A day to mingle with nature # zindapark.
হ্যালো লোকাল গাইড বন্ধুরা,
চলুন একটু প্রকৃতি থেকে ঘুরে আসি। যেখানে নেই শহরের কোন কোলাহল শব্দ। আছে শুধু প্রকৃতির শব্দ। জি, আজ কে আমি আপনাদের আমার ভালো লাগার, সুন্দর ও মনোমুগ্ধ কর একটি জায়গা সম্পকে বলবো।
তা হলো জিন্দাপার্ক। বাংলাদেশের যে কয়েকটি বড় বড় পার্ক বা পিকনিক স্পট আছে তার মধ্যে অন্য তম এই পার্ক। আমরা যান্ত্রিক জীবনে যখন হাপিয়ে যাই তখন একটু শ্বাস নেওয়ার জন্য এমন স্থান এ যাই।
এক দিনের ট্যুরের জন্য খুবই ভাল একটি জায়গা। পরিবার পরিজন নিয়ে ঘুরার মত সুন্দর একটি স্থান।
পার্ক এর পরিবেশঃ
আমার দেখা মতে খুব সুন্দর একটি পার্ক। এই পার্ক এর রাস্তাগুলো সব সময় পরিষ্কার পরিচন্ন। এখানে, :motorized_wheelchair:হুইল চেয়ার এর প্রবেশ পথ আছে।
পার্কে অল্প কিছু দূরত্ব এর মাঝে পরিষ্কার ওয়াশ ব্লক আছে। পার্কের ভিতর পরিষ্কার রাখার জন্য ডাস্টবিন আছে। সব সময় নিরাপত্তা কর্মী নিয়োজিত আছ এই পার্কে।
চিকিৎসা ব্যবস্থাঃ
পার্ক এর মাঝ খানে একটি কমিউনিটি ক্লিনিক আছে। যাতে ঘুরতে আসা সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারে ফি তে।
বিদ্যালয়ঃ একটি বিশাল আকৃতির শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এ পার্কে। ও বিশাল আকৃতির একটি লাইব্রেরী আছে। সাধারণ মানুষ লাইব্রেরীতে বই পড়তে পারে।
ইবাদত এর ব্যবস্থাঃ
ভিন্ন ভিন্ন ধর্মের জন্য ইবাদত করার উপাসনালয় আছে। বিশেষ করে, মসজিদ ও মন্দির আছে এই পার্কের ভিতর।
লোকেশনঃ
পুর্বাচলের ঢাকা বাইপাস রাস্তা ঘেঁষেই জিন্দা পার্কে (এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামে অবস্থিত)
ভাড়াঃ
ঢাকার যে কোন স্থান থেকে ১০০ - ২০০ টাকার মধ্যেই পোঁছানো যাবে
খাবারঃ
বাইরের খাবার নিয়ে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে। এখানে ভেতরেই খাবারে ব্যবস্থা আছে।২০০/২৮০ টাকার মধ্যে, মাছ / মাংস / মুরগী যে কোন একটি আইটেম ও সাথে, ভাত, ডাল, চাটনি, সবজি থাকছে।
কিভাবে যাবেনঃ
ঢাকার বাহিরে থেকে আসলে, ঢাকায় প্রবেশ করেই (কুড়িল ফ্লাইওভার ক্রস করে) পুর্বাচল ৩০০ ফিটের শেষ দিকে এসে ঢাকা বাইপাস হয়ে গাজীপুরের দিকে যেতে চিন মৈত্রী সম্মেলন দুই এর পরই মাঝ রোডেই পড়বে জিন্দা পার্ক [মোটর সাইকেল, গাড়ি, সিএনজি, বাস]
সময় কেমন লাগেঃ
আমার ঢাকা এয়ারপোর্ট এরিয়া থেকে জিন্দা পার্ক পর্যন্ত ৩০ মিনিট লেগেছে।
বিঃদ্রঃ
আসুন আমরা আমাদের পরিবার ও নিজেকে একটু সময় দেই। ঘুরতে ভালোবাসি।