Accessibility in S. B.G. Primary School, Lakshmipur..

caption :Accessibility road in ShankiBhanga government Primary School, Lakshmipur(pick: @GaziSalauddinbd )

হাই বন্ধুরা কেমন আছো সবাই। আজ আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করবো।

Caption: Accessibility road in the School.

বিষয় টি হলোঃ Accessibility

এই বিষয়ে অনেক লোকাল গাইড কাজ করে যাচ্ছে। অনেক দাতব্য প্রতিষ্ঠান কাজ করছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, বেশিরভাগ লোকাল গাইড গান শহরমুখী কাজ করে থাকে। যেহেতু আমি গ্রামে বসবাস করি।তাই আমি গ্রাম কেন্দ্রিক কাজ করার পরিকল্পনা করি। এমন অনেক লোকাল গাইড আছে, যারা গ্রামে থেকেও শহর বা উপশহর কেন্দ্রিক কাজ করে। গ্রামে Accessibility নিয়ে কাজ করা একটু কঠিন। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ Accessibility প্রবেশ পথ নেই। কিছু শিক্ষা প্রতিষ্ঠান এ Accessibility পথ আছে।

আজ কে আপনাদের মাঝে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Accessibility পথ নিয়ে আলোচনা করবো।

বিদ্যালয়ের নাম : ShankiBhanga government primary school.

হুইলচেয়ার নিয়ে প্রবেশ পথ : :wheelchair: আছে :white_check_mark:

হুইলচেয়ার এর পাকিং জায়গা :আছ :white_check_mark:

Caption: Happy disabled child ( pick – @GaziSalauddinbd)

বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুর সংখ্যা : এই বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুরা খুব সুন্দর ভাবে লেখাপড়া করে থাকে। প্রতিবন্ধী শিশুদের জন্য আছে বিশেষ কেয়ার।

বিদ্যালয়ে শারীরিক -প্রতিবন্ধী শিশু-০২,

ক্ষীণ দৃষ্টি প্রতিবন্ধী -০২ জন , বাক- প্রতিবন্ধী শিশু -০১ জন, লেখাপড়া করে।

বিঃদ্রঃ প্রতিবন্ধী শিশুরা সরকার থেকে ভাতা পায়।

ধন্যবাদ

@MukulR

21 Likes

Good job indeed! keep contributing @GaziSalauddinbd

1 Like

Thank you for sharing @GaziSalauddinbd , keep contributing. :slightly_smiling_face:

1 Like

সবকিছু অনেকে সুন্দর হয়েছে @GaziSalauddinbd ভাই। চালিয়ে যান। সামনে আরো অনেকে বেশি কাজ করতে হবে এক্সেসিবিলিটি নিয়ে। সুন্দর পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভ কামনা রইল ভাই। ভালো থাকবেন।

1 Like

ধন্যবাদ @AbdullahAM

@Nityam_Mehrotra আপনাদের সুন্দর পরামর্শ এর জন্য

1 Like

আপনাকেও অনেক ধন্যবাদ @MukulR ভাই।

আশাবাদী, আপনাদের সহযোগীতা ও বুদ্ধি কামনা করছি।

1 Like