গত ১জানুয়ারি ২০২৩ উদ্বোধন হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রুফটপ রেস্তোরাঁ। যা পুরান ঢাকার ব্যস্ততম এলাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের ৩য় তলায় বা ছাদে অবস্থিত।
Restaurant Name: Buriganga Riverview
ক্যাপশনঃ রেস্তোরাঁর রুপটপ ভিঊ।
বাংলাদেশে এই প্রথম সুন্দর নদীর সুন্দর্য উপভোগ করতে করতে খাবার উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটি রেস্তোরাঁ, যার আয়তন প্রায় ২৪হাজার স্কয়ার ফূট।
ক্যাপশনঃ রেস্তোরাঁ থেকে লঞ্চ টার্মিনালের ভিঊ।
খাবারঃ
এখানে সকল ধরনের এরাবিয়ান, চাইনিজ, মোঘল কাবাব ,ফাস্ট ফুড এবং ডেজার্ট খাবার পাওয়া যায়।
ক্যাপশনঃ খাবার মেনুর কয়েকটা ছবি।
সময়ঃ
সকাল ১১টা থেকে রাত ১১টা পযন্ত, এই রেস্তোরাঁ সবার জন্য খোলা।
ক্যাপশনঃ সী ফুড পির্জা খেয়েছিলাম।
Food Price:
এই রেস্তোরাঁয় খাবারের দাম একটু বেশি, সাথে ৫% ভ্যাট রয়েছে।
Food Quality :
আমি সী ফুড পির্জ্জা ট্রাই করেছি, খাবারের টেস্ট মোটামোটি ছিল।
সার্ভিসঃ
সার্ভিস একটু slow এবং মান মোটামুটি। এটার উন্নয়ন করবে। রেস্তোরাঁর ম্যানেজার আমাকে জানায় যে, নতুন তো, তাই একটু slow এবং মান মোটামুটি। ঠিই হয়ে যাবে, এটা নিয়ে কাজ করছে তারা।
ক্যাপশনঃ রেস্তোরাঁয় আমার কিছু ছবি।
Net & Clean:
রেস্তোরাঁর ওয়াশরুম এবং পরিবেশ Net & Clean.
Kid Friendliness:
এই রেস্তোরাঁর আয়তন প্রায় ২৪০০০ স্কয়ার ফিট। অনেক বড় যায়গা, এখানে Kid friendliness রয়েছে।। বাচ্চাদের মন ভালো হয়ে যাওয়ার মত একটা জায়গা।
ক্যাপশনঃ রেস্তোরাঁর ভিতরের ছবি।
Wheelchair Accessibility:
এই রেস্তোরাঁয় Wheelchair Accessibility নেই।
ক্যাপশনঃ সুন্দর ভিঊ এর সাথে আমি LG @Papel_Mahammud
Parking:
এই রেস্তোরাঁর নিধারিত কোন যায়গা নেই গাড়ি পার্কিং এর জন্য।
Google Maps Adress: