মহামায়া লেক, মীরসরাই উপজেলা, চিটাগং
ছবির মত সুন্দর,এটা একটা প্রাকৃতিক পাহাড়ি লেক, আমার মনে হয়েছে নেপালের পোখারা আর লাংকাওয়ের আইল্যান্ড হোপিং এর চেয়ে এর সৌন্দর্য কোনো অংশে কম না, আফসোস, খালি আমারা মার্কেটিং করতে পারি নাই,
আছে পাহাড়ি ছড়াও
পাখিদের সর্গরাজ্য, আভয়ারন্য
মাছরাঙা পাখির মাছ ধরার কেরামতি দেখতে পাবেন এখানে
দেখতে পাবেন পানকৌড়ির ডুব দেয়া,
নাম না জানা আরো কত রঙের ঢং এর পাখি দেখতে পাবেন, বোটিং এর সময় কয়েক গজের ভিতরেই,
চাইলেই কায়াকিং করতে পারবেন, কিংবা বোটিং করে যেতে পারবেন পাহাড়ি ছড়ায়
কথা দিতে পারি, এখানে চমৎকার সময় কাটবে আপনার।
আমরা স্পিডবোট নিয়ে গিয়েছিলাম ঝর্না দেখতে, ১৫-২০ মিনিট লেগেছিলো পৌঁছাতে,
ভাড়া নিয়েছিলো ৭০০ টাকা, মোট ০৪ সিট ছিলো, স্পিডবোটটাতে,আর একজন চালক,
এখানে আসবেন আর বোটিং করবেন না, তা হবে না।
ঢাকা - চিটাগং হাইওয়ের পূর্ব পাশে মীরসরাই উপজেলায়, হাইওয়ে থেকে মাত্র ২-৩ কিমি পূর্ব পাশে অবস্থিত,( সীতাকুণ্ডে যাবার রাস্তার কাছেই, এখান থেকে সীতাকুণ্ড যাবার রাস্তা হাইয়েস গাড়ীতে ১৫ মি লেগেছিলো )
যেখানেই যাবেন পরিবেশ পরিষ্কার রাখার ব্যাপারে খেয়াল রাখবেন,