A Morning Fish Market"

আস সালামুওয়ালাইকুম " মাছ পছন্দ করেন নাহ এমন লোক সচারাচর কমই পাওয়া যাবে তবে মাছ খেতে হলে তো মাছের বাজারে যেতে হবে অথবা যেতে হবে মাছের আড়ৎ। তো চলেন এবারে সকালের একটি পাইকারি মাছের বাজার থেকে ঘুরে আসি।

Caption: স্থানীয় ভাষায় এটাকে আমরা আইড় মাছ বলি।

এখানের বাজার টা গড়ে উঠেছে একেবারে ধলেশ্বরী নদীর পাড়ে প্রতিদিন খুব ভোর থেকেই মানে সুর্য উঠার আগেই জমজমাট এ পাইকারি মাছের বাজারের কার্যক্রম শুরু হয়ে যায়। সারাদেশ থেকেই এখানে মাছ আসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বরিশাল/ ভোলা/ চিটাগাং / কুমিল্লা / খুলনা সহ দেশী বিদেশী সহ রুই, কাতলা, ইলিশ,তেলাপিয়া, রুপচাদা, কোরাল,কই,মলা, পাঙ্গাস চিংড়ী সকল ধরনের মাছই এখানে পাওয়া যায়।

Caption: ছবিতে দেশী নদীর পাবদা এবং বোয়াল মাছ।

এ বাজারে মুলত পাইকারী দরে মাছ বিক্রি হয় এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার স্থানীয় আশেপাশে র বাজারের খুচরা বিক্রেতারাই মুলত এখানের মুল ক্রেতা৷ তবে ইদানীং খুচরা বিক্রি ও খুব বেড়েছে বিশেষ করে যারা মাসের বাজার অথবা প্রতি পনেরো দিনের বাজার একসাথে ক্রয় করেন তারাও এ বাজারের দিকে ঝুকছে এর কারন অবশ্য এখানে স্বল্প মুল্যে পাইকারী দরে পাওয়া যায়।

Caption: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিন পৌরসভায় অবস্থিত কাঠপট্টি মাছের আড়ৎ।

Caption: চাষকৃত শিং মাছ।

Caption: দেশী কই মাছ।

Caption: নদীর কাচকি মাছ।

Caption: জাতীয় মাছ ইলিশ।

Caption: নদীর চিংড়ী মাছ।

Caption:একজন বিক্রেতা মাছ বেচাকেনা তে ব্যাস্ত।

Caption: আঞ্চলিক ভাষায় এ মাছের নাম ফলি মাছ।

এ বাজারে মাছ ক্রয়ের জন্য গেলে অবশ্যই আপনাকে খুব ভোরে যেতে হবে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়েই এ বাজার অবস্থিত।

ধৈর্য্য সহকারে এতখন থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।

#Bangladeshlocalguide #BDLG #Localguideconnect #Letsguide

44 Likes

সুন্দর পোস্ট। দেখেই লোভ হচ্ছে। শুধু পোস্ট দিলেই হবে কিছু পাঠিয়ে দেন । @MohammadPalash

5 Likes

যাক বাচাইলেন তাইলে কাটাকুটির জন আর চিন্তা রইলো নাহ :grin: @TajkiyaNijami

4 Likes

অসাধারণ @MohammadPalash ভাই।

আইড় মাছগুলো পছন্দ হইছে :grin:

5 Likes

ধন্যবাদ ভাই নিমন্ত্রণ রইলো @KhanSayfullah

4 Likes

দেশি মাছ গুলা মিস করবো :yum:

3 Likes

শুভ কামনা রইলো ভাই :heart: @nilniloy99

1 Like

আহ! প্রিয় সব মাছ

1 Like