A Beautiful Riverview Rooftop Restaurant At Old Dhaka

গত ১জানুয়ারি ২০২৩ উদ্বোধন হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রুফটপ রেস্তোরাঁ। যা পুরান ঢাকার ব্যস্ততম এলাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের ৩য় তলায় বা ছাদে অবস্থিত।

Restaurant Name: Buriganga Riverview

ক্যাপশনঃ রেস্তোরাঁর রুপটপ ভিঊ।

বাংলাদেশে এই প্রথম সুন্দর নদীর সুন্দর্য উপভোগ করতে করতে খাবার উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটি রেস্তোরাঁ, যার আয়তন প্রায় ২৪হাজার স্কয়ার ফূট।

ক্যাপশনঃ রেস্তোরাঁ থেকে লঞ্চ টার্মিনালের ভিঊ।

খাবারঃ

এখানে সকল ধরনের এরাবিয়ান, চাইনিজ, মোঘল কাবাব ,ফাস্ট ফুড এবং ডেজার্ট খাবার পাওয়া যায়।

ক্যাপশনঃ খাবার মেনুর কয়েকটা ছবি।

সময়ঃ

সকাল ১১টা থেকে রাত ১১টা পযন্ত, এই রেস্তোরাঁ সবার জন্য খোলা।

ক্যাপশনঃ সী ফুড পির্জা খেয়েছিলাম।

Food Price:

এই রেস্তোরাঁয় খাবারের দাম একটু বেশি, সাথে ৫% ভ্যাট রয়েছে।

Food Quality :

আমি সী ফুড পির্জ্জা ট্রাই করেছি, খাবারের টেস্ট মোটামোটি ছিল।

সার্ভিসঃ

সার্ভিস একটু slow এবং মান মোটামুটি। এটার উন্নয়ন করবে। রেস্তোরাঁর ম্যানেজার আমাকে জানায় যে, নতুন তো, তাই একটু slow এবং মান মোটামুটি। ঠিই হয়ে যাবে, এটা নিয়ে কাজ করছে তারা।

ক্যাপশনঃ রেস্তোরাঁয় আমার কিছু ছবি।

Net & Clean:

রেস্তোরাঁর ওয়াশরুম এবং পরিবেশ Net & Clean.

Kid Friendliness:

এই রেস্তোরাঁর আয়তন প্রায় ২৪০০০ স্কয়ার ফিট। অনেক বড় যায়গা, এখানে Kid friendliness রয়েছে।। বাচ্চাদের মন ভালো হয়ে যাওয়ার মত একটা জায়গা।

ক্যাপশনঃ রেস্তোরাঁর ভিতরের ছবি।

Wheelchair Accessibility:

এই রেস্তোরাঁয় Wheelchair Accessibility নেই।

ক্যাপশনঃ সুন্দর ভিঊ এর সাথে আমি LG @Papel_Mahammud

Parking:

এই রেস্তোরাঁর নিধারিত কোন যায়গা নেই গাড়ি পার্কিং এর জন্য।

Google Maps Adress:

https://maps.app.goo.gl/p8gaKJRbUDbrA8dZ7

90 Likes

খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। Kidzone, Accessibility, Parking, cleanliness সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সাধারনত টার্মিনালে প্রবেশ করতে ১০ টাকার টিকিট কিনতে হয়, রেস্টুরেন্টে ঢুকতে কি টিকিটের প্রয়োজন হয়?

ধন্যবাদ :heart:

7 Likes

ধন্যবাদ ভাই @MdFerozKabir

না এটা ২য় টার্মিনালের উপর। এটায় কোন প্রবেশ টিকেট নাই। সবার জন্য উন্মুক্ত। সকাল ১১-রাত ১১টা।

8 Likes

@Papel_Mahammud ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য।

সেদিন আমিও গিয়েছিলাম। সার্ভিস উন্নত করলে জমবে নয়তো নয়

7 Likes

ডেকোরেশন অনেক সুন্দর এবং আপনার লেখাও ভালো হয়েছে।

5 Likes

বাহ খুব সুন্দর রিভিউ ভাই খুব শিঘ্রি যাবো ইন শা আল্লাহ এটার সামনে দিয়ে প্রায় যাতায়াত করা হয়। @Papel_Mahammud

3 Likes

Nice place. Inshallah I will go on my holiday. Thank you for sharing with us.

@Papel_Mahammud

3 Likes

প্রয়োজনীয় সকল তথ্য সহকারে খুব সুন্দর করে জায়গাটি তুলে ধরেছেন @Papel_Mahammud ভাই।

3 Likes

আপনার লেখাটি আমার খুবই লেগেছে। এই ফরম্যাট আমার কাজে লাগবে। আর ছবি অসাধারণ।

2 Likes

Humm dada @AbirAryan

pore jante parchi apnio giyechilan ,unfortunately meet hay ni ….

hmm services quality akto low …

Manager bolechevamake update korbe service

2 Likes

Really amazing. Thanks @Papel_Mahammud Bhai for your sharing.

3 Likes

খুবই সুন্দরভাবে সব বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই। ঘরে বসেই রেস্টুরেন্টের সবকিছু জানতে পারলাম। ছবিগুলো ও বেশ সুন্দর।

3 Likes

সুন্দর রেস্টুরেন্ট। যাব একদিন আশা করি। ধন্যবাদ @Papel_Mahammud ভাই, শেয়ার করার জন্য…

6 Likes

Thank you brother @MonirHB

Thank you brother :heart_eyes: :heart: @MohammadPalash
asole choto bhai ke mone korven …

free thakle meet hoye jabe :smiling_face:

1 Like

ইন শা আল্লাহ

1 Like

Welcome vabi @TajkiyaNijami

@Papel_Mahammud একটা BDLG coffee party করলে ক্যামন হবে ?

1 Like

Khub e valo hay bhaijan @MahabubMunna

ami bolte chaitechilam apnake

akta meetup arrange korte pari ,ki bolen ??

1 Like

@Papel_Mahammud করতে পারেন মাসের শেষের দিকে , একটা বাজেত ফ্রেন্ডলি কিছু Food crawl & photo walk type এর কিছু একটা করলে আমার মনে হয় খারাপ হয় না ।

1 Like