আমি সবসময়ই চেষ্টা করি,ম্যাপ এ অনুপস্থিত প্রতিষ্ঠান, স্থাপনা, রাস্তা গুলো যোগ করতে।বিশেষ করে আমার আশপাশের সকল এলাকার। এছাড়াও আমি যে সকল এলাকায় ভ্রমণ করি সেই এলাকার বিশেষ স্থান, প্রতিষ্ঠান, রাস্তা, বিশেষ স্থাপনা গুলো সংযোজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমার সংযোজন কৃত স্থান গুলো ৪৫,০০,০০০ বার দেখা হয়েছে সকলের দ্বারা। এই মেসেজটি আমার অনুপ্রেরণা যোগাবে।
মো: জাকির হোসেন
