100th Meetup of Bangladesh LG

100th Meetup of Bangladesh LG

Agrabad Commercial Area

Agrabad Commercial Area, Chittagong, Bangladesh

March 08, 2019 @ 09:00 (+06)

প্রিয় সুধী, আশা করি ভালো আছেন। বসন্তের প্রথম দিনে আপনাকে শুভেচ্ছা। জ্বি হ্যাঁ, গাছে গাছে নতুন ফুল, পাতা আর পাখির কলতান জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। জ্বি, আমাদের মিটাপের বসন্তও এসে গেছে! অপেক্ষার পালা এবার ফুরাল! আপনারা যারা নিয়মিত কমিউনিটিতে যাতায়াত করেন তারা জানেন ১০০তম মিটাপ প্রোগ্রাম নিয়ে আমরা কতটা স্বপ্নবিলাসী। কারণ গুগল লোকাল গাইডসের অন্য অনেক ক্ষেত্রের মত এখানেও আমরা সবার থেকে এগিয়ে, শুধু সংখ্যার নয় কাজে এবং গুণে। গুগলের বিভিন্ন এক্টিভিটিতে সেটারই প্রমাণ। কারণ টা সম্ভবত ‘আমি’ থেকে বের হয়ে “আমরা” হিসেবে কাজ করা! সে যাই হোক, মিটাপ প্রোগ্রাম নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু সব স্বপ্ন পূরণ হয়ে না। তাই আমরা এখন সিম্পলের মধ্যে গর্জিয়াস করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। একশতম মিটাপ প্রোগ্রাম আগামী ৮ মার্চ ২০১৯ (রোজ শুক্রবার) চট্টগ্রামের একটি প্রসিদ্ধ রেস্তোরাঁতে সারাদিনব্যাপী হবে। রেজিস্ট্রেশন ফি দুই হাজার (২,০০০) টাকা মাত্র। ঢাকা থেকে আমাদের সাথে গেলে ২,৪০০ টাকা। টাকা পাঠানোর মাধ্যম কনফার্মেশন মেইলে জানানো হবে। একজন গেস্ট এলাউড। রেজিস্ট্রেশন করা যাবে ২০ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি থেকে কনফার্মেশন মেইল দেয়া শুরু হবে আশা করি। কনফার্ম মেইলে পরবর্তী পদক্ষেপ বিস্তারিত জানিয়ে দেয়া হবে আসন সংখ্যা সীমিত! ফলে দ্রুত করুন… Registration Link: https://goo.gl/forms/31afXZOefNfYrncJ3 রেজিস্ট্রেশন করার আগে প্রশ্নোত্তর পড়ে নিন প্লিজ! Q&A: https://www.facebook.com/LocalGuidesBD/photos/a.802591909814465/2410173275722979/ Facebook Event page: https://www.facebook.com/events/334406937176062/

RSVP here

69 Likes

Thanks @MahabubMunna Bhai

Really ExcutEx For This Grand Meet-Up

Proud to Be Google Local Guides, Bangladesh

7 Likes

@MahabubMunna brother and Bangladesh Local Guide . Congratulations ! and best of luck for 100 meetups. I wish for your grand success…

5 Likes

Wow, congratulations on your 100th meet-up @MahabubMunna !

Thank you for organizing and wishing you a successful event! Looking forward to the recap! :slight_smile:

7 Likes

Exited to be there!

3 Likes

3 Likes

I have already completed one of the largest form fillup.

3 Likes

How can i send my money…

3 Likes

@RaihanUS ভাই আপনি মোটা মুটি রেডি থাইকেন । বৃহস্পতি বার এক বার নক দিয়েন

3 Likes

@TuhinSir ধন্যবাদ শেয়ার করার জন্য কনফার্মেশন মেইল

3 Likes

I’ll join with my wife and 16th months old baby girl. Cause my wife is Level 5 local guides and she is already selected in registration . :grinning:

5 Likes

ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে বাংলাদেশ লোকাল গাইডস আয়োজিত ১০০তম মিট-আপ এ।

7 Likes

ধন্যবাদ ভাই।

অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি সবাইকে নিয়ে খুব সুন্দর ও সফল একটা মিটআপ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

সবাইকে আল্লাহ ভাল ও সুস্থ রাখুক।

Ameen…

4 Likes

চাকুরী করার সুবাদে আজ পর্যন্ত কোন মিটআপ এ আমার যাওয়া হয় নাই। এইবার সেই রেকর্ড ভেঙ্গে এক দিনে আগে চলে যাব বন্দর নগরী চট্টগ্রাম এই ১০০তম মিটআপকে কেন্দ্র করে। মাহাবুব মুন্না ভাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ যে, সবাইকে নিতে এত সুন্দর একটা ইভেন্ট এর আয়োজন করলেন।

4 Likes

Dear @MahabubMunna Vai,

Thanks a lot for your excellent presentation. I am really excited for our Grand Meet-Up.

Thanks for your wishes… @AlexaAC

Proud to Be Google Local Guides, Bangladesh

#Localguides

#Bangladesh

#letsguide

4 Likes

@MahabubMunna , একটি সুন্দর অনবদ্য পোষ্টেের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যারা চট্টগ্রামে আছি , অংশগ্রহনকারী সকলকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছি। আশাকরি সকলে নিরাপদে পৌছে যাবেন। দেখা হবে ইনশাআল্লাহ।

3 Likes

Due to the busy life in Dhaka and office issue could not join the event today at Chittagong. But we have arranged a small meet up in Dhaka. So if possible can we connect with you by skype or Duo? We will be meeting in the evening. Hope to connect with you all.

Please let us know the update. Thanks @MahabubMunna

2 Likes

@MahabubMunna অস্থির একটা মিটআপ হয়েছে। বাংলাদেশ লোকাল গাইডস এর নতুন একটি রেকর্ড

1 Like