে গেছি। বাংলাদেশে এমন নেহারি এবং কাবাব খুজতেছিলাম।অবশেষে পাওয়া গেল, ওয়ারির এই রেস্তোরাঁর নেহারি পাকিস্তানের পেশয়ারের মত অনেকটা।
নল্লি নেহারি
নল্লি নেহারিঃ
গরুর রগ এবং নল্লি দিয়ে তৈরি এই নেহারির স্বাদ আপনার মন জুরাবেই।
টেস্টঃ ৯.৫ / ১০
দামঃ ১৮০ টাকা
মুরগ মাখনওয়ালা
মুরগ মাখনওয়ালাঃ
চিকেন বার বি কিউ এক বাটি গরম মাখনের মধ্যে দিয়ে পরিবেশন করা হয়। খেতে খুবই মজা।
টেস্টঃ ৯.৫/১০
দামঃ ৩৫০ টাকা
লাল বাদশা কাবাব
লাল বাদশা কাবাবঃ
এটা হচ্চে চিকেন লেগপিছ গুলিকে বিভিন্ন প্রকার সস এবং মশলা দিয়ে বার বি কিউ করে,একটা স্পেশাল চাটনির সাথে পরিবেশন করা হয়।
টেস্টঃ ৯/১০
দামঃ ২২০ টাকা
মালাই লাচ্চি
মালাই লাচ্চিঃ
এই মালাই লাচ্চিটার টেস্ট এখনো আমার মুখে লেগে আছে। দই এবং চিনি দিয়ে তৈরি এই লাচ্চিতে মালাইয়ের পরিমানও ছিল অনেক। দই অনেক ঘনো ছিল। উপরে মালাই এবং বিস্কুটের গুড়া দিয়ে পরিবেশন করা
হয়।
টেস্টঃ ১০/১০
দামঃ ১৩০টাকা প্রতি গ্লাস
প্লেন নান প্রতিপিস ৩০টাকা।
আমরা ৩বন্ধু Peshwarain রেস্টুরেন্টে
মালাই লাচ্চি
রেস্টুরেন্টের টাইমিংঃ বিকেল ৫টা থেকে রাত ১০টা পযন্ত। অনেক ভীর থাকে।তাই আগে যেয়ে টোকেন সংগ্রহ করতে হয়। এক সাথে ৩০ জন বসতে পারে।
Google Maps link:
https://maps.app.goo.gl/8QVFzeym6as31bSu7