130 posts trending by Bangladesh Local Guides community members in 12 months [ 2022 ]

130 টি Trending Post এ কার কত শতাংশ কন্ট্রিবিউশন তা পাই চার্ট এর একটি চিত্র

Bangladesh Local Guides কমিউনিটির প্রতিতি কাজ আমি সংরক্ষণ করি , কোন মিট আপে কত জন উপস্থিত ছিল থেকে শুরু করে কোন Post কবে Trending হল বা Featured হল সহ যাবতীয় তথ্য। 2022 সালের তথ্য অনুসারে BDLG কমিউনিটির সদস্যদের করা Local Guides Connect Forum এ পোস্ট গুলো থেকে বিগত 12 মাসে মোট 130 টি পোস্ট Trending এ ছিল ।

কিছু তথ্য সামারি আকারে নিম্নে দেয়া হল চার্ট সহ

Month অনুসারে Trending কত গুলো হয়েছিল তার Graph chart

সংরক্ষিত তথ্য এনালাইসিস করে দেখা যায়

সবচেয়ে বেশি Trending হয়েছে August মাসে 37 টি । [ এত বেশি হবার কারন মেগা মিট আপে অংশগ্রহণের পূর্ব শর্ত ছিল কানেক্ট ফরামে পোস্ট করতে হবে ]

সবচেয়ে কম Trending হয়েছে May , June মাসে 3 টি করে ।

12 মাসে Trending সংখ্যার হিসাব

January - 6

February - 7

March - 6

April - 5

May - 3

June - 3

July - 9

August - 37

September - 15

October - 9

November - 12

December -18

কার কত গুলো পোস্ট Trending হয়েছে

সবচেয়ে বেশি হয়েছে আমার [ Mahabubmunna ] -26 টি

দ্বিতীয় অবস্থানে যৌথ ভাবে আছে [ @Papel_Mahammud এবং @NasimJ ] -10 টি

তৃতীয় অবস্থানে আছে [ @Saiyen ] - 9 টি

লেখা ও তথ্য সংরহকারক : মাহাবুব হাসান [ Mahabub hasan ]

51 Likes

যদিও ২০২২ সালে যেরকম প্ল্যান প্রথম দিকে সেভাবে কাজ করতে পারিনি। তবে এবার আগেরবার থেকে বেশি একটিভ থাকার চেষ্টা করবো।

আমাদের ট্রেন্ডিং এ যাওয়া পোস্টগুলোকে চমৎকারভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ @MahabubMunna

আশা করছি সামনের বছর থেকে ফিচার্ড পোস্টের ডাটাও এভাবে শেয়ার করবেন। তাহলে সবাই নিজেদের পোস্টের কোয়ালিটি নিয়ে সচেতন হবে।

9 Likes

বাংলাদেশ লোকাল গাইড-এর সকল সদস্যদের জানাই Happy New Year 2023

5 Likes

আমার কন্ট্রিবিউশান ১.৬% :metal: :metal:

অন্যদেরও অভিনন্দন। আশাকরি এই ধারা অব্যাহত থাকবে। @MahabubMunna ভাই দারুন কাজ করেছেন, সব রেকর্ড রেখে।

4 Likes

আন্তরিক ধন্যবাদ @MahabubMunna ভাই, কস্ট করে এত প্যারা নিয়ে আমাদের কন্টিবিউশন ডেটা গুলো সংগ্রহ করার জন্য।

BDLG এর জন্য বেশ ভালো একটা বছর গেলো, অনেকেই কোয়ালিটিফুল লিখা লিখতে শুরু করেছে, তাই বলা যায় ২০২৩ বেশ ভালোই যাবে ইনশাআল্লাহ।

এই বছরের আমার সর্বোচ্চ পোস্ট ট্রেন্ডিং এ গিয়েছিল, সামনের দিনগুলোর জন্য দোয়াপার্থী।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

3 Likes

অভিনন্দন @MahabubMunna আর এতো সুন্দর করে সব গুছিয়ে লিখছেন, আগামীতে ইনশাআল্লাহ আর ও ভালো কিছু করবো :sparkling_heart: :purple_heart: :heart:

2 Likes

অভিনন্দন সবাইকে আমিও একটা অংশে আছি এই প্রাপ্তি খুব ভালোলাগা র কৃতজ্ঞতা @MahabubMunna সংরক্ষণ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

2 Likes

@MahabubMunna বছরের একদম অন্তিম মুহূর্তে ট্রেন্ডিং পোষ্টে এসে শামিল হতে পেরেছি দেখে আনন্দবোধ হচ্ছে। আপনার তথ্যসমৃদ্ধ পোষ্ট দেখে ভালো লাগলো।

1 Like

Onk onk dhonnobad bhai @MahabubMunna

apnar ai songrokhon amader post dewate onk utshahito korve …

in sha allah 2022 ar moto 2023 Ay o

vlo contribution korbo …

1 Like

@MahabubMunna প্রিয় কমিউনিটির সকল তথ্য এক পোস্টে এত সুন্দর করে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ।
মুটামুটি শুরু থেকেই এই টিম এর সাথে আছি , চোখের সামনে আপনাদের প্রচেস্টায় আজকে বিশাল আকার ধারন করেছে এই টিম ।
এতদিন ছিলাম না এই বছরে নিয়মিত থাকার আশা রাখছি ।

1 Like

@Rashed আপনারা আসলে আর ভরশা পাই কারন নতুন রা ত বন্যার পানির মত আসে যায় , বট গাছ থাকলে একটু সুবিধা হয় আশাকরি নিয়মিত পাব আপনাকে আমাদের সাথে :heart:

1 Like

ভাই কিভাবে কি সব বলে দেন ,
যেভাবে বলেন সেরকম কিছু করতে পারি কিনা সেই ভয়ে পরে যাই ।

1 Like

@MahabubMunna দুর্দান্ত নিউজ ভাইজান।

১৩০ টি হইলে মাসে ১০ টির বেশি পোস্ট।

1 Like

@MahabubMunna das sind tolle Fakten!

Ich bin ein großer Fan von Zahlen, Daten und Fakten. Diese hast du wirklich sehr anschaulich präsentiert.

Danke für deine großartige Arbeit und die von dir investierte Zeit!

Toll, dass du dies hier teilst!

1 Like

@MahabubMunna নতুন বছরে এর থেকে ভালোভাবে শুরু করতে হবে ইনশাআল্লাহ।

1 Like

@MahabubMunna ভাই সুন্দর ও তথ্য বহুল এবং উৎসাহ দায়ক লেখা ও পরিশ্রমের জন্য

1 Like