আলহামদুলিল্লাহ কানেক্টে নতুন বেজ পেয়েছি নিউ কানেক্টর এবং এটা সম্ভব হয়েছে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি র জন্য মিটাপের হোস্ট হিসেবে নির্বাচন করায় আমি কৃতজ্ঞ। আশা করি এই ধারা অব্যাহত রেখে আগামীতে আরোও ভালো অবদান রাখবো ইন শা আল্লাহ।
@MohammadPalash কোন কিছু পাওয়া বা অর্জন করা আনন্দের বিষয়, এর অন্য রকম অনুভূতি হয়। এই অর্জন আমাদের জন্যও আনন্দের। আপনাকে অভিনন্দন, এই অর্জন আপনার চলার পথকে আরও সুন্দর গতিশীল করবে এই দোয়া করি।