শীতের দিনে বাংলাদেশে প্রচুর মেলা অনুষ্ঠিত হয়। গ্রাম হোক বা শহর, স্বতস্ফূর্ত থেকে শুরু করে কর্পোরেট ইভেন্ট, মেলার আয়োজন শীতের আকর্ষণীয় অনুষঙ্গ। বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের মেলা হয়ে থাকে প্রতিবছর।
ঢাকার শিল্পকলা একাডেমীতেও আয়োজিত হয় হরেক রকমের মেলা। তেমনই এক মেলা অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে নাম “মিষ্টি মেলা”
এখানে দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে বিখ্যাত মিষ্টি ও মিষ্টান্ন জাতীয় আইটেম নিয়ে অংশগ্রহণ করেছিলেন স্ব স্ব এলাকার প্রতিনিধিরা। স্টল দিয়েছিলেন দেশের স্বনামধন্য বহু মিষ্টির প্রতিষ্ঠান।
এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে — মুক্তাগাছার মণ্ডা, নেত্রকোনার বালিশ মিষ্টি, বগুড়ার দই, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই, টাঙ্গাইলের চমচম, ঢাকাই জিলাপি, জামালপুরের পেরা সন্দেশ সহ আরও জানা অজানা অনেক প্রসিদ্ধ মিষ্টান্ন।
তারই কিছু চিত্র —
22 Likes
I wish i were there thank you brother for sharing the pictures and moments of the program.
2 Likes
WOW!
আমি @ahmadnayemkhan সাথে একমত. আমিও যদি এই মেলায় উপস্থিত হতে পারতাম। মিষ্টিগুলোর ছবি অসাধারণ লাগছে। দেশের নানান স্থানে এখনো কত ভিন্ন স্বাদের মিষ্টি পাওয়া যায়। দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্য।
@AbirAryan আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এত সুন্দর করে সম্পূর্ণ মেলা উপস্থাপণ করার জন্য।
2 Likes
@AbirAryan সময়ের সাথে মিল রেখে অসাধারণ একটি পোস্ট করেছেন দাদা। সেই সাথে আপনার প্রতিটি ছবি অসাধারণ হয়েছে ছবি দেখে মুখে স্বাদ চলে আসছে।
2 Likes
@AbirAryan মিষ্টি খেতে গেলেন একটু বললেন না এইটা কি ঠিক হল ?
2 Likes
@ahmadnayemkhan Missed you bro!
1 Like
@MehediHasanTanvir অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। তবে এটা পিঠা মেলা নয়, মিষ্টি মেলা। পিঠা মেলা শুরু হবে এই মাসের শেষের দিকে।
সবাই মিলে যাব নে চইলেন ভাই
2 Likes
@Jogodish আপনি তো দক্ষিণেশ্বর ঘুরে এলেন। সেখানের কচুরী আর আলুরদম নিয়ে লিখতে পারেন
1 Like
@MahabubMunna জানতাম না এই মেলার কথা। আয়োজন প্রস্তুতি ছাড়াই গেছি। এই মাসের শেষের দিকে পিঠা মেলা হবে। চইলেন যাব সবাই মিলে
1 Like
এতো সুন্দর অনুষ্ঠানে একা যাওয়া ঠিক নয়?
মেলার খাবারগুলো আকর্ষণীয়।
1 Like
aka aka e misty khan bhai @AbirAryan
1 Like