বাংলাদেশ লোকাল গাইড আয়োজিত,
২০০তম মিট আপের ভেনুর উদ্দেশ্যে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের দিকে যাচ্চিলাম বাসে করে সবাই এক সাথে।
ক্যাপশনঃ জাহাজঘাটা নৌ দূর্গের একঅংশ, ছবি তুলেছি আমি।
বাসে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ আনুমানিক সকাল ৬.৩০ দিকে ঘুম থেকে ঊঠে দেখি বাস রাস্তার পাশে দারানো আমি একা বাসে, একটু অভাক হয়েছিলাম।
বাস থেকে নামতেই জানতে পারি সবাই পাশেই অবস্থিত একটি দূর্গ, যার নাম জাহাজঘাটা নৌ দূর্গ।
ক্যাপশনঃ দূর্গের ভিতরের প্রবেশ দরজা, ছবি তুলেছি আমি।
আমিও আগ্রহের সাথে দেখতে গেলাম। সব লোকাল গাইড পুরো দূর্গ ঘুরে দেখতেছিল এবং ছবি তুলতেছিল। আমিও পুরো দূর্গটি ঘুরে দেখলাম এবং ছবি তুল্লাম।
ক্যাপশনঃ দূর্গের বাহিরের ছবি। ছবি তুলেছেন @SanjayBDLG দাদা
ইতিহাসঃ
সিনিয়র লোকাল গাইড @MahabubMunna ভাই থেকে জানতে পারলাম এই নৌ দূর্গের ইতিহাস। যানতে পারলাম এই দূর্গের সাথে আগে একটি নদী ছিল, যা এখন নাই। এটি মোঘল ধ্বংসাবশেষ, যমুনার পারে চাচড় রাজবংশের পূর্বপুরুষ ভবেম্বর রায় ইহার কিল্লাদার বা দুর্গাধ্যক্ষ ছিলেন বলিয়া প্রবাদ আছে।
ক্যাপশনঃ মাহবুবভাই দূর্গের
ইতিহাস জানাচ্চে, ছবি তুলেছেন নাজিম ভাই।
মোঘলের সহিত প্রতাপের বিশেষ ভাবে সংঘর্ষ উপস্থিত হইলে, ধূমঘাটের ৫,৬ মাইল উত্তরে মেীতলায় একটি দূর্গ নিৰ্ম্মিত হয়। ইহারই পার্থে জাহাজঘাটা বা নৌ-বাহিনী সংস্কারও নিৰ্মাণ করিবার জন্ত প্রধান কৰ্ম্মশাল ছিল। এখানে অনেক নাব-সৈন্ত থাকিত এবং গুলি বারুদ প্রস্তুত হইত। এই স্থানে একজন ফিরিঙ্গি অধ্যক্ষ ছিলেন এবং তাহারই বাসের জন্ত জাহাজঘাটায় প্রশস্ত বাসগৃহ আছে। রাজা বসন্ত রায়ের পুত্র চাদ রায় বা চন্দ্রশেখর রায় এই সকল ব্যাপারের সহকারী ছিলেন ।
ক্যাপশনঃ দূর্গের ভিতরের ছবি, ছবি তুলেছেন মাহবুব ভাই।
নির্মাণ কৌশলঃ
ভবনটি নির্মাণ কৌশল একটু ভিন্ন ধরনের, একটি মাত্র আলোর প্রবেশ পথ তা দিয়েই পুরো কক্ষ আলোকিত হয়।
লোকেশনঃ
জাহাজ ঘাটা নৌ দূর্গ সাতক্ষীরা শ্যামনগর উপজেলা অফিস থেকে ৪.৮ কি মি উত্তর এ শ্যামনগর- কালীগঞ্জ মহা সড়কের পাশে অবস্থিত।
ক্যাপশনঃ দূর্গের প্রবেশ দরজার সামনে আমি।
Google maps Adress:
Jahajghata Naval Fort
https://maps.app.goo.gl/ZYZ8kX5FS6qSStbQ6