গুগল ম্যাপ বিশ্বের মানচিত্রের বেশকিছু অংশে বায়ুর গুণমান সূচক (Air Quality Index-AQI) দেখাচ্ছে। এর মাধ্যমে ওইসব এলাকায় বাতাসের বিশুদ্ধতা বা বিষাক্ততা বোঝা যাবে। ০-৫০০ মাত্রার সূচক এটা যেখানে শূন্য সবচেয়ে ভালো আর ৫০০ সবচেয়ে দূষিত বাতাস চিহ্নিত করে।
এখানে জানিয়ে রাখা ভালো যে বিশ্বের সব দেশ বায়ুর গুণমান যাচাইয়ে একই সূচক ব্যবহার করে না। গুগল ম্যাপের এয়ার কোয়ালিটি মানচিত্রে দেখা যায় ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল ও চিলি তাদের নিজস্ব সূচক এর মাধ্যমে এয়ার কোয়ালিটির মান প্রকাশ করছে।
বাংলাদেশও নিজস্ব এয়ার কোয়ালিটি ইনডেক্স তৈরি করেছে এবং বর্তমানে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের ১৩টি শহরের এয়ার কোয়ালিটি ডাটা নিয়ে দৈনিক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। আশা করি নিকট ভবিষ্যতে বাংলাদেশের বায়ুর গুণমান সূচকও গুগল ম্যাপে নিয়মিত হালনাগাদ হবে।