A local guide's mobile still image at night

ছবি ঃ দাবা টেবিল

রাতের বেলা শহরে ঘুরতে আমার খুব ভালো লাগে এবং ছবি তুলতে কারণ সারা দিনের কর্মব্যস্ততা জ্যামজট এবং জনসমাগম থেকে কিছুটা কোলাহলমুক্ত থাকে।

দিনের আলো থেকে যেন রাতের বেলা আরো নানারকম ছবির ফ্রেমে ধরা পড়ে বিভিন্ন গল্প কিংবা বিষয়বস্তু আমি সে গুলোকে মুঠোফোনে বন্দী করার চেষ্টা করে।

আমার কাছে রাতের ছবি আছে পাঁচ হাজারের মতো সেখান থেকে কয়েকটি ছবি এখানে শেয়ার করলাম

ডিভাইস : Pixel 3XL, Mi A2

মাঝ রাতে সার বদ্ধ প্যাডেল ভ্যান

সদরঘাট লঞ্চ টারমিনালের একটি ছবি

অস্থায়ী বাজারে বিক্রি করছে বিখ্যাত ইলিশ মাছ

রাতে একটি শপিং মলের ছবি

#ConnectdayBangladesh #localguidesbd #meetup190

142 Likes

বাহ @MahabubMunna ভাই। দারুন ছবি তুলেছেন।

ইলিশ ও লঞ্চের পিকটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে।

4 Likes

রাতের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাই, অসাধারন ক্লিক।

5 Likes

দাবার বোর্ডটা সুন্দর লাগছে। কোথায় তুলছেন এই ছবি?

5 Likes

এতোদিনের অভিজ্ঞতায় এইটুকু জানি যে রাতের ছবি তোলা একটু কষ্টকর।

কিন্তু আপনার ছবিগুলো দেখে মনে হলো চাইলেই সম্ভব।

ধন্যবাদ @MahabubMunna ভাই শেয়ার ও অনুপ্রেরণার জন্য

6 Likes

খুব সুন্দর হয়েছে ছবিগুলো @MahabubMunna

ভাই। একসময় রাতে অনেক বাইরে কাটিয়েছি। ছবিগুলো মনে করিয়ে দিলো অনেক কিছু।

5 Likes

Those are some good still pics @MahabubMunna

4 Likes

@MahabubMunna অনেক রাতে ঘুরার মজাই আলাদা। রোদ নাই, কোলাহল নাই, জানজট নাই। এখন আর নিরাপত্তার ভয়ে বের হইনা। মিস করি সেসব দিনগুলো।

5 Likes

@MahabubMunna amazing post, Thanks for share with us.

4 Likes

ছবিগুলো বেশ চমৎকার ছিলো :heart_eyes:

3 Likes

অসাধারণ ভাই।

1 Like

রাতের বেলা যেকোনো শহরের প্রকৃত রূপ দেখা যায়

ধন্যবাদ ব্রো কিছু দারুণ রাতের ছবি তুলে ধরার জন্য @MahabubMunna

1 Like

অসাধারণ ভাই :green_heart: :green_heart: :green_heart:

@IshtiakAhmed জীবন এক টাই এত চিন্তা করে লাভ আছে , পুরান ঢাকায় থাকি তাই আড্ডা দিয়ে বাড়ী যেতে যেতে মাঝ রাত ই হয় ।

@NasimJ চেষ্টা করি ঘটনা , পেশা , অবজেক্ট এর ছবি তোলার , ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

@JakariaSultan ছবি এক অনুষ্ঠানে গিয়েছিল প্রথম সারির সফটওয়্যার ফার্মে সেখান থেকে নেয়া

@Soykot_azam কষ্ট কিছু না তবে মাঝে মাঝে আক্ষেপ লাগে আমার যদি একটা মিরর লেস কাম থাকত আর ভাল কিছু পিক তুলতে পারতাম হাহাহা

2 Likes

অসাধারণ ছবি।

1 Like

গত রোজার ঈদের রাতে দ্বিতীয় ছবিটির ভ্যান গাড়ীর মধ্যে সারারাত আড্ডা দিছি… মনে পডে গেলো

1 Like

প্রতিটি ছবিই অনেক সুন্দর :heart: :100:

1 Like

ইলিশের দোকান এবং প্যাডেল ভ্যানের ছবিদুটো বেশি সুন্দর হয়েছে।

2 Likes

ধন্যবাদ. সুন্দর লেখা উপহার দেওয়া জন্য

1 Like

আপনার ভেন গাড়ীর ছবিটি অসাধারণ হয়েছে।

1 Like