#AccessibilityBD- Maps Check the facts-1

যান্ত্রিক সভ্যতার চরম উৎকর্ষের যুগে গোটা বিশ্ব যখন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এর বহুমুখী পথ খুজছে. তখন বাংলাদেশের মতো একটি দেশে লঞ্চ/ বাস/ট্রেন দুর্ঘটনার কাৱন প্রতি বছর বহু মানুষ প্রতিবন্ধী হয়ে হুইল চেয়ারে বসে জীবন কাটাতে হয়. অনেক সময় জন্মগত ত্রুটির, শিশু, বয়স্ক/বৃদ্ধ, গর্ভবতী মহিলা , পোষা প্রাণী নিয় হুইল চেয়ার/ বেবী বেবি ট্রলি নিয়ে চলাচল করতে হয় সমগ্র স্থানে. কিন্তু বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া এখনো ঐরকম না পাওয়ার কারণে পুরাতন/নতুন অনেক বিল্ডিংয়ে হুইলচেয়ার/বেবি ট্রলি নিয়ে প্রবেশ করার ৱেম্প তৈরি করা হয়নি.

আমরা এ সমস্ত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদেৱকে মুক্ত ভাবে চলাচলেৱ পথ তৌৱী কৱতে চাই, তাদেরকে আমরা করুণা করতে চাই না দেশেৱ সম্পদ হিসাবে তৈরি করতে চাই, তাৱা যাতে লঞ্চ/ৱেলগাড়ী/শপিংমল/অফিসসহ হুইলচোয়াৱ নিয়ে উঠতে পাৱে. আমি সকল মানুষ গুলোকে নিয়ে একটি প্রকল্প তৈরি চাই যাৱ নাম"Enjoy Of Accessibility" সেই সমস্ত স্থানগুলিতে আমরা সচেতন মূলক বক্তব্য এবং উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করব যে প্রতিটা মানুষেরই একটা সময় হুইল চেয়ার ব্যবহার জরুরী প্রয়োজন হয়. তাই প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার রেম্প বাধ্যতামূলক থাকা আবশ্যক.

এই মিটআপে আমাদের লক্ষ্য: Meetup a is my target

  1. Wheelchair Parking.
  2. Wheelchair accessible restroom.
  3. Wheelchair accessible entrance.
  4. Wheelchair accessible toilet.
  5. Kids friendly place.
  6. Breastfeeding.

যে সমস্ত জিনিস গুলি আপনাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে.

  1. Selfie Stick.
  2. Camera or Smartphone
  3. Power backup (Power Bank).
  4. Must be Face Mask.

প্রতিবন্ধীদের নিয়ে স্পেশাল কিছু আলোচনা করা হবে. আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং বুঝতে পারবে না. কিভাবে আগামীতে একজন ভালো লোকাল গাইড হতে পারবেন তার জন্য বিশদভাবে আলোচনা করা হবে.

এখানে মিটআপ লিংকটি : RSVP

নোট: মিটআপটিতে যারা আসবেন সবাই নিজ দায়িত্বে সকল খরচ আপনাদেরকে বহন করতে হবে. অবশ্যই শারীরিক সুস্থ হতে হবে.

15 Likes

খুব ভালো ও প্রশংসনীয় পদক্ষেপ @Mohammadalauddin দাদা । রিক্যাপ পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।

ধন্যবাদ । ভালো থাকবেন ।

2 Likes

Great step @Mohammadalauddin vai. Wait for your recap post.

1 Like

@Mohammadalauddin Thank you. It’s really GOOD!

1 Like

বর্তমানে বাংলাদেশে এ ধরনের মিটআপ করা অনেক কষ্টকর covid-19. তবে এখন আগের চাইতে একটু স্বাভাবিক হয়েছে পরিবেশ. তবে আশাকরি আপনাদের দোয়ায় আমি মিটআপটি করতে পারবো খুব ভালোভাবে. @KalyanPal তবে আপনাদের সাপেট এ কাজ করে আরো আনন্দ পাই.

2 Likes

Thank you so much @sweetnovember99 for any kind of support me. Im so lucky. But hopefully with your blessings I will be able to meetup very well.

1 Like