Alkinuri Mazar Sharif: A Sacred Destination of Spiritual Serenity

Alkinuri Mazar Sharif: A Sacred Place of Spiritual Peace

The Journey Begins

One fine day, I decided to visit a well-known spiritual place in our locality—Alkinuri Mazar Sharif. I had heard a lot about it, and finally, I got the chance to experience it myself.

Starting from Ramdayal Bazar, I headed 1 km south towards the Meghna River, where this historic shrine is located. The road leading to the shrine is paved with bricks, surrounded by lush greenery. As I approached, I saw a grand entrance gate with the name “Pir-e-Kamel Shah Sufi Hazrat Maulana Bashir Ahmed (Rah.)” inscribed on it. Entering through the gate, I immediately felt a sense of peace and serenity.

The Beauty and Atmosphere of the Shrine

The first thing that caught my eye was the beautiful dome of the shrine. Next to it stood the “Char Algi Dargah Bari Noorani & Hafezia Madrasa”, along with the Purbo Algi Bashiria Jame Masjid. The entire atmosphere radiated tranquility, with coconut and date palm trees adding to the natural beauty.

Standing in front of the shrine, I felt a deep spiritual connection. Locals told me that Baba Jan Alkinuri (Rah.) was a true saint, guiding many towards righteousness. His teachings and legacy still inspire thousands of devotees.

The Grand Urs Festival

Every February, a grand Urs Mahfil is held here, attracting 20,000–30,000 visitors from Hasan Hossain village, Dhaner Sheesh village, and surrounding areas. During this event, around 20 cows are sacrificed, and thousands of people are served food. This spiritual gathering is a moment of divine connection for those who seek peace and blessings.

My Experience

I spent some time exploring the area, talking to locals, and soaking in the peaceful surroundings. The place had such a calming effect that I wished I could stay longer. If you’ve never been here before, I strongly recommend visiting. It’s a place where you’ll find not just history but also an overwhelming sense of spiritual serenity.

How to Get There?

To visit Alkinuri Mazar Sharif, just travel 1 km south of Ramdayal Bazar along the Meghna River. You can also find the location here:
:round_pushpin:Google Maps Location

Final Thoughts

This shrine is not just a place of worship; it’s a symbol of faith, tradition, and peace. If you ever get the chance, make sure to visit. You’ll leave with a heart full of tranquility and a mind at peace.

20 Likes

আলকীনূরীর মাজার শরীফ ভ্রমণ: এক অপার্থিব অভিজ্ঞতা

একদিনের অবসর পেলাম, ভাবলাম একটু আশেপাশে কোথাও ঘুরে আসি। স্থানীয়ভাবে বেশ নামকরা একটা জায়গা আছে, আলকীনূরীর মাজার শরীফ। অনেকদিন ধরেই শুনছিলাম, এবার নিজ চোখে দেখার ইচ্ছে হলো।

যাত্রা শুরু :-
আমি রওনা দিলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রামদয়াল বাজার থেকে। মাত্র এক কিলোমিটার দক্ষিণে, মেঘনার তীরে এই মাজার অবস্থিত। পুরো পথটাই ইট বিছানো, সবুজ গাছপালায় ঘেরা। কিছুক্ষণ পরই সামনে দেখা গেল একটা গেইট, যেখানে বিশাল অক্ষরে লেখা আছে “পীরে কামেল শাহ্ সূফি হযরত মাওলানা বশির আহমেদ (রহঃ)”। এই গেইট পেরিয়ে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম।

মাজারের সৌন্দর্য ও পরিবেশ:-
ভেতরে ঢুকতেই প্রথমেই নজরে পড়লো মাজারের সুন্দর গম্বুজ। সাদা-নীল রঙের মসজিদটা খুবই পরিপাটি, সাথে রয়েছে “চর আলগী দরগাহ্ বাড়ি নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা”। পুরো পরিবেশটাই যেন আত্মার প্রশান্তির জন্য তৈরি! চারপাশে নারকেল গাছ, খেজুর গাছ আর বিশাল খোলা জায়গা।

যখন মাজারের সামনে দাঁড়ালাম, তখন এক ধরনের পবিত্র অনুভূতি হলো। মনে হলো যেন শত বছরের পুরনো এক আধ্যাত্মিক শক্তির সামনে আছি। এখানে থাকা কিছু মুরুব্বি জানালেন, বাবাজান আলকীনূরী (রহঃ) ছিলেন একজন সত্যিকারের আল্লাহর ওলি। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করতে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসে।

ওরশের আয়োজন:-
এখানে প্রতি বছর ফেব্রুয়ারিতে ওরশ মাহফিল হয়। তখন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হাসান হোসাইন গ্রাম, ধানের শীষ গ্রাম এবং হাতিয়া উপজেলাসহ আশেপাশের অঞ্চল থেকে প্রায় ২০,০০০-৩০,০০০ মানুষ এখানে আসেন! বিশাল আয়োজন হয়, প্রায় ২০টি গরু জবাই করা হয়, এবং হাজার হাজার মানুষকে খাওয়ানো হয়। যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, তাদের জন্য এটা একটা মহা উপলক্ষ!

আমার অনুভূতি:-
আমি বেশ কিছুক্ষণ সেখানে কাটালাম, স্থানীয়দের সাথে কথা বললাম, আশেপাশের পরিবেশ উপভোগ করলাম। পুরো জায়গাটা এত সুন্দর আর শান্তিপূর্ণ যে মনে হলো, সময়টা আরেকটু বেশি থাকলে ভালো লাগতো! যারা কখনও যাননি, তাদের বলবো—একবার অন্তত এই পবিত্র স্থানটি ভ্রমণ করুন। আপনি আধ্যাত্মিক প্রশান্তি পাবেন, সেই সাথে একটা সুন্দর ঐতিহ্যের সাক্ষী হতে পারবেন।

কিভাবে যাবেন?
আপনি যদি আসতে চান, তাহলে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রামদয়াল বাজার থেকে মাত্র ১ কিমি দক্ষিণে মেঘনার তীরে চলে এলেই মাজার পেয়ে যাবেন। লোকেশন দেখে আসতে পারেন—
:round_pushpin:লোকেশন:- এখানে ক্লিক করুন

শেষ কথা:-
এই জায়গাটি শুধু একটি মাজার নয়, এটি একটি আধ্যাত্মিক শিক্ষা ও ঐতিহ্যের প্রতীক। যদি কখনো সুযোগ পান, তাহলে অবশ্যই ঘুরে আসুন। আপনি ফিরে যাবেন এক নতুন প্রশান্তি নিয়ে!

8 Likes

ধন্যবাদ @tawhidulislamshihab1 ভাই,সুন্দর তথ্য উপস্থাপন করার জন্য❤️।
চর লরেন্স বাজার থেকে পড়ছি।
বাংলা ইংরেজি ২ বার পোস্ট দেয়ার প্রয়োজন নেই,বাংলায় দিলেই হবে,মানুষ ভাষান্তরঃ করে পড়ে নিবে।
★ আপনার ম্যাপ আইডিতে সব নিজের ছবি,সেলফি।
লোকেশনের ছবি দিতে হবে,নিজের ছবি না।
spam খেয়ে আইডি হারাতে পারেন।

2 Likes

আমাদের পাশের এলাকায় এরকম জায়গা আছে জানতাম না। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য। নোয়াখালীর সেনবাগ থেকে।

1 Like

Hi @tawhidulislamshihab1
Since two of your posts look similar, I have merged them to keep Connect tidy.

Wonderful place and nice post :+1:
I like the way you embedded the name in the photo.

1 Like

@ReajHossain
অনেক সুন্দর পরামর্শ দিয়েছে।
আমিও খুশী আছি।
সবাই এভাবে ভুল গুলো দেখিয়ে দেয় না।