বাংলাদেশ লোকাল গাইড আয়োজিত ২১০তম মিট আপ Exploring Kaptai’s Hidden Gems: A Local Guides Gathering এ যোগদান করতে পেরে নিজেকে সৌভাগ্যবান ব্যক্তি মনে হয়েছে।
ক্যাপশন: Campaign Zone, Bargee lake Vally.
বাংলাদেশ লোকাল গাইড সব সময় ভিন্ন ধরনের মিট আপ আয়োজন করে থাকে, এবারের আয়োজনে ছিল বাংলাদেশের অপ্ররুপ সুন্দর জেলার রাংগামাটির সুন্দর লেক কাপ্তাই এবং আশেপাশের দর্শনীয় স্থান ভ্রমণ এবং রাতে তাবুতে রাত্রিযাপন।
ক্যাপশন: যাতায়াতের মাধ্যম বাস এবং লঞ্চে লোকাল গাইড উঠার সময়।
পূর্ব নিধারিত সময় অনুযায়ী আমরা ঢাকা থেকে রাঙামাটি জেলার উদ্দেশ্যে রওনা দেই, মিটআপ তারিখ ১৯ মে’র সকালে আমরা রাঙামাটির রিজার্ভবাজারে আসি,সকালে নাস্থা করে বড় একটি লঞ্চে করে কাপ্তাই লেকের সুন্দর্য দেখার জন্য রওনা দেই।
ক্যাপশন: কাপ্তাই লেকের সুন্দর্য এবং লোকাল গাইড পাপেল, রাশেদুল এবং পলাশ।
কাপ্তাই লেক অপ্ররুপ সুন্দর একটি লেক, লেকের পানি অনেকটা নিল, চার পাশে উচু নিচু পাহাড়, এ যেন এক অপ্ররুপ সৃস্টি।
প্রায় ১ঘণ্টা লঞ্চে কাপ্তাই লেকের সুন্দর্য দেখতে দেখতে আমরা একটি স্থানে লঞ্চ থেকে নামি, এখানে আদিবাসীদের গ্রাম রয়েছে। আদিবাসীদের গ্রামে একটি বাজারও রয়েছে, যেখানে আদিবাসীরা তাদের তৈরি পোশাক, মৃতশিল্প, ফল মুল ইত্যাদি বিক্রয় করে, আমরা সবাই বাজার ঘুরে দেখি এবং কেনা কাটা করি।
ক্যাপশন: আদিবাসীদের গ্রামের বাজারের ফল মুল, মৃত শিল্প, পোশাক পাওয়া যায়।
তারপর আমরা রিজার্ভ বাজার চলে আসি, নামাজ আদায় করে দুপুরের খাবার খাই। খাবার খাওয়ার পরে আমাদের মিট আপের মুল ভেনু #ভার্গী লেক ভেলী তে যাই। লেকের পাশে অবস্থিত অপ্ররুপ সুন্দর একটি রির্সোট, আমরা রির্সোটের ক্যাম্পিং সাইডে চলে যাই,সুন্দর লেকের দৃশ্য সকলের মন মুগ্ধ করেছে।
ক্যাপশন: এই মিট আপে যে খাবার গুলা আমরা খাই তার কিছু ছবি।
আমরা লেকের নিল পানিতে গোসল করি, আমাদের জন্য আগে থেকেই তাবু রেডি করে রেখেছিল রির্সোটের কতৃপক্ষ। একটু বিশ্রাম নিয়ে বিকেল নাস্তা খাই, রির্সোটের সুন্দর্য উপভোগ করি, রাতের খাবার খায়ে সবাই ম্যাপিং এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে, রাতে তাবুতে রাত্রিযাপন করি, সকালে ঘুম থেকে উঠে কায়াকিং করতে যাই লেকে,
ক্যাপশন: কায়াকিং করার কিছু ছবি আমি এবং লোকাল গাইড পলাশ।
কায়াকিং করে সকালের নাস্তা করে ছবি তুলি আমরা সকলে। সকালের নাস্তার পর লঞ্চ চলে আসে আমারা লঞ্চে করে রিজার্ভ বাজারের দিকে রওনা দেই, আসার সময় রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ভ্রমণ করি, দুপুরের খাবার খেয়ে ঢাকার উদ্দেশে রওনা দেই। সব মিলিয়ে সুন্দর একটা সময় কাটাই আমরা সকল লোকাল গাইড। ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডকে এতো সুন্দর একটি মিট আপ আয়োজন করার জন্য।
#bdlg210 #210thmeetup #localguidesbd #BDLG #bdlgmegameetup #localguidesconnect #meetup
#Kaptai