প্রিয় সুধী, আশা করি ভালো আছেন। বসন্তের প্রথম দিনে আপনাকে শুভেচ্ছা। জ্বি হ্যাঁ, গাছে গাছে নতুন ফুল, পাতা আর পাখির কলতান জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। জ্বি, আমাদের মিটাপের বসন্তও এসে গেছে! অপেক্ষার পালা এবার ফুরাল! আপনারা যারা নিয়মিত কমিউনিটিতে যাতায়াত করেন তারা জানেন ১০০তম মিটাপ প্রোগ্রাম নিয়ে আমরা কতটা স্বপ্নবিলাসী। কারণ গুগল লোকাল গাইডসের অন্য অনেক ক্ষেত্রের মত এখানেও আমরা সবার থেকে এগিয়ে, শুধু সংখ্যার নয় কাজে এবং গুণে। গুগলের বিভিন্ন এক্টিভিটিতে সেটারই প্রমাণ। কারণ টা সম্ভবত ‘আমি’ থেকে বের হয়ে “আমরা” হিসেবে কাজ করা! সে যাই হোক, মিটাপ প্রোগ্রাম নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু সব স্বপ্ন পূরণ হয়ে না। তাই আমরা এখন সিম্পলের মধ্যে গর্জিয়াস করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। একশতম মিটাপ প্রোগ্রাম আগামী ৮ মার্চ ২০১৯ (রোজ শুক্রবার) চট্টগ্রামের একটি প্রসিদ্ধ রেস্তোরাঁতে সারাদিনব্যাপী হবে। রেজিস্ট্রেশন ফি দুই হাজার (২,০০০) টাকা মাত্র। ঢাকা থেকে আমাদের সাথে গেলে ২,৪০০ টাকা। টাকা পাঠানোর মাধ্যম কনফার্মেশন মেইলে জানানো হবে। একজন গেস্ট এলাউড। রেজিস্ট্রেশন করা যাবে ২০ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি থেকে কনফার্মেশন মেইল দেয়া শুরু হবে আশা করি। কনফার্ম মেইলে পরবর্তী পদক্ষেপ বিস্তারিত জানিয়ে দেয়া হবে আসন সংখ্যা সীমিত! ফলে দ্রুত করুন… Registration Link: https://goo.gl/forms/31afXZOefNfYrncJ3 রেজিস্ট্রেশন করার আগে প্রশ্নোত্তর পড়ে নিন প্লিজ! Q&A: https://www.facebook.com/LocalGuidesBD/photos/a.802591909814465/2410173275722979/ Facebook Event page: https://www.facebook.com/events/334406937176062/
চাকুরী করার সুবাদে আজ পর্যন্ত কোন মিটআপ এ আমার যাওয়া হয় নাই। এইবার সেই রেকর্ড ভেঙ্গে এক দিনে আগে চলে যাব বন্দর নগরী চট্টগ্রাম এই ১০০তম মিটআপকে কেন্দ্র করে। মাহাবুব মুন্না ভাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ যে, সবাইকে নিতে এত সুন্দর একটা ইভেন্ট এর আয়োজন করলেন।
@MahabubMunna , একটি সুন্দর অনবদ্য পোষ্টেের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যারা চট্টগ্রামে আছি , অংশগ্রহনকারী সকলকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছি। আশাকরি সকলে নিরাপদে পৌছে যাবেন। দেখা হবে ইনশাআল্লাহ।
Due to the busy life in Dhaka and office issue could not join the event today at Chittagong. But we have arranged a small meet up in Dhaka. So if possible can we connect with you by skype or Duo? We will be meeting in the evening. Hope to connect with you all.