গুগল ম্যাপে বিশ্বের মানচিত্রে বায়ুর গুণমান সূচক (AQI) দেখুন

গুগল ম্যাপ বিশ্বের মানচিত্রের বেশকিছু অংশে বায়ুর গুণমান সূচক (Air Quality Index-AQI) দেখাচ্ছে। এর মাধ্যমে ওইসব এলাকায় বাতাসের বিশুদ্ধতা বা বিষাক্ততা বোঝা যাবে। ০-৫০০ মাত্রার সূচক এটা যেখানে শূন্য সবচেয়ে ভালো আর ৫০০ সবচেয়ে দূষিত বাতাস চিহ্নিত করে।

উত্তর আমেরিকার সবটা এই সুচকের আওতাধীন। ইউরোপের অনেক দেশেও এই বায়ুর মান নির্ণায়ক সূচক দেখা যায় গুগল ম্যাপ এপ এর মাধ্যমে।

এশিয়াতে শুধুমাত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ায় AQI এর আপডেট দেখা যাচ্ছে বর্তমানে।

দক্ষিণ আমেরিকা, ভারত এবং অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কিছু জায়গার বায়ুমান এর তথ্য আপডেট করা হয়েছে।

আফ্রিকা এখনও আপডেট করা হয়নি।

ধীরে ধীরে পৃথিবীর সব জায়গার বায়ুর গুণমান সূচক গুগল ম্যাপ এর এপ্লিকেশন সফটওয়্যার এ পাওয়া যাবে ধারণা করা যায়।

গুগল ম্যাপের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

28 Likes

এখানে জানিয়ে রাখা ভালো যে বিশ্বের সব দেশ বায়ুর গুণমান যাচাইয়ে একই সূচক ব্যবহার করে না। গুগল ম্যাপের এয়ার কোয়ালিটি মানচিত্রে দেখা যায় ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল ও চিলি তাদের নিজস্ব সূচক এর মাধ্যমে এয়ার কোয়ালিটির মান প্রকাশ করছে।

বাংলাদেশও নিজস্ব এয়ার কোয়ালিটি ইনডেক্স তৈরি করেছে এবং বর্তমানে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের ১৩টি শহরের এয়ার কোয়ালিটি ডাটা নিয়ে দৈনিক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। আশা করি নিকট ভবিষ্যতে বাংলাদেশের বায়ুর গুণমান সূচকও গুগল ম্যাপে নিয়মিত হালনাগাদ হবে।

6 Likes

এটা সুন্দর, এক সফটওয়্যার এর মাধ্যমে মাল্টিপল সেবা বলা যেতে পারে। ম্যাপ এর সেবার পাশাপাশি আবহাওয়ার সেবাও পাওয়া যাবে।

3 Likes

@IshtiakAhmed জনাব চমৎকার একটি পোষ্ট

2 Likes

ধন্যবাদ আপনার সংযোজন এর জন্য @SadmanRafid

2 Likes

@IshtiakAhmed

Very informative post. Thanks for the post.

Regards~

3 Likes

গুগল আসলেই প্রতিনিয়ত তাদের সেবাসমুহের মান উন্নয়নে কাজ করে। @Md_Zobayerul_Islam

2 Likes

হ্যাঁ, এটা সুন্দর এবং এটার মাধ্যমে ব্যবহারকারীরা উপকৃত হবে এটা স্বীকার করতেই হয়। @IshtiakAhmed

2 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই, ধন্যবাদ আপনাকে

@Designer_Biswajit Welcome. Thanks for taking time.

1 Like