An afternoon in Fruit Garden
Poradia Bazar
Poradia Bazar, Bangladesh
June 26, 2020 @ 12:00 (+06)
প্রিয় লোকাল গাইড বন্ধুগণ, আশা করি এই করোনা মহামারীর সময় আপনারা ভালো আছেন। অনেকদিন যাবৎ হয়তোবা আপনারা বাসায় বন্দী যার কারণে আপনাদেরকে আমি ফাহাদ উজ্জামান পাপন আমন্ত্রণ জানাচ্ছি নরসিংদীর বিখ্যাত লটকন এবং আনারসের বাগান ঘুরে যেতে। যেহেতু এখন লোকাল গাইড টিম “Small Business” এর প্রতি জোর দিয়েছে তাই আপনাদেরকে আমন্ত্রণ সিজনাল ফলের বাগান ঘুরে দেখার জন্য এবং তা সকলের সামনে তুলে ধরার জন্য।আমি আপনাদেরকে সাহায্য করবো আমাদের এলাকার লটকন এবং আনারস বাগান ঘুরে দেখাতে। যাতায়াত ব্যবস্থা: যেহেতু এখনো সকল যানবাহন স্বাভাবিক হয়নি তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ব্যক্তিগত মোটরবাইকে আসার জন্য। ইতিমধ্যে এই বিষয় নিয়ে বাংলাদেশ লোকাল গাইড ফেসবুক গ্রুপে আলোচনা করা হয়েছে আপনারা সেখান থেকে পোস্ট পড়ে নিতে পারেন। ঢাকা থেকে নরসিংদীর বেলাবোতে আসা-যাওয়া আনুমানিক ১৯০ কিলোমিটার হবে। খাওয়া-দাওয়া: বাংলাদেশ লোকাল গাইড এর অন্য মিট আপ গুলোর মত এখানেও হিজ-হিজ হুজ-হুজ পদ্ধতিতে আমরা ব্যবস্থা করব ,তবে সকলে নিজেদের মাঝে কথা বলে নিলে খাবারের ব্যবস্থা আগে করে নেয়া যাবে। বিশেষ সতর্কীকরণ: ব্যক্তিগত বাইক না থাকলে আসার জন্য নিরুৎসাহিত করছি আপনাদের।এছাড়া নিজে কিংবা পরিবারের কেউ অসুস্থ হলে অনুগ্রহ করে আমাদের সাথে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।