বাংলাদেশ লোকাল গাইড আয়োজিত ২০০ তম মিটাপ শেষ হয়ে গিয়েছে ঠিকি কিন্তু তার রেশ এখনো রয়ে গিয়েছে মনে হচ্ছে সবার সাথে কাটানো মুহুর্ত গুলো এখন চোখে ভাসছে।
ক্যাপশনঃ এটা একটা অপ্রস্তুত ছবি বা ক্যান্ডিড বলি ছবি তুলেছেন লোকাল গাইড কপিল দেব দাদা। অবশ্য ছবিটা খুব ভালো লেগেছে তাই কভারেই দিলাম ধন্যবাদ কপিল দাদা।
ভালো মুহুর্ত গুলি আমরা সর্বদাই রেখে দিতে চাই আগলে রাখতে চাই কিন্তু সেটা সম্ভব খুব কমই হয় তাই অন্তত ছবিগুলো রেখে দেই। বছর ঘুরে মেমরিতে আসে স্মৃতি চারন করতে ভালো লাগে।
ক্যাপশনঃ ২০০ তম মিটাপে আমাদের কে আকাশলীনা ইকো পার্ক এ নিয়ে যাওয়া হয় তারই একটা কোলাজ ছবি।
ক্যাপশনঃ বরসা রিসোর্টে।
২০০ তম মিটাপের ভেন্যু ছিলো এই বরসা রিসোর্ট খুব ছিমছাম সবাই খুব আনন্দঘন মুহুর্ত কাটিয়েছি।
ক্যাপশনঃ আমি মোহাম্মদ পলাশ সহ ছবিতে অভিজ্ঞ এবং অন্যান্য লোকাল গাইড গন তারই একটি কোলাজ ফটো।
ক্যাপশনঃ কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র।
২০০ তম মিটাপে আমরা গিয়েছিলাম কলাগাছিয়া ইকো ট্যুরিজম, সুন্দরবন । এখানে সুন্দরবনের জীববৈচিত্র সহ সুন্দরবন এর প্রকৃতি আমাদের কে মুগ্ধ করে।
ক্যাপশনঃ ২০০ তম মিটাপের সম্মানিত হোস্ট বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি র এডমিন সহ প্রিয় লোকাল গাইডদের সাথে একটা কোলাজ ছবি।
পাপেল ভাই ওমর ভাই সহ কিছু পছন্দের ছবি বিশেষ করে হরিনের সাথে ছবিটা খুব ভালো লাগছে ধন্যবাদ পাপেল ভাই।
২০০ তম মিটাপে আয়োজন করা খাবারের মেন্যুর একাংশ।
২০০ তম মিটাপ নিয়ে অনেক সিনিয়র লোকাল গাইডগন খুব দারুন দারুন অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাই নতুন কোন বর্ননা আমার কাছে নেই ছিলো শুধু ছবি তাই সেগুলোই শেয়ার করলাম । ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইড পরিবার।
#BDLG200 #Meetup200 #BangladeshLocalguide #Letsguide