Authentic Pakistani Style Nehari & Kabab at Wari In Dhaka

ঢাকার ওয়ারির পোষ্ট অফিস গল্লিতে Authentic Pakisthani Style Nehari & Kabab. Resturant Name Peshwarain.

গতকাল সন্ধ্যায় এইবার নিয়ে ৪বার চলে যাওয়া হলো। Peshwarain রেস্তোরাঁটি এখানে হয়ে ৭-৮ মাস হবে।ফেসবুকে ভিডিও দেখে প্রথম দিন যাওয়া হয়েছি,কেননা আমি ছোটথেকেই একটু খাদক/ ফূডি বলতে পারেন। একটু অন্য রকম খাবার এর সন্ধান পেলেই চলে যাই খেতে।অনেকদিন যাবতই পাকিস্তানের পেশয়ারে যেতে ইচ্চা করছিলো, কেননা তাদের কাবাব এবং নেহারির ভিডিও দেখে আমি বলতে পারেন পাগল হয়ে গেছি। বাংলাদেশে এমন নেহারি এবং কাবাব খুজতেছিলাম।অবশেষে পাওয়া গেল, ওয়ারির এই রেস্তোরাঁর নেহারি পাকিস্তানের পেশয়ারের মত অনেকটা।

নল্লি নেহারি

নল্লি নেহারিঃ
গরুর রগ এবং নল্লি দিয়ে তৈরি এই নেহারির স্বাদ আপনার মন জুরাবেই।

টেস্টঃ ৯.৫ / ১০
দামঃ ১৮০ টাকা

মুরগ মাখনওয়ালা

মুরগ মাখনওয়ালাঃ
চিকেন বার বি কিউ এক বাটি গরম মাখনের মধ্যে দিয়ে পরিবেশন করা হয়। খেতে খুবই মজা।
টেস্টঃ ৯.৫/১০
দামঃ ৩৫০ টাকা

লাল বাদশা কাবাব

লাল বাদশা কাবাবঃ
এটা হচ্চে চিকেন লেগপিছ গুলিকে বিভিন্ন প্রকার সস এবং মশলা দিয়ে বার বি কিউ করে,একটা স্পেশাল চাটনির সাথে পরিবেশন করা হয়।
টেস্টঃ ৯/১০
দামঃ ২২০ টাকা

মালাই লাচ্চি

মালাই লাচ্চিঃ
এই মালাই লাচ্চিটার টেস্ট এখনো আমার মুখে লেগে আছে। দই এবং চিনি দিয়ে তৈরি এই লাচ্চিতে মালাইয়ের পরিমানও ছিল অনেক। দই অনেক ঘনো ছিল। উপরে মালাই এবং বিস্কুটের গুড়া দিয়ে পরিবেশন করা
হয়।
টেস্টঃ ১০/১০
দামঃ ১৩০টাকা প্রতি গ্লাস

প্লেন নান প্রতিপিস ৩০টাকা।

আমরা ৩বন্ধু Peshwarain রেস্টুরেন্টে

মালাই লাচ্চি

রেস্টুরেন্টের টাইমিংঃ বিকেল ৫টা থেকে রাত ১০টা পযন্ত। অনেক ভীর থাকে।তাই আগে যেয়ে টোকেন সংগ্রহ করতে হয়। এক সাথে ৩০ জন বসতে পারে।

Google Maps link:
https://maps.app.goo.gl/8QVFzeym6as31bSu7

89 Likes

আমার বাকেট লিষ্টের একটা রেষ্টুরেন্ট। এখনো যাওয়া হয়নি। আপনার অভিজ্ঞতা আর ছবি দেখে লোভ আরো বেড়ে গেলো।

আল্লাহ চাইলে শীগ্রই যাবো।

পোস্টে ফোন নাম্বার টা সরিয়ে দিলে ভালো হয়।

4 Likes

আহ সাতসকালে পেট চুচু শুরু হলো :yum: @Papel_Mahammud

2 Likes

Food taste quality onk vlo… Obossoi try korven… Kinto onk time opekha korte hay friday gele, Thank YOU @Soykot_azam

2 Likes

@Papel_Mahammud ভাই, অসাধারণ লিখেছেন। হোটেলে সকালের নাস্তা বলতেই নেহারি। অসম্ভব টেস্ট। ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য।

1 Like

হুম, খেতে হবে একদিন :metal:

2 Likes

নেহারি, কাবাব এবং স্পেশালী মালাই লাচ্চিটার টেস্ট এখনো মুখে লেগে আছে। সময় পেলে অবশ্যই টেস্ট করবেন @MohammadPalash

1 Like

Thank You Bhai @jakiripsc

Ai Resturant ay bikel 5-10ta pojonto pawa jay ai nehari. Luck kharap hole nao pete paren jodi khabar shesh hoye jay…

2 Likes

Amar o jawar icca ase ai restaurant ay… Thank you for sharing here…

2 Likes

আবার নেক্সট টাইমে দাওয়াত রইল।

3 Likes

হুম ভাই অবশ্যই ট্রাই করবেন। খাবারের মান খুবই ভালো @rashedul-alam

1 Like

Thank You so much @Salman75

1 Like

Okay bhai… Chole asen akdin ak sathe jabo ne abar @MonirHB

1 Like

Nalli Nehari looks so appetizing @Papel_Mahammud , 180taka is good for the quantity they serve.

Can you suggest me the best cuisine of Dhaka?

1 Like

You can Try Peshwarain’s Nalli Nehari… It is cheap and best, @AnshukMitra

1 Like

অামার পছন্দের একটা খাবার। অভিজ্ঞতা শেয়ার করা জন্য ধন্যবাদ।

1 Like

আমারও অনেক পছন্দের খাবার। ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান Comment এর জন্য @SafayeatHossain