“এশিয়ান কনভেনশন সেন্টার” হাজারীবাগ থানার সবচেয়ে বড় একটি কনভেনশন সেন্টার। একহাজার লোক একসাথে বলে খাবার খেতে পারবেন। ঝাউচর কাচা বাজারের পাশেই এর অবস্থান। ভিতরে অনেক খোলামেলা পরিবেশ।
নীচতলায় একসাথে ৮০০/৯০০ লোক বসতে পারবেন। দোতলায় করকরে হলেও ১০০ লোক বসতে পারবেন। তিনতলায়ও ১০০জন লোক একসাথে বসতে পারবেন। এখানে একসাথে ১০০০০ লোকের খাবারের অর্ডার নেওয়ার সখমতা রয়েছে। ভিতরের পরিবেশ খোলামেলা হওয়াতে পরিবেশটাও অনেক সুন্দর দেখায়। তিনটা ফ্লোর আলাদাভাবে ভাড়া দেওয়া হয়। আপনি চাইলে একসাথে তিনটা ফ্লোরও নিতে পারবেন। এদের রান্নাঘর অনেক খোলামেলা ও অনেক বড়। তাই তাড়া একসাথে অনেক মানুষের জন্য রান্না করতে পারেন।
তাদের পরিচালনা পক্ষ অনেক অভিজ্ঞ। কনভেনশন সেন্টারটি অতি উন্নত মানের জেনারেটর সহ ভিতরের দেয়াল বা অন্যান্ন অংশ সজ্জিত।
তাদের এখানে খুবই দক্ষ বাবর্চি রয়েছেন, যনি খুব যত্ন সহকারে রান্নার কাজটি করে থাকেন। খাবার পরিচালনার জন্য ওয়েটার থেকে শুরু করে সবাই খুবই দক্ষ।
তবে কিছু বিষয়ের দিকে কনভেনশন সেন্টারের মেনেজমেন্টকে নজর দিতে হবে। এর মধ্যে একটি হচ্ছে মেইন গেইট ছাড়া বাকি সব গেইট অনুষ্ঠান চলাকালীন সময় বন্ধ রাখতে হবে। পেচনের দিকে দুইটি গেইট রেয়েছে যা রান্নার সময় খোলা থাকে আজকেও খোলা ছিলো, এতে করে বাহিরের লোকজন ভিতরে ডুকে যেতে পারে। দ্বিতীয় টা হচ্ছে বাহিরে একটা ডিজিটাল সাইনবোর্ড দিতে হবে বড় করে।
Location: -