লোকাল গাইডদের সাথে এটাই ছিল আমার প্রথম মিট আপ। তাই এটা নিয়েই আমার প্রথম কানেক্ট পোস্ট টি করবো বলে সিদ্ধান্ত নিলাম
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিতে ২ বছর যাবত যুক্ত থাকলেও কখনো কোন মিট আপে অংশগ্রহণ করা হয়নি এবং কানেক্টে পোস্ট লেখা হয়নি। ফেসবুক গ্রুপে শুধু এদের কার্যক্রম অনুসরন করেছি।
বাংলাদেশ লোকাল গাইডের ১০ বছর পূর্তি উৎসবে যোগদানের জন্য যখন আমন্ত্রণ পেলাম অনেক এক্সাইটেড হয়ে গেলাম। আজকে নির্ধারিত সময়ের মধ্যেই ভেন্যুতে উপস্থিত হলাম এবং রেজিস্ট্রেশন করে গিফট ব্যাগ বুৃঝে নিয়ে অন্যন্য লোকাল গাইডদের সাথে মূল আয়োজনে অংশগ্রহণ করলাম।
বেশ সুশৃঙ্খল সাজানো গোছানো একটি পরিবেশ ছিল। এতগুলা (১৭০+) মানুষ যখন একসাথে হয় তখন দু’য়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই যেতে পারে কিন্তু এখানে এরকম কোন কিছুই হয়নি। প্রত্যেকটা লোকাল গাইড ছিল খুবই ভদ্র এবং অমায়িক। সারাটাদিন খুবই চমৎকার একটি পরিবেশে হাসি আনন্দ নিয়ে কেটেছে সবার। হোস্টরা সবাই অনেক আন্তরিক ছিলেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য এত চমৎকার একটি অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছে।
সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হলেও খাবার নিয়ে আমার সামান্য আপত্তি আছে
দুপুরের খাবারটা কোয়ালিটি সম্পন্ন ছিল না। লোকাল রেস্টুরেন্ট থেকে আনা কোয়ালিটিলেস একটি লাঞ্চ প্যাকেট ছিল। কোল্ড ড্রিকংসটাও ছিল নিম্নমানের। কন্ট্রিবিউশন ফি অনুযায়ী একটা ভালমানের লাঞ্চ আয়োজন করা যেত বলেই আমি বিশ্বাস করি।
যাই হোক ওভারঅল মিটআপ টা খুবই সুন্দর ও গোছানো পরিবেশে সম্পন্ন হয়েছে। সবাইর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনেক আনন্দ দিয়েছে।
লোকাল গাইড বাংলাদেশ অনেক দূর যাবে। শুভ কামনা