caption :Accessibility road in ShankiBhanga government Primary School, Lakshmipur(pick: @GaziSalauddinbd )
হাই বন্ধুরা কেমন আছো সবাই। আজ আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করবো।
Caption: Accessibility road in the School.
বিষয় টি হলোঃ Accessibility
এই বিষয়ে অনেক লোকাল গাইড কাজ করে যাচ্ছে। অনেক দাতব্য প্রতিষ্ঠান কাজ করছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, বেশিরভাগ লোকাল গাইড গান শহরমুখী কাজ করে থাকে। যেহেতু আমি গ্রামে বসবাস করি।তাই আমি গ্রাম কেন্দ্রিক কাজ করার পরিকল্পনা করি। এমন অনেক লোকাল গাইড আছে, যারা গ্রামে থেকেও শহর বা উপশহর কেন্দ্রিক কাজ করে। গ্রামে Accessibility নিয়ে কাজ করা একটু কঠিন। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ Accessibility প্রবেশ পথ নেই। কিছু শিক্ষা প্রতিষ্ঠান এ Accessibility পথ আছে।
আজ কে আপনাদের মাঝে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Accessibility পথ নিয়ে আলোচনা করবো।
বিদ্যালয়ের নাম : ShankiBhanga government primary school.
হুইলচেয়ার নিয়ে প্রবেশ পথ : আছে
হুইলচেয়ার এর পাকিং জায়গা :আছ
Caption: Happy disabled child ( pick – @GaziSalauddinbd)
বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুর সংখ্যা : এই বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুরা খুব সুন্দর ভাবে লেখাপড়া করে থাকে। প্রতিবন্ধী শিশুদের জন্য আছে বিশেষ কেয়ার।
বিদ্যালয়ে শারীরিক -প্রতিবন্ধী শিশু-০২,
ক্ষীণ দৃষ্টি প্রতিবন্ধী -০২ জন , বাক- প্রতিবন্ধী শিশু -০১ জন, লেখাপড়া করে।
বিঃদ্রঃ প্রতিবন্ধী শিশুরা সরকার থেকে ভাতা পায়।
ধন্যবাদ