হ্যালো
লোকাল গাইড বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের আয়োজন উপস্থাপন করবো। বাংলাদেশ লোকাল গাইড গত 19/20 তারিখ, শুক্র ও শনিবার। রাঙ্গামাটি জেলায় একটি মেগা মিটআপ এর আয়োজন করে। আপনাদের সাথে একটি ভিন্ন রকম আমার অভিজ্ঞতা শেয়ার করবো। তা হলো মিটআপ এর খাবার নিয়ে আলোচনা করবো। খাবার সবাই পছন্দ করে আশাকরি আপনারাও করবেন।
সকালের নাস্তাঃ
আমরা রাতের বাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রায় 50 জন লোকাল গাইড উপস্থিত হই, রাঙ্গামাটি জেলার শহর এর রিজার্ভ বাজারে। সকালে যে যার মত করে সবাই নাস্তা করি। তার পর আমরা কাপ্তাই হ্রদের মধ্যে দিয়ে বৌদ্ধ মন্দির দেখতে চাই। ঐ খানে আমরা পাহাড়ী বিভিন্ন রকমের ফল খাই, যেমন, আম, লিচু, পেঁপে, আনারস, কলা ইত্যাদি। তার পর আমরা সবাই আবার রিজার্ভ বাজারে আসি দুপুর বেলা।
দুপুর বেলার খাবারঃ
দুপুর বেলায় জুমার নামাজ এর পর আমরা খাবার খাই। খাবার এর ম্যানু ছিলো, ভাত, ডাল, মুরগি, সবজি
দুপুর এর খাবার শেষ করে আমরা আমাদের রিসোর্ট এ যাই। প্রায় ২ ঘন্টা নৌকা ভ্রমণ করে রিসোর্ট এ পৌঁছাই। রিসোর্ট এ যখন সবাই পৌছাই তখন বিকাল হয়ে যায়।
বিকালের নাস্তাঃ
আমি মনে মনে চিন্তা করতাছি, যেহেতু পাহাড়ী এলাকায় আসছি এখানে ভিন্ন রকম একটি নাস্তা হবে। কিন্তু না আমার পছন্দের একটি রেসিপি আমাদের দিলো, তা হলো পাস্তা সাথে সস। পাস্তা খাওয়ার পর আমাদের দিলো গরম গরম চা।
বিকালের নাস্তা পর আমরা রিসোর্ট এলাকায় ঘুরাঘুরি করি। অনেক ভালো লাগে বিশাল এক লিচু বাগান আছে।
রাতের খাবারঃ
আমাদের হোস্ট @AbdusSattar ভাই আমাদেরকে অ্যানাউন্স করে বলে দেন। রাত 9 টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হবে।
আমরা সন্ধার সময় আমাদের, তাঁবুগুলো রেডি করে নেই। তারপর যথাসময়ে আমরা রাতের খাবার শেষ করি। রাতের খাবারের মেনু ছিল, নান রুটি ও চিকেন গ্রিল সাথে সালাদ দেওয়া হয়। এর সাথে কোমল পানীয় দেওয়া হয়। রাতের খাবারের পর মিটাআপ এ বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের অনেক আলোচনা হয়।
মিটআপ এর শেষ দিন সকাল বেলার খাবারঃ
20 তারিখ সকালের নাস্তা হিসেবে আমাদেরকে দেওয়া হয়, গরম গরম খিচুড়ি সাথে ডিম। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল। সকাল 10 টায় আমরা রিসোর্ট ত্যাগ করি।
সব মিলিয়ে, 2 দিনের ভ্রমণ আমাদের অনেক ভালোই কেটেছে।
আমার একটা জিনিস খুব ভালো লেগেছে তা হলো পাহাড়ি এলাকার ফলমূল খুবই ফ্রেশ। দামে খুবই সস্তা।
বিঃদ্রঃ আমরা কোথাও ঘুরতে গেলে, ঐ স্থানটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।
#210meetup #letsguide
#BDLG #bdlg210
#localguide #localguideconnect.