আমি আগেই বলে রাখছি যে আমি কোন ফটোগ্রাফার না।
আমি শখের বসে অনেক ছবি তুলি।
যেকোন যায়গায় গেলেই সেখান যা আমার চোখে আটকায় সেটাই আমি আমার ফোন ক্যামেরার মাধ্যমে আটকে রাখি।
ছবি তোলা খুব ভালো একটা শখ।
কমবেশি অনেকেই আমরা ছবি তুলে থাকি।
এটা আমাদের মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ দেয়।
২০২৪ সালে আমি অনেক যায়গার অনেক ছবি তুলেছি, সেগুলোর মধ্য থেকে আমার বেশি ভালো লাগা ২৪ টি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
সবগুলো ছবি দেখার এবং সেগুলো কেমন লাগলো তা মন্তব্যে জানানোর জন্য অনুরোধ রইলো।
ছবি নং ১
ভোরবেলায় ঘাটে ভি্রছে মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকা
ছবি নং ০২
একাকী একটি রাজহাঁস পানিতে সাঁতার কাটছে।
ছবি নং ৩
কারেন্ট জালে আটকে থাকা একটি পুটি মাছ
ছবি নং ৪
কুয়াশার ভোরে দাড়িয়ে থাকা একটি গাছ
ছবি নং ৫
মাটির উপরে উপচে থাকা শিকড়সহ একটি বটগাছ
ছবি নং ৬
গোধুলির আকাশে নতুন চাঁদ
ছবি নং ৭
একসাথে বেড়ে ওঠা পাঁচটি তালগাছ
ছবি নং ৮
নদীর উপর ভেসে যাওয়া বালুভর্তি নৌকা
ছবি নং ৯
হাওরের পানির মধ্যে বেচে থাকা দুইটি গাছ
ছবি নং ১০
গ্রাম্য এলাকায় আদিমকালে এখাবে খোলা যায়গায় চুল কাটা হতো
ছবি নং ১১
নদীর বুকে ভেসে থাকা মাছ ধরার ছোট্ট নৌকা
ছবি নং ১২
গাছতলায় বিশ্রাম নিচ্ছে একটি ছাগলের বাচ্চা
ছবি নং ১৩
বর্ষাকালে পানির মধ্যে বেচে থাকা একটি রেইনট্রি গাছ
ছবি নং ১৪
গাছের ছায়ায় কৃষকের রেখে যাওয়া চলাচলের বাহন (সাইকেল)
ছবি নং ১৫
একজন শিকারী জাল ফেলে অপেক্ষায় দাড়িয়ে আছে
ছবি নং ১৬
রাতের বেলায় আশুগঞ্জ-ভৈরব সেতু
ছবি নং ১৭
সাকো পার হয়ে যাচ্ছেন একজন বৃদ্ধা নারী
ছবি নং ১৮
একটি ছেলে নৌকা বেয়ে তার গন্তব্যে যাচ্ছে
ছবি নং ১৯
একজন বৃদ্ধলোক চাষ করার জন্য তার জমিতে হাল বাইছে
ছবি নং ২০
একটি বাচ্চা খেলনা কেনার আবদার নিয়ে দোকানে দাড়িয়ে আছে
ছবি নং ২১
একজন বৃদ্ধলোক তার মনের দুঃখ নিয়ে বসে বসে চিন্তা করছে
ছবি নং ২২
একজন রংছাপ বিক্রেতা
ছবি নং ২৩
ক্রেতার অপেক্ষায় থাকা একজন দোকানী
ছবি নং ২৪
পুতুলের সাথে ঘুমিয়ে থাকা একটি জীবন্ত পুতুল
আসা করি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ
#bangladeshlocalguides
#BDLG #bdlg #connect photography
#10yearsoflocalguides